sadat hossain books pdfউপন্যাস Pdf Download (বিশাল কালেকশন) - Bangla Novel Pdf Download (All)

নিঃসঙ্গ নক্ষত্র সাদাত হোসাইন pdf download

নিঃসঙ্গ নক্ষত্র সাদাত হোসাইন pdf book free download


সাদাত হোসাইন বই pdf download
বইয়ের নাম- নিঃসঙ্গ নক্ষত্র
লেখকের নাম- সাদাত হোসাইন
প্রকাশ কাল- বইমেলা ২০১৮
মোট পৃষ্ঠা: ২৭০

নিঃসঙ্গ নক্ষত্র বই রিভিউ

রোমান্টিক, মস্তিষ্ক কন্ট্রোল, বুকফাটা কান্না-
সব ধরনের স্বাদ পেতে চাইলে তবে নিঃসঙ্গ নক্ষত্র গল্পটা পড়বেন!
বুঝতে পারবেন সুখকর অধ্যায়ের শেষে আসে নিঃসঙ্গতা!
নিঃসঙ্গতা এমন যে কখনো বা খানিকক্ষন মন চাইবে চিৎকার করে কাঁদতে। তখন হয়ত হুটহাট বুকের ভেতর মোছড় দিয়ে উঠবে।
এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা একটু একটু করে হারাতে হারাতে একদিন সবকিছু হারিয়ে ফেলে। এমন কিছু মানুষ নিয়ে একটা জীবনের গল্প যেটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে সাদাত হোসেনের নিঃসঙ্গ নক্ষত্র বইটিতে । 
.
নাম অণু। সে তাদের ফ্যামিলির বড় মেয়ে । একটা NGO তে কাজ করে। তার পরিবার পরিচালনা করে। অণুর এক ছোট ভাই আছে যার নাম অয়ন।
অয়ন পৃথিবীতে আর বেশিদিন বাচবে না,সে একটা কঠিন অসুখে আক্রান্ত। গল্পে দেখা যায় যে, হঠাৎ একদিন অয়ন মারা যায়। এতে করে অণুর মা ভেঙে পড়ে এবং ক্রমান্বয়ে কাঁদতে থাকলেও তাও অণু মনের জোর বজায় রাখার চেষ্টা করে, স্টং থাকে।
অয়নের আকস্মিক মৃত্যুতে পাঠকরা পর্যন্ত আশ্চর্য হয়।
.
একদিন এভাবে করে অয়নের মত অণুর মা-ও মারা যায়।
অণু একলা একলা হয়ে পড়ে। একসময় অনুকে বাসা ছাড়তে হয়। এরপর সে একটা হোটেলে উঠে।
পরবর্তী সময়ে দেখা যায় অণু চাকরি ছেড়ে দেয়, কেন ছেড়ে দেয় তা গল্প পড়ে জানতে পারবেন।
নতুন চাকরীর জন্য তার বান্ধবীর স্বামীর কাছে যাওয়া, বান্ধবী ও তার মধ্যেও সমস্যার সৃষ্টি। এভাবে পরিশেষে এ চাকরীটাও ছেড়ে দেওয়া।
-এসবই আপনাকে তন্দ্রায় রাখবে সুন্দর এক প্লটের মাঝে।
তাছাড়াও পরবর্তীতে, অণুর বোনের স্বামী শামীম এর ব্যবসা ও  অনুর পুরাতন কিছু শত্রুর আগমন, বোনের সাথে যোগাযোগ করতে বারণ -এসবই অণুর জীবনটাকে আবার থমকিয়ে দেওয়া
।  
স্ত্রীর গর্বে দ্বিতীয় সন্তান রেখে বোনের স্বামী শামীম এর না ফেরা। কেন ফেরেনি সেটা গল্পে জানা যাবে।
.
অনু জীবনে হাসান এর আগমন, যা একটা নতুন অধ্যায়ের সূচনা। যে অধ্যায়টা কিনা তাকে সুখে রাখছিলো অনেক দিন। তবে প্রশ্ন থেকে যায় হাসান কেন তার জন্য সুখের অধ্যায় ছিলো?
গল্প পড়ে জেনে নিন তা।
হাসান নামক সুখকর অধ্যায়ের সমাপ্তি! এতকিছুর মাঝেও বোনের জন্য অণুর চিন্তা, সাধারণ জীবনে ফিরে আসার যথেষ্ট চেষ্টা-  সব মিলিয়ে ভাল লাগবে গল্পটি।
এভাবে নরকীয় জীবন থেকে সুখের জীবনে ফিরে এসেও আবার সেটাকে হারিয়ে ফেলতে হয় অণুকে। এভাবে সে হয়ে যায় নিঃসঙ্গ। নিঃসঙ্গ একটা নক্ষত্র। আসলে আমরা পৃথিবী থেকে দেখি তারাগুলো একেকটা পাশাপাশি। আসলেই কি তাই? সত্যিটা হলো তাদের একেকটা তারার মাঝে অনেক দুরত্ব। অনেক বেশি দূরত্ব। তাই যদি পৃথিবী থেকে তাদের একত্রে দেখাও যায় তবুও তারা নিঃসঙ্গ!
সব মিলিয়ে বেষ্ট একটা বই, বইটাতে সবই ছিল,  বলতে পারেন কম্পিলিট ১টা প্যাকেজ।
  বই ভাল খারাপ না ভেবে বইটি কিনে লেখককে উৎসাহিত করুন।
.
ধন্যবাদ লেখক সাদাত হোসেন ভাইকে যিনি এত্ত সুন্দর একটা বই আমাদেরকে উপহার দিয়েছেন।

নিঃসঙ্গ নক্ষত্র pdf download link: 

নিঃসঙ্গ নক্ষত্র সাদাত হোসাইন pdf


One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!