hsc+varsity admission book pdfএকাডেমিক বই ডাউনলোড - Academic Book Pdf Download

অর্থনীতি ২য় পত্র গাইড Pdf Download একাদশ শ্রেণী

আবারো তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক অর্থনীতি ২য় পত্র গাইড Pdf Download একাদশ-দ্বাদশ শ্রেণী এইসএসসি(hsc) 

অর্থনীতি ২য় পত্র গাইড Pdf Download একাদশ শ্রেণী

বইয়ের নাম: অর্থনীতি ২য় পত্র গাইড Pdf Download (পিডিএফ ডাউনলোড)

শ্রেণী: একাদশ শ্রেণী

ধরণ: উচ্চ মাধ্যমিক ১১-১২ শ্রেণী

অর্থনীতিবিদ স্টোনিয়ার এবং হেগ মনে করেন, “অর্থনীতি মূলত স্বল্পতা এবং স্বল্পতার কারণে উদ্ভূত সমস্যা সংক্রান্ত বিদ্যা।” অর্থনীতিবিদ অসকার ল্যাঞ্জ (Oscar Lange) বলেন, “অর্থনীতি মানবসমাজে সীমাবদ্ধ সম্পদ ব্যবহারের প্রশাসনিক বিজ্ঞান।”

এ উদ্ধৃতি আলােচনা থেকে বােঝা যায়, অর্থনীতি মানুষের অসীম অভাব, বিভিন্ন অভাবের গুরুত্ব নির্বাচন, সীমিত সম্পদের সর্বাধিক দক্ষ ব্যবহারের কৌশল নির্ধারণের মাধ্যমে সামাজিক কল্যাণ সর্বোচ্চকরণের উপায় নিয়ে আলােচনা করে। লক্ষ্য’ ও ‘উপায়’-এ দু’য়ের মধ্যে যােগসূত্র স্থাপন করে অর্থনীতি। এখানে লক্ষ্য’ বলতে মানুষের উপযােগ বা কল্যাণ সর্বাধিক করা এবং ‘উপায়’ বলতে সম্পদের সীমাবদ্ধতার কারণে কীভাবে মানুষ তার কল্যাণ সর্বাধিক করবে, তাকে বােঝানাে হয়েছে।

অতএব অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করে অর্থনীতিবিগণ প্রাথমিকভাবে দুটি সমস্যাকে চিহ্নিত করেন। যথা—

(ক) দুপ্রাপ্যতা (Scarcity) ও 

(খ) নির্বাচন (Choice)।

নিম্নে দুপ্রাপ্যতা ও নির্বাচন সম্পর্কে আলােচনা করা হলাে :

.১ দুপ্রাপ্যতা ও নির্বাচন (Scarcity and Choice)

দুপ্রাপ্যতা (Scarcity) : মানবজীবনে প্রত্যাশা, অভাব, চাওয়া, আকাক্ষা অসীম কিন্তু এ অসীম অভাব পূরণের ক্ষমতা তথা সম্পদ সীমিত। তাই সকল প্রকার অর্থনৈতিক সমস্যার মূলে আছে সম্পদের স্বল্পতা বা দুপ্রাপ্যতা।

Scarcity বা দুষ্প্রাপ্যতা বলতে বােঝায়, মানবজীবনের অসীম সমস্যা বা অভাব পূরণের জন্য সম্পদ সীমিত ও অপ্রচুর অর্থাৎ দুষ্প্রাপ্য। মানুষের অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদ প্রয়ােজন, সে পরিমাণ সম্পদ প্রকৃতিতে সরবরাহ নেই। এ প্রয়ােজনীয় সম্পদের যে অভাব, তাকেই অর্থনীতিতে ‘দুপ্রাপ্যতা হিসেবে চিহ্নিত করা হয়।

দুপ্রাপ্যতা (Scarcity) বা স্বল্পতার সমস্যা অর্থনৈতিক ইতিহাসে প্রথম থেকে স্বীকৃতি পেয়েছে।

স্বল্পতার বিশ্লেষণ স্পষ্ট হয়ে ওঠে কার্ল মেনজার (Carl Menger)-এর বক্তব্যে। তিনি মনে করেন, অর্থনীতি অবশ্যই “অর্থনৈতিক দ্রব্য” নিয়ে আলােচনা করে। এইচএসসি অর্থনীতি ২য় পত্র গাইড PDF টি পড়ুন, তাহলে এসব বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন।

“অর্থনৈতিক” এ শব্দটি যখন আসে, স্বাভাবিকভাবেই তখন স্বল্পতার সমস্যা বা দুপ্রাপ্যতার বিষয়টি উপস্থিত হয়। মানুষের অর্থনৈতিক কার্যাবলির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে ১৮৭২ সালে মেনজার (Menger) বলেন, “মানুষের বহুবিধ প্রয়ােজনের পরিমাণ দ্রব্যসামগ্রী প্রাপ্তির পরিমাণের চেয়ে বেশি।”

দুপ্রাপ্যতা/স্বল্পতা সংক্রান্ত সমস্যার প্রতি বিভিন্ন অর্থনীতিবিদের অভিমত : অধ্যাপক Paul A. Samuelson বলেন, মানুষ যে সব পণ্যদ্রব্য চায় তার যােগান প্রকৃতিতে সীমাবদ্ধ বা দুপ্রাপ্য।

Economics 2nd Paper hsc Guide book pdf free Download link:—

Click here to download অর্থনীতি ২য় পত্র গাইড বই pdf

যা যা জানতে পারবেন-

  • চ্যাপ্টার-১ এ জানতে পারবেন বাংলাদেশের অর্থনীতি পরিচয় নিয়ে।
  • চ্যাপ্টার-২ এ জানতে পারবেন বাংলাদেশের কৃষি নিয়ে।
  • চ্যাপ্টার-৩ এ জানতে পারবেন বাংলাদেশের শিল্প নিয়ে।
  • চ্যাপ্টার-৪ এ জানতে পারবেন জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান নিয়ে।
  • চ্যাপ্টার-৫ এ জানতে পারবেন খাদ্য নিরাপত্তা নিয়ে।
  • চ্যাপ্টার-৬ এ জানতে পারবেন অর্থায়ন নিয়ে।
  • চ্যাপ্টার-৭ এ জানতে পারবেন মুদ্রাস্ফীতি নিয়ে।
  • চ্যাপ্টার-৮ এ জানতে পারবেন আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে।
  • চ্যাপ্টার-৯ এ জানতে পারবেন সরকারি অর্থব্যবস্থা নিয়ে।
  • চ্যাপ্টার-১০ এ জানতে পারবেন উন্নয়ন পরিকল্পনা নিয়ে।
Economics 2nd Paper hsc Guide book pdf Download bangla

আরও দেখুন:-

অর্থনীতি ১ম পত্র গাইড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!