'বাংলায় অনুবাদ Pdf (বিশাল কালেকশন) - Bangla Translated Pdf Onubad All booksআত্ম উন্নয়নমূলক বই PDF (All)আত্মজীবনীমূলক বই PDF (All)

জিরো টু ওয়ান pdf download || আত্মজীবনীমূলক বই pdf

Zero to One bangla translated pdf book free download

 
বইয়ের নাম: জিরো টু ওয়ান
লেখকের নাম: পিটার থিয়েল, ব্লেক মাস্টার
অনুবাদক: ফজলে রাব্বি (অনুবাদক)
ক্যাটাগরি: অনুবাদ: আত্ম-উন্নয়ন ও মেডিটেশন
ফাইল ফরম্যাট: Pdf
file সাইজ: ৩৪ এম্বি
মোট পেজ: ১৯২পৃষ্ঠা
 

জিরো টু ওয়ান বই রিভিউ:

উদ্যোক্তা বিষয়ক ধারণা এবং সফল উদ্যোক্তা হওয়ার সহায়ক বই। আর ফাজল্লে রাব্বি ভাইয়ের অনুবাদ পাঠকদের প্রশংসা যোগ্য। অসাধারণ একটা অনুবাদ বই। শিকড় থেকে শিখরে উঠার পথ বাতলে দেওয়ার মত একটা বই। জিরো টু ওয়ান বইটি আপনাকে শেখাবে  কিভাবে অল্প পুঁজির নতুন ব্যবসাকে একদিন বিশাল কোম্পানী বানাবেন।

এটি আন্তর্জাতিক বেস্ট সেলার একটি বই। আশা করি, ভাল লাগবে, নির্ধিদ্বায় পড়তে পারেন। পূর্ণ রিভিউ শুরু করা যাক–
পিটার থিয়েল সর্ম্পকে আগে থেকেই জানি, পেপাল (Paypal) এর ৫ প্রতিষ্ঠাতার একজন এবং প্রথম দিকে এর প্রধান কার্যনির্বাহী ছিলেন তিনি। প্রায় শূণ্য অবস্থা থেকে PayPal কে একটি মাল্টি বিলিয়ন ডলার কোম্পানীতে পরিনত করতে তার ভূমিকা ছিল অনেক।
Facebook, linkedln, Yelp, Airbnb, Spacex সহ অনেক প্রতিষ্ঠানে তিনি বিনিয়গ করেছেন, এবং প্রায় সব প্রতিষ্ঠানই এখন সফল! পিটার থিয়েল বইটির লেখক বলেই বইটি সংগ্রহে রাখতে আগ্রহ পাই 🙂
কয়েক বছর আগে ’’পিটার থিয়েল‘’  আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ব্যবসা বিষয়ক একটি লেকচার দিয়েছিলেন।
একটি নতুন ব্যবসা শুরু করে তাকে বিলিয়ন ডলার কোম্পানীতে পরিনত করার কয়েকটি নীতির কথাই ছিল সে লেকচারের মূল টপিক।
’’ব্লেক মাস্টার্স’’ নামের এক ছাত্র সেখানে বসেই সে নীতি বা principles গুলোকে বিস্তারিত ভাবে নোট করে নেন।
সে এই নোটগুলো অনেকের সাথে Share করে, নোট ফলো করে তাদের মধ্যে অনেকেই সাফল্য পেল আর তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল।
পিটার থিয়েল যখন এই খবর জানলো, তখন তিনি ভাবলো তাঁর এই জ্ঞানকে পৃথিবীতে ছড়িয়ে দিলে এর থেকে অনেক মানুষ উপকৃত হবে। তখন তিনি মাস্টার্সের সাথে মিলে সেই নোটটিকে আরও সমৃদ্ধ করে ‘জিরো টু ওয়ান‘ নামের বই আকারে প্রকাশ করে।

প্রত্যেক নতুন উদ্যক্তাদের বইটি পড়া উচিত। সাফল্য অর্জনের জন্য কেবল পরিকল্পনাই যথেষ্ট নয়, দরকার  ভিন্ন দৃষ্টিভঙ্গি।
এই বইয়ের অন্যতম দিক হচ্ছে, সাফল্য অর্জনের জন্য একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখার সুযোগ দেওয়া এবং তার পক্ষে যথেষ্ট যুক্তি প্রদান।

এই বইটা এক বসায় পড়ার মতো নয়। বরং সময় ধরে জানার মতো।
জিরো টু ওয়ান বইয়ের কিছু লাইন যা আমাকে বই পড়ার পূর্ণ তৃপ্ততা দিয়েছে –

  • ১. পৃথিবীর বুকে পরবর্তী যে বিল গেটস আসবে, সে অপারেটিং সিস্টেম বানাবে না; পরবর্তী জুকারবার্গ সোস্যাল মিডিয়া বানাবে না; পরের ল্যারি পেজ গুগলের মত কোনও সার্চ ইঞ্জিন বানাবে না, পরের স্টিভ জবস পৃথিবীর প্রথম বাটন বিহীন স্মার্টফোন বানাবেন না। তিনি হয়তো এমন স্মার্টফোন ডিজাইন করবেন, যেটা হাতে ধরে রাখারও প্রয়োজন হয় না।
  • ২. ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগীতা আসলে বিষের মত কাজ করে।
  • ৩. ছোট পুকুরে গিয়ে ধীরে ধীরে বড় মাছ হয়ে পরে বড় পুকুরে ঝাঁপ দেয়াটাই বুদ্ধিমানের কাজ।

জিরো টু ওয়ান পিটার থিয়েল, ব্লেক মাস্টার onubad পিডিএফ ডাউনলোড লিংক: Click here

জিরো টু ওয়ান pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!