প্যারাসাইকোলজি বই Pdf (মেগা কালেকশন)

ছায়াস্বর্গ মোশতাক আহমেদ pdf (eBook)

বইয়ের নাম: ছায়াস্বর্গ

লেখকের নাম: মোশতাক আহমেদ

ক্যাটাগরিপ্যারাসাইকোলজি বই pdf

ফাইল ফরম্যাট: পিডিএফ

status: remove for copyright

 

 ‘মায়াস্বর্গ’ মোশতাক আহমেদ উপন্যাসের pdf রিভিউ:

মায়াস্বর্গ উপন্যাসটি প্যারাসাইকোলজিকাল উপন্যাস। উপন্যাসের প্রধান চরিত্র শারমিন, যাকে শুরুতে মানসিক অসুস্থ একজন ব্যক্তি হিসেবে গণ্য করা হয়েছিল । তার স্বামী আজাদ তার চিকিৎসার জন্য প্রখ্যাত মনোচিকিৎসক ডাক্তার তরফদারের দ্বারে যান।শারমিন লাল মায়াস্বর্গের মতো একটি জগৎ সৃষ্টি করে  সেই জগতে সে শায়লা নামক একজনের দেখা পায়।

শায়লার মেয়ের নাম নওমি। শারমিন চেষ্টা করে শায়লাকে বাস্তব জীবনে খুঁজে পেতে। তবে আসলেই কি শায়লা বাস্তব জীবনে আছে? নাকি অন্যান্য মানসিক রোগীদের মত এটাও শারমিনের একটা অবাস্তব কল্পনা ?

ডাক্তার তরফদার এর অনুসন্ধানে নামেন। অন্যান্য বারের তুলনায় এবার ডাক্তার তরফদার ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হন । শারমিন আসলে কি মানসিক রোগী ছিল? নাকি তার এই অতীব কল্পনা আসলেই বাস্তব ? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ডাক্তার তরফদার নানা অভিজ্ঞতার সম্মুখীন হন যা ছিল আসলেই অসাধারণ। যদি আপনিও পেতে চান এরকম দারুন একটা অভিজ্ঞতা এবং নতুন কোন তথ্য তাহলে পড়তে পারেন মায়া স্বর্গ উপন্যাসটি।

ছায়াস্বর্গ Mostak Ahmed Books pdf ebook: coming soon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!