আমার কিছু ভাবনা PDF by নাজনীন আক্তার হ্যাপী || amar kicu vabona naznin akter happy pdf
বইয়ের বিবরণ
- book: আমার কিছু ভাবনা
- Author: নাজনীন আক্তার হ্যাপী (আমাতুল্লাহ)
- Editor: সাদিকা সুলতানা সাকী
- Publisher: মাকতাবাতুল আযহার
বই রিভিউ
বইটির লেখিকা বর্তমান সমাজের মেয়েদের জন্য অনুকরণীয় স্বরূপ। উনার জীবনী উনার প্রথম প্রকাশিত বই “হ্যাপি থেকে আমাতুল্লাহ” বইটিতে বিস্তারিত জানতে পারবেন। কিভাবে তিনি অন্ধকার মিডিয়া জগৎ থেকে আলোর পথ পেয়েছেন। এই বইটি উনার লিখিত দ্বিতীয় বই।
এই বইটি মূলত মেয়েদের দ্বীনের পথে চলার জন্য নসিহাহ স্বরূপ। ভাইদের জন্যও বেশ কিছু শিক্ষণীয় উপদেশ রয়েছে। বইটিতে মেয়েদের জন্য সালাত, রোজা, পর্দার গুরুত্ব সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে বলা হয়েছে। বর্তমান সমাজের বিভিন্ন গুনাহ গুলো আমরা অনেকেই জানা/অজানায় কত সহজেই করে ফেলছি, এগুলো যে কত মারাত্মক গুনাহ তা খুব সুন্দর করে বুঝিয়ে বলা হয়েছে বইটিতে। ঈমান দৃঢ় রাখার উপায়, সহজ ও সুন্দর আমলগুলো কিভাবে পালন করা যায় সেগুলোর উপায় তিনি নিজের মতো সুন্দর করে গুছিয়ে লিখেছেন। লেখিকার ফেসবুক ফলোয়ার আমি।বইটির গুটি কয়েক বিষয় ওনার এফবিতে পোষ্ট করা ছিল(সব না)। ওগুলো আগেই পড়া ছিল আমার। মাএ ৭৮ পৃষ্ঠার এই বইটি এক নিমিষেই পড়ে শেষ করার মতো চমৎকার একটি বই।
একসময়ের এই অভিনেত্রী এখন তার নিজের জীবনটাকে কীভাবে দেখছেন, ভুলে ভরা জীবনের ভুলগুলো থেকে কীভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, একগাদা বিতর্ক পেছনে ফেলে সামনে এগুনোর প্রত্যয় কীভাবে পূরণ করছেন, এমন কিছু কথা খণ্ড খণ্ড বাক্যে তুলে ধরার চেষ্টা করেছেন। তার সেই ভাবনাগুলোরই গ্রন্থবদ্ধ সংকলন ‘আমার কিছু ভাবনা’।
Book: amar kicu vabona naznin akter happy pdf Download Link: Click here