ইসলামিক বই pdf (বিশাল কালেকশন) - islami boi pdf free

স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মাদ (সা.) Pdf (eBook)

smart parenting with muhammad Bangla pdf

বইয়ের নাম: স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মাদ (সা.)
সন্তান প্রতিপালনে নববি কর্মকৌশল
লেখক: মাসুদ শরীফ
ক্যাটাগরি: পরিবার ও শিশু বিষয়ক(প্যারেন্টিং)
প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশনস
১ম প্রকাশ: বইমেলা ২০২০

স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মাদ রিভিউ:

যে যুবক,যে কিশোর নবীজিকে তার জীবনের মডেল হিসেবে কল্পনা করতে পেরেছে এবং ঐ অনুযায়ী জীবণ পরিচালনা করতে পেরেছে সে জীবনে উন্নতি করতে পেরেছে।
হে যুবক! তুমি কোন পথে চলছে?! কাকে অনুসরণ করছ।

 নবীজির (স.) সুন্নাহ এর আলোকে প্যারেন্টিং সম্পর্কিত বই প্রথম পড়লাম। ভিন্ন আঙ্গিকে লেখা। তবে জন্মের পর তাহনীক এর ব্যাপারটি এখানে আসতে পারতো। এছাড়াও ধর্মের নামে যে কিছু কুসংস্কার যে আমাদের এখানে আছে সেটাও উল্লেখ করা যেত। এছাড়াও সুন্দর নাম রাখা, আকীকা, ইত্যাদি বিষয় খুব গুরুত্বপূর্ণ। তবে একটি দিক লেখক খুব সুন্দর ভাবে এই বইয়ে উপস্থাপন করেছেন- “আমাদের নবী কখনোও কোন নারী কিম্বা শিশুকে প্রহার করেন নি। এই বিষয়টি প্রত্যেক মা বাবা এবং মাদ্রাসা/ স্কুলের শিক্ষকদের জানা উচিত।

বইয়ের সূচিপত্র:

» শিশু কিশোরদের চোখে নবীজি
এখানে কিশোরদের চোখে নবীজী, নবীজির মুখমণ্ডল,নবীজির ব্যবহার সহ আরও অনেক টপিক নিয়ে আলোচনা করা হয়েছে।

» আবেগ অনুভুতি
গর্ভে থাকা শিশুদের প্রতি দয়া মায়া, বাচ্চাদের চুমু খাওয়া সহ বিবিধ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে।

» ঈমান বিকাশ
সিরাহ রহস্য, আল্লাহকে বিশ্বাস সহ অন্যান্য অনেক টপিক নিয়ে আলোচনা করা হয়েছে।

» ইবাদত
সুখস্মৃতি, পুরষ্কার সহ নানা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে।
» নীতিকথার পাঠ
দরদের অনুভূতি, মুসলিম পরিচয় সহ বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে।

» শালীনিতার পাঠ
দরজায় কড়া নাড়া, আলাদা বিচানা ইত্যাদি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে।

» সামাজিকতা
এখানে সালাত,দেখা-সাক্ষাত,ভালো বন্ধু ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।

***ফাগুন-আগমনে***
আবার এলো যে ফাগুন ধরাতে মনে গোপন প্রেম আলোড়নে
নামলো মনে যে সুরেরও ধারা আজ প্রকৃতি সাজে ঋতুরাজে
হৃদয় আমার সুর তৃষ্ণা ব্যাকুল ভরা প্রেমের ফাগুন লগনেতে
তুমি হারালে কোন ছলনায়! আমি খুঁজি যে তোমায় অনুরাগে ।।
°
আজ কৃষ্ণচূড়া বনে রূপের আগুন জ্বলে ফাগুনের’ আগমনে
হৃদয়ে আমার বয় অনুরাগ ঝড় ভেবে তোমায় একা আনমনে
তুমি হারিয়ে আছো কোন ঠিকানায় বুঝি গোপন সে ছলনাতে
আমি চাইছি তোমায়, ছুটে এসো আজ, এ হৃদয়ের ঠিকানাতে ।।
°
হৃদয় জাগা অনুরাগ আমার, সে যে তোমারই নিগূঢ় আহবানে
বেঁধেছি তোমায় কবিতায় আমার মন মাতাল সুরের ঝংকারে
বনে কৃষ্ণচূড়া থরে থরে আজ বুঝি খোঁপায় তোমার অনুরাগে
তুমি আসবে বলে’ গাইছে কোকিল দূরে প্রেমিক মন অনুভবে ।৷
°
নীরবে এসে চুপটি করে বনে বাঁধো আমায় তোমার বাঁধনেতে
সুবাস ছড়ায়ে মাতাল হাওয়া আজ চায় যে প্রেমের পরিণীতে
প্রিয়া চাহনী মাঝে হারাতে এই মন ভুলে তোমার ঐ ছলনাতে
নাচে ভ্রমরী বনে, ফুলে ফুলে ওড়ে, সুরের হাওয়ার মোহনাতে ।।
°
ছলনার জালে জড়ালে আমায় কেন ফাগুন মনের অযাচিতে
কোন সে আশা দুরাশা ভাবার তুমি প্রেমের গোপন আরতিতে
বইছে বেলা হতাশায় আমার দেখ হারিয়ে তোমায় অবেলাতে
আবীরে আবীরে হৃদয় গভীরে তুমি প্রেমের বিরাগ আহুতিতে ৷।
°
তুমি ছলনা ভুলে মেতে ওঠো আজ প্রেমের গোপন রাগিণীতে
তৃষ্ণায় আমার জাগে মন হায়! এই ফাগুন প্রেমের অবেলাতে
তুমি হৃদয়েরই রঙে অনুভবে মিশে প্রেমেরই নিপুণ কবিতাতে
রাঙিয়ে আমায় ফুলে ফুলে প্রিয়া ভরা ফাগুন সুখে সুরেলাতে ।।
©মাযীন রাবী©
লেখাঃ- ১৩/২/২০২০ ইং

প্রত্যেকেরই বইটি পড়া উচিত। হোক সে বিবাহিত কিংবা অবিবাহিত, হোক সে মুসলিম কিংবা ভিন্ন কোনো দর্মাবলম্বী। সন্তান প্রতিপালনের অসাধারণ সব প্রক্রিয়া নিয়ে এখানে সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। কিভাবে রসূল (সঃ) একটি সোনালী প্রজন্ম তৈরি করে গেছেন তার প্রক্রিয়া আলোচনা এখানে তুলে ধরা হয়েছে। মনে হতে পারে অনেক কঠিন কোনো প্রক্রিয়া কিন্তু বাস্তবে এতো সহজ প্রক্রিয়া যা করা যায় না। লেখকের প্রতি ভালোবাসা ও দোয়া রইলো।

শীঘ্রই বইটি সম্পূর্ণ আপলোড করা হবে। 

স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মাদ Pdf link: link1click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!