'অনুপ্রেরণামূলক বই PDF Books (All) - মোটিভেশনাল বই PDF Books (বিশাল কালেকশন)

মোরা বড় হতে চাই আহসান হাবীব ইমরোজ Pdf Download | অনুপ্রেরণামূলক বই

বইয়ের নাম— মোরা বড় হ‌তে চাই

লেখকের নাম— আহসান হাবীব ইম‌রোজ
ধরন/ ক্যাটাগরি— অনুপ্রেরণামূলক বই/ মো‌টি‌ভেশনাল বুক
ভার্সন— Pdf (পিডিএফ)
ফাইল সাইজ: 10 mb

অনেক সময় দেখা যায় যে, আপনার প্রিয় জনকে একটি বই উপহার দিতে চাচ্ছেন অথচ কোন বইটি দিবেন তা সিলেকশন করতে পারছেন না। এক্ষেত্রে আমি বলব “মোরা বড় হ‌তে চাই” বইটি এক্ষত্রে ১ম চয়েজ। বইটি কেমন তা জানতে Pdf ভার্সন পড়ে দেখে নিতে পারেন।

 

মোরা বড় হতে চাই অনুপ্রেরণামূলক বই বই রিভিউ:
বেশ সাবলীল ভাষায় অল্প কথায় গল্পের মতো সুন্দর কথামালা দ্বারা লেখক এই বইয়ে জীবনের উদ্দেশ্য আর পাথেয় তুলে ধরেছেন।

অতীতের সে কিশোর কন্ঠ পাঠক ও ভক্তরা অনেকে জেনে থাকবেন যে,
কিশোর কন্ঠের ১টা column ছিল career guideline যেখানে ড. আহসান হাবীব ইমরোজ এর “মোরা বড় হতে চাই” নামকরণে বইটি নিয়ে ১ম জানতে পারি। উনার অপ্রতিরোধ্য ও জাদুকরী লেখনীর এ ছোট্ট বইয়ের প্রত্যেকটা ইঞ্চি জুড়ে মুক্তো ছড়ানো।
এ যেন তখনকার কিশোরী মনকে স্বপ্নে স্বপ্নে ভরিয়ে দেওয়ার মত এক ছোট্ট কলেবরের বই।

যখন একটা সময় গিয়ে আপনি আপনার ক্যরিয়ার প্রচন্ড উচ্ছ্বসিত তখনই এ বইটি আপনাকে গাইডলাইন দিবে। আর বইটি পড়ে আপনি জানতে পারবেন-

  • ক্যরিয়ার কী ও কেন এবং কিভাবে?
  • মোরা বড় হতে চাই
  • কে সবচেয়ে বড়?
  • সুদৃঢ় আকাংখা
  • সাধনা আর সাধনা
  • পড়ালেখা আর পড়ালেখা
  • পড়,পড় আর পড়।
  • প্রতিভা :জন্মগত? নাকি সাধনালব্ধ???
  • আপনি কি জানেন বিশ্বের সর্ববৃহৎ সুপার কম্পিউটার কোনটা??
  • সর্বকনিষ্ঠ বৈজ্ঞানিক
  • চব্বিশ ঘণ্টা পড়া
  • পড়ার সুন্দর পদ্ধতি
  • মোরা কেন ইংরেজি শিখবো
  • মনোযোগ -সংযোগ
  • চলো আরেকটি গল্প পড়ি
  • ভালো রেজাল্ট করতে হলে
  • আমাদের স্বর্ণোজ্জল ইতিহাস
  • বিশ্ব মাঝে শীর্ষ হবো,
  • চোখের আলো নয়,
  • মনের আলোতে বিশ্বজয়,
  • বড় হতে নেইকো বাধা
  • ছোট থাকবো না মোরা চিরদিন
  • স্বপ্ন
এসব সহ পড়াশোনার গুরুত্ব, পড়াশোনার সঠিক উপায়, সঠিক সময়, এবং আরো কিছু বেশ গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এ অনুপ্রেরণামূলক বইটি পড়ে।

মোরা বড় হতে চাই Pdf:
Download link 01 or,
ডাউনলোড লিংক ০২

মোরা বড় হতে চাই বই pdf

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!