Screenshot 09 06 2023 14.34.31

ইন দ্যা হ্যান্ড অব তালেবান pdf ডাউনলোড

 In the hand of taliban bangla pdf – ইন দ্যা হ্যান্ড অব তালেবান pdf free

  • Book Name: ইন দ্য হ্যান্ড অব তালেবান
  • Author : ইভন রিডলি, আবরার হামীম
  • Country : Bangladesh
  • Language : Bangla
  • Pages : 253
  • credit: Shawkat Osman
ইন দ্যা হ্যান্ড অব তালেবান pdf ডাউনলোড

 

‘ইন দ্যা হ্যান্ড অব তালেবান’ পড়তে পড়তে আপনার চোখে ভাসবে নাইন এলিভেনের সেই রক্ত হীম করা উত্তেজনাকর চিত্র।
রিডলী পেশায় একজন ব্রিটিশ সাংবাদিক। সানডে সান অবজারভার সহ বিখ্যাত বিখ্যাত পত্রিকায় তিনি কাজ করেছেন।
নাইন এলেভিনের ঘটার সূত্রে সংবাদ সংগ্রহের কাজে তিনি পাকিস্তান আসেন, এরপর অসম্ভব দুঃসাহসি রীডলি পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত খাইবারপাস হয়ে আফগানিস্তান অনুপ্রবেশ করেন। লক্ষ টুইন টাওয়ারের হামলাকারী তালেবানদের সম্পর্কে আফগান নেটিভদের মতামত সংগ্রহ করে তা বিশ্ববাসীকে জানানো৷
কিন্তু এই তালেবানদের হাতে বন্দি হতে হয় রিডলিকে৷ তারপর ঘটতে থাকে একেরপর এক অবিশ্বাস্য ঘটনা, প্রচন্ড নারীবাদি রিডলী তালেবানদের উদ্দেশ্যে যখন অশ্লীল গালি ছুড়ছিলো তখন তালেবানরা তাকে উপহার দেয় একগাল মুচকি হাসি। রিডলী ভেতরে ভেতরে আতংকে মরতে থাকে কখন তাকে যৌন নিপীড়নের শিকার হতে হয়, অথচ এর বিপরীতে তালেবানরা দেখিয়েছে সম্মান। এবং কি তাকে জেরার করার সময়ও তার দিকে সরাসরি তাকানো হয়নি৷ রিডলী ভাবতে থাকে এগুলো কি সপ্ন দেখছি? এ ও সম্ভব?
১০ দিন বন্দী থাকায় অবস্থায় প্রতিদিন তালেবান লিডার খোজ নিতেন উনার কিছু প্রয়োজন কিনা?
অন্য কোন অভিযোগ আছে কিনা?
কেউ তাকে বিরক্ত করছে কিনা?
তারপর একদিন রিডলী সম্মুখীন হন একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তির তিনি রিডলীকে ইসলামের দাওয়াত দেন, তখন রিডলী আতংকে চমকে উঠেন।
মুক্ত হয়ে ইসলাম নিয়ে পড়াশোনা করবেন বলে কথা দেন৷
ঘটে যায় আরো অনেক ঘটনা……..
এরপর তালেবানদের ওয়াদা অনুযায়ী রিডলীর মুক্তি হয়, ততদিনে সারা দুনিয়ায় আলোচনার ঝড় বয়ে গেছে। চারদিক থেকে সাংবাদিকরা রিডলিকে ঘিরে ধরে, প্রশ্ন করতে থাকে ‘ আপনার উপর কি যৌন নিপীড়ন চালানো হয়েছে?’
এর উত্তরে রিডলি একগাল মুচকি হাসি দেন৷
হঠাৎ একদিন ২০০৩ সালে লেখিকা ইসলাম ধর্ম গ্রহনের ঘোষণা দিয়ে বসেন, উনার বন্দী হওয়া, মুক্তি পাওয়ার চেয়েও বেশি হুলুস্থুল পরে যায় এই সংবাদ!!
প্রতিদিন পেটপুরে মদ খাওয়া রিডলী নিজেকে জড়িয়ে নেয় আপাদমস্তক বোরখায়।
তিনি হয়ে উঠেন ফিলিস্তিনে আসহায় মুসলিমদের কন্ঠস্বর, সমস্ত দুনিয়ার মুসলিমদের উপর নির্যাতনের ঘোর বিরোধী।
এই বই পড়তে গিয়ে আপনি টের পাবেন মানবতার বুলি আওড়ানো পশ্চিমা মড়লদের গালে কি সজোরে একটা থাপ্পড় দিয়েছেন লেখিকা!
পরিশেষে ‘ ইন দ্যা হ্যান্ড অব তালেবান’ অসম্ভব রোমাঞ্চকর একটা বই, সংগ্রহ করুন,পড়ুন, মুগ্ধ হোন!!!

ইন দ্যা হ্যান্ড অব তালেবান pdf ডাউনলোড লিংকঃ

In the Hands of the Taliban Bangla Onubad by Yvonne Ridley Direct link : –  Link :-1 | Link :-2 | Link :-3| Link :-4| Link :-5| Link :-6

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *