Others PDF Books

চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর Pdf Download || Chokher Bali Rabindranath Tagore Pdf

 

চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর Pdf Download || Chokher Bali Rabindranath Tagore Pdf

বইয়ের নাম: চোখের বালি
লেখকের নাম: রবীন্দ্রনাথ ঠাকুর
ক্যাটাগরি: উপন্যাস বই

প্রিয় চরিত্রঃ
বিনোদিনী ও আশালতা
ফাইল ফরম্যাট: Pdf (পিডিএফ)


চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর বই রিভিউঃ


” চোখের বালি’কে ধরা হয় রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। সমাজ সংস্কারের সঙ্গে ব্যক্তিজীবনের বিরোধ নিপুণ হাতে ফুটিয়ে তুলেছে এই উপন্যাসে৷
এই উপন্যাসে তিনি নর-নারীর আকর্ষনের তীব্রতার সামাজিক, পারিবারিক, নিষেধের সীমালঙ্ঘন করে ব্যক্তির অন্তর্দন্দ্ব ঘনিয়ে তোলে, কিন্তু নিজেরই সংস্কার, মানসিক সংযম,বিবেকের তাড়না – সমাজের নিয়ম ভাঙ্গতে বাঁধা হয়ে দাঁড়ায়। এর প্রমান বিনোদিনী ও আশালতা চরিত্র।

বিনোদনী – উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র। উপন্যাসের প্রধান সমস্যাই বিনোদিনীর প্রেম৷ খেয়াল করলেই দেখবেন ” চোখের বালি ” উপন্যাসের শুরুই হয়েছে ” বিনোদিনী ” শব্দের মাধ্যমে। এই নারী চরিত্রটির মাধ্যমেই চোখের বালি Pdf উপন্যাসটি গতি পেয়েছে৷।
এই চরিত্রটি যথেষ্ট জটিল। বিনোদিনী দরিদ্র ঘরের মেয়ে হলেও সে শিক্ষিত আধুনিকা নারী। অপরুপ, রুচিসম্পন্ন, সংস্কারমুক্ত ও আকর্ষক নারী। এই শেষ বিশেষণটাই তার মূল হাতিয়ার। মানুষকে সহজেই আকর্ষিত করার তার বিস্তার ক্ষমতা। যার আকর্ষন ক্ষমতার মাধ্যমে আকর্ষিত হয় অনেকে।

আশালতা – পিতৃমাতৃহীন দরিদ্র মেয়ে। জেঠার কাছে আশ্রিতা সে। মাসী অন্নপূর্ণার ইচ্ছায় জা ‘ এর ছেলে মহেন্দ্রের সাথেই বিয়ে দিতে বোনঝির৷ মনের ইচ্ছা পূর্ণও হয়। সুখেই থাকে বেশ ক’দিন অনাথা আশালতা। আশালতার সুখের জ্বালায় অতিষ্ঠ হয়ে গৃহত্যাগ করে শাশুড়ী, রাজলক্ষি এবং মাসী অন্নপূর্ণা।
আশালতা কি তখনও জানতো সামনে তার সীমাহীন অন্ধকার! ভালো, বেশ ভালো লাগে এই সরলা,সুশ্রী মেয়েটাকে। সে জানে না ঘরকন্নার কাজ৷ সাংসারিক জ্ঞান যার নেই বললেই চলে। সেই নির্বুদ্ধিতা মেয়ে হঠাৎ শেষের দিকে কি পাল্টাবে?  নাকি যেমন আছে তোমনই থাকবে?

Chokher Bali by Rabindranath Tagore Pdf Book free Download link: click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!