xd আউটলায়ার্স বই

আউটলায়ার্স বই pdf

Outliers book bangla version pdf

 
বইয়ের নাম: আউটলায়ার্স
(বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের সাফল্যর কারণ বিচার বিশ্লেষণ)
লেখকের নাম: ম্যালকম গ্ল্যাডওয়েল
অনুবাদকের নাম: ফজলে রাব্বি (অনুবাদক) , এম. নাইম হোসেন
ক্যাটাগরি: আত্ম-উন্নয়ন ও মেডিটেশন
প্রকাশক: সাফল্য প্রকাশনী
১ম প্রকাশ: ২০১৮ সাল

 

outliers bangla translation pdf রিভিউ:

বইটা অনেক ভাল হয়েছে। কিন্তু পাঠকদের রিভিউ থেকে জানতে পারলাম যে,খুবই নিম্নমানের অনুবাদ করেছেন অনুবাদক সাহেবগণ, যার কারণে পাঠকরা হতাশ।

তবে অনেক পাঠক বইটির গভীরে পৌছতে পেরেছেন বলে জানা যায়,তাদের কাছে বাংলা অনুবাদ নাকি ভালই লেগেছে। তো, চাইলে বইটি পড়তে পারেন। বইটি পড়লে ভালই লাগবে আশা করা যায়।

আউটলায়ার্স’ বইয়ের কিছু কথা :
সাফল্য অর্জনের জন্য কেবল পরিকল্পনাই যথেষ্ট নয়। এই বইয়ের অন্যতম দিক হচ্ছে, সাফল্য অর্জনের জন্য একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখার সুযোগ দেওয়া এবং তার পক্ষে যথেষ্ট যুক্তি প্রদান। সাফল্য অর্জনের জন্য প্রচলিত সব দিকগুলো বাদ দিয়ে যা অন্য সকলের দৃষ্টি এড়িয়ে যায় তা হচ্ছে : সুযোগ, পিতা-মাতার পর্যাপ্ত সাহায্য সহযোগিতা ও দূরদর্শিতা, ব্যক্তিগত প্রচেষ্টা প্রভৃতি.

ঈশ্বরের পৃথিবীতে ধূলিকণা
_বিচ্ছিন্ন দ্বীপ

প্রতিদিন চৈত্রের পাতাঝরার মত
পদদলিত করে সভ্যতার পা
বিষাক্ত ছোবলে ছুয়ে যায় ঘাসফুলের ঘুম।


একটা সরব উপস্থিত টের পাই
উঠানে ভর করা মৃত্যুর নিরবতা,
আমার অপ্রকাশিত পান্ডুলিপি চিরদিন
অপ্রকাশিত থেকে যায়।


বুনোহাঁস হতে পারলে পূর্বাভাস পেতাম
অতি শীঘ্রই পৌঁছে এসেছে বিভীষিকা,
নিঃস্ব ভাবতেই মনে হয় যে কোন
পথ আমার!ঝরাপাতার মতো স্হির আমি,
দাড়িয়ে দেখি হৃদয়টা ফাঁকা স্টেশনের মত।
একটু আগেই যেন পাঁজরের হাড় বয়ে
স্লিপার ভেবে নিয়ম করে চলে গেলো অভিশপ্ত ট্রেন।
জানালার পর্দা সরিয়ে দেখি শৈশবকুঞ্জ..
অথচ আমি অবিরাম দাপিয়েছি কোলাহলে।
তখন জীবন ছিলো, হৃদপিণ্ড ছুয়ে যাওয়া
মফস্বলের সরল কিশোরের মতো!
যাকে ফেলা যাওয়ার পর কেউ খোঁজ রাখেনি..
ঈশ্বরই তো আমার হাত,
চোখ,
মুখ,
হৃদপিণ্ড,
সমস্ত কিছুই বানিয়েছে আপন হাতে!


অথচ যান্ত্রিক পৃথিবীতে আমি আজ ধূলিকণা।
আমার অপ্রকাশিত প্রশ্নদৃষ্টির উওর দেয়নাসভ্য সভ্যতার চকচকে মুখ;

———————

আউটলায়ার্স বই ডাউনলোড pdf

অপহৃত মান
দীপক নাথ।

হৃদয়ের চিলিকোঠায় নিয়ত স্বপ্ন বুনন,
আশার তারে দিবানিশি ঝরে উষ্ণ প্রস্রবন।

দুঃখের স্পর্শে জীবন-বীণা কাঁদে নিরবধি,
নীরবে ভাবি কিরূপে হবে পাপের সমাধি!

মরুভূমির বালুকারাশির রৌদ্রজ্জ্বল চিকচিক,
অস্তমিত বেলায় দেখি ক্ষয়িষ্ণু জীবনের ধিক্।

মানবতার গানের তালে চালাই সম্মুখ অভিযান,
কল্পনার দৃষ্টিতে সদাই খুঁজি অবরুদ্ধ প্রাণ।

হতাশার অন্ধকার ক্ষণ রেখেছে যেথায় ঘিরে,
আলোকরেখা দেখাবে পথ এসে শিয়রে।

তিমির রাত্রির যাত্রীর হোক অমানিশা অবসান,
রবির কিরণে আলোকিত ধরণীর যত ম্লান!

প্রেমের মন্ত্রে করি উচ্চারণ ভালবাসার মহাগান,
ত্যাগের বহ্নিমালায় ফিরুক অপহৃত মান।

outliers বাংলা pdf

ফেনী,চট্রগ্রাম।
২৫/০২/২০২০ ইং

এছাড়াও ডাউনলোড করে নিতে পারেন | outliers the story of success pdf in bangla-

আউটলায়ার্স বাংলা বই pdf (Outliers book bangla pdf): coming soon

or
or

outliers bangla pdf
এখন পর্যন্ত যে সকল বই সম্পূর্ণ আপলোড করা হয়েছে তার তালিকা দেখুন:(pdf link সহ)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *