comok hasan Pdf bookগণিত শেখার বই Pdf (বিশাল কালেকশন)

অংক ভাইয়া চমক হাসান Pdf Download

Anko Vaiya pdf download

বইয়ের নাম: অঙ্ক ভাইয়া(anko vaiya)
লেখক: চমক হাসান
ক্যাটাগরি: গণিত
প্রকাশক: আদর্শ প্রকাশনী
১ম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৮
 
বুক রিভিউ:
কেউ যদি নিজের মত করে গণিত শিখতে চায়, গণিতের সমাধান বের করতে চায়, তাহলে তাকে নিবৃত না করে, বাধা না দিয়ে বরং উৎসাহ দেওয়া উচিৎ।
কিন্তু দুঃখজনকভাবে সত্যি যে, আমাদের দেশে স্কুল প্রতিষ্ঠানগুলোতে এর ঠিক বিপরীতটাই দেখা যায়। আমি নিজেই এর ভুক্তভোগী। দেখা গেল যে, স্যার যেভাবে অংকটা করেছেন ঠিক সেভাবে না করলে, অংকের ঐ সুত্র প্রয়োগ না করলে অংকটা কেটে দিচ্ছেন। এসব সমস্যা আমাদের কাটিয়ে উঠা উচিৎ।
গণিত নিয়ে বাংলা ভাষায় খুব কম সংখ্যক বই আছে।
গণিতের নানা সমস্যা আর কৌশল শেখানোর পাশাপাশি একজন শিক্ষককে স্টুডেন্টদের নানা প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে তাদের মাঝে গণিত শেখার আগ্রহ জাগ্রত রাখা – এসবই হচ্ছে একজন আদর্শ গণিত শিক্ষকের কাজ।
চমক হাসানকে একজন শিক্ষক হিসেবে ধরে নিলে এক্ষেত্রে তিনি সফল। 
মজায় মজায় গণিত শেখানোর ক্ষেত্রে চমক হাসান আদর্শ হয়ে থাকবে বাংলার বুকে। চমক হাসান ভাইয়া এজন্য ফেভারিট।  তিনি বুঝেন, গণিত শেখার আগ্রহ বাংলার বুকে বিদ্যমান,শুধু একটুখানি দিক নির্দেশনার প্রয়োজন। তাইতো তিনি তার ইউটিউব চ্যানেলে মজায় মজায় গণিত শেখানো শুরু করলেন।
অংক ভাইয়া পুরো বই জুড়ে পাবেন গণিত নিয়ে মজার মজার টেকনিক যা আপনার একাডেমিক প্রাকটিক্যাল লাইফে খুব কাজ দিবে।

onko vaiya pdf download: Click here

বি:দ্র: দয়া করে বইটির একটি হার্ডকপি নিকটস্থ লাইব্রেরি থেকে ক্রয় করুন। লেখক বা প্রকাশকের ক্ষতি আমাদের কাম্য ময়। মনে রাখবেন, বই কিনে কেউ গরীব হয় না।

onko viya pdf
বইটি পড়ে আপনার মনে ঘুরপাক খাওয়া গণিতের অনেক অজানা জেনে নিতে পারবেন। সূচি দেখলে বুঝতে পারবেন টপিকগুলো কি কি বিষয় নিয়ে হতে পারে।

অংক ভাইয়া বইয়ের সূচিপত্রঃ

# ভয়ের ভাবনা ভয়ংকর
• গণিত সৌন্দর্য শুধু কি কাজে লাগেই বলেই?

# প্রশ্ন চলুক নির্ভয়ে
• 11 ওয়ানটি ওয়ান এবং ১২ ওয়ানটি টু নয় কেন?
• 1th,2th,3th নয় কেন?
• বলুন তো দেখি সাড়ে এক, সাড়ে দুই, নাকি দেড় আড়াই?
• আচ্ছা ০ আবষ্কারের আগে ১০,২০ লিখত কিভাবে?
• পৃথিবীতে অংক কয়টা?
• 0 আবিষ্কারের আগে ১০,২০ কিভাবে লিখত?
• ১,৪৭,৫৭০ বর্গ কি.মি বাংলাদেশের ক্ষেত্রফল নাকি আয়তন?
•  আপনিই বলুন শুন্য জোড় নাকি বিজোড় এবং
• বর্গপুকুর ধাধা
 
# সংখ্যা নিয়ে সংশয়
• সংখ্যার শুরু কোথায়?
• বহু বছর আগে জিনিসপাতির বয়স বের করত ক্যামনে?
• সুমার কি সুমেরু?
 
# বীজগণিতের বিচিত্র চিন্তা
# ফাংশন নিয়ে টেনশন
# জ্যামেতির জমজমাট জল্পনা
# সুরের মায়ায় বাধা যখন গণিত
# ত্রিকোণমিতির কিছু কথা
# মুখোমুখি অংকভাইয়ার নজিবুল্লাহ মাস্টার
ইত্যাদি….

চমক হাসান বই pdf download

গণিত নিয়ে চমক হাসানের অন্যান্য বইগুলোর মধ্যে রয়েছে-

• nimik pane pdf download (নিমিখ পানে ক্যালকুলাসের পথ পরিভ্রমণ pdf download)

• golpe golpe genetics pdf download

8 Comments

  1. ভাইয়া হোম কোরেন্টায়নে আছে সবাই,বেশি বেশি বই দিলে উপকৃত হতাম,বিষেশ করে নিমিখ পানে ২ আর বেলা ফুরাবার আগে

  2. I need this book. But my financial condition is not good. Please help me . If you give the this book pdf, i assure you i don't give pdf anyone or upload pdf any wed site. please help me.

  3. অনেকে লিংক খুজে পাচ্ছেন না। সমাধান: অংক ভাইয়া বইটি পড়ার সরাসরি ডাউনলোড লিংক:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!