Others PDF Books

তাহসানের বই অনুভূতির অবিধান Pdf Download

বই: অনুভূতির অবিধান তাহসান Pdf Download |onuvutir ovidhan pdf Download

লেখক: শিল্পী তাহসান খান

প্রকাশনী– অধ্যয়ন

অনুভুতির অভিধান তাহসান খান Pdf download

অনুভুতির অভিধান পিডিএফ বই রিভিউ:

প্রথমে একটু অবাক হয়েছিলাম। গায়ক তাহসান বই বের করেছে। তাই গতকাল বই মেলায় গিয়ে বইটা কিনে আনলাম এবং পড়ে ফেললাম।এখানে তাহসান মানুষের জীবনের কিছু বিষয় যা মানুষের জীবনের সাথে জড়িত সেই বিষয় গুলো তাহসান নিজের দিক থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছে।

হতে পারে কেউ কেউ তাহসান এর মতামত গুলোর সাথে একমত নাও হতে পারে।কিন্তু ব্যক্তিগত ভাবে আমার কাছে ভাল লেগেছে।গানের লাইনে তাহসান যেমন করে মানুষের কাছে প্রিয় হয়েছে,আশা করি বইয়ের পাতায় ও মানুষের কাছে প্রিয় হবে।

আমি তাহসানের ভক্ত তাই এই মতামত দিচ্ছি না।

একজন বই প্রিয় মানুষের দিক দিয়ে মতামত দিচ্ছি।

তাহসানের এই অনুভূতির অভিধান বইটি কোনো গল্পের,উপন্যাসের কিংবা কবিতার বই নয়। বইয়ের নামকরণ স্বার্থক হয়েছে। এটাকে বলা যায় কোনো ‘ব্যাক্তিগত ডায়েরী’ 

হ্যাঁ। অনেকটা তেমনই। তাহসানের বইয়ে ছিলো তার নিজস্ব চিন্তাভাবনা,অতীতের গল্প।

বইয়ে তাহসান তুলে এনেছেন বিশটি অনুভূতিকে। বিশটি অনুভূতির অনুভব কেমন। কেমন করে কাটিয়েছেন সেই সময়গুলো। করেছেন স্মৃতিচারণ। 

বইয়ের সূচিপত্র:

  • ১-দ্বিধা
  • ২- কৌতূহল 
  • ৩- বিস্ময়
  • ৪- আতঙ্ক 
  • ৫- অহংকার
  • ৬- সহমর্মিতা 
  • ৭- অপমান
  • ৮- অনুশোচনা
  • ৯- আস্থা
  • ১০- অনুপ্রেরণা 
  • ১১- শাদেনফ্রয়দ
  • ১২- অভিমান
  • ১৩- একঘেয়েমি
  • ১৪- উদ্বেগ
  • ১৫- বিভ্রান্তি
  • ১৬- মুগ্ধতা
  • ১৭- হতাশা
  • ১৮- ঈর্ষা
  • ১৯- সন্দেহ
  • ২০- মনাকন্সিস

মজার ব্যাপার হচ্ছে যে, বেশীরভাগ অনুভূতিগুলো নিয়ে লেখাগুলো পড়বার সময় আপনি প্রত্যেকটা অনুভূতিতে আলাদা করে একজনকে কল্পনা করতে বাধ্য হবেন। কখনো মনে পড়বে প্রিয় বন্ধুকে,কখনো প্রাক্তন প্রেমিকাকে,কখনো বাবাকে,কখনো মা’কে, কখনো কল্পনা করবেন নিজেকে। 

onuvutir ovidhan Tahsan khan pdf Download

বইটির অন্যতম বিষয় হলো,প্রত্যেকটি অনুভূতি নিয়ে লিখবার পর সেই লেখার পরবর্তী পৃষ্ঠায় সেই অনুভূতিকে কেন্দ্র করে একটা ছবি আঁকা। এবং তার পরবর্তী পৃষ্ঠায় সেই বিষয়কে নিয়েই একটা কবিতা! একের ভেতর সব। 

বইটিতে তাহসানের শব্দচয়ন আমাকে অবাক করেছে রীতিমতো। আজকালকের লেখকেরা লেখাকে এতো বেশী সহজ করেছে যে,এতো সহজ ভালোলাগেনা! বাংলা ভাষার আসল মজাটা পাওয়া যায়না! আজ পেলাম। 

তাহসান তার ব্যাক্তিগত অনেক বিষয় নিয়েই কথা বলেছেন সহজভাবে। বিবাহ বিচ্ছেদের পর যন্ত্রণাময় সময়ের কথা,হলুদ সাংবাদিকতা,মাকে নিয়ে হজ্জের কথা। ব্ল্যাকের হয়ে গান গাইবার সেই স্মৃতি,মেয়ে নিয়ে মুগ্ধতা,গান হিট হবার পর আনন্দানুভূতি,তাকে আটকে নিয়ে যেয়ে মেরে ফেলবার হুমকি। সেইসব সুন্দর অনুভূতি,ভয়ানক অনুভূতিগুলোর সময়টা কীভাবে কাটিয়েছেন। সেইসব কথা। 

অনুভূতির কথা পড়তে পড়তে আমার মনে হলো,এমন কথাবার্তা কিংবা অনুভূতি চর্চা আমাদের সবার মাঝে থাকা উচিৎ। এতে করা দুঃখহীন একটা মানুষ হওয়া হয়তো সহজ হতেও পারে। 

এই বিশটি অনুভূতির মধ্যে যে অনুভূতির কথাগুলো আমার বিশেষ ভালোলেগেছে।

নিচের অংশটুকু পড়লে আপনাকে ভাবাবে।

কে তার কর্ণধার”

আমার সৃষ্টি সুর, শব্দ আর গান

করে রেখেছ কুক্ষিগত

করিনি অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা

কিছুটা যে তােমার অবদান

অবদানের ভারে বঞ্চিত আমি

বঞ্চিত আমার প্রজন্ম

তব মনে জাগরে ফেলে আসা প্রেম

সেই প্রতীক্ষা আজন্ম

লিখেছি যত আবেগ নিংড়ানাে

দিগবিজয়ী গান

কিছু থাকবে ইতিহাসের পাতায়

উত্তরাধিকারে অম্লান

এতাে বিশ্বাস নয়, প্রত্যাশার উচ্চাশা

শুভাকাক্ষী দলে দলে

যতই আমি হারিয়ে যাই

অভিমানের ছলে

নতুন করে আর আবেগ আসে না

অনুরাগের খাতায় পাতাগুলাে সাদা

গানপাগলেরা আর গান শােনে না

প্রাক্তনের স্মৃতিবেদনায় একদা

যাবতীয় না পাওয়ার ভিড়ে

কত নিযুত পাওয়া

তবুও এই অভিমান

সুর, শব্দ আর গান হারিয়ে যাওয়া

onuvutir ovidhan pdf Download

তবে এতটুকু বলতে পারি, বইটি কিনে পড়লে ‘ঠকে’ যাবার কোনো সম্ভাবনা নাই। প্রথমত,বইটা শেষ হবার পর; আপনার মন হালকা হবে। এবং আপনি অনুভব করবেন ফ্রেশ। বেশ কিছু অনুভূতির সাথে পরিচয় হবেন। এটাও খুবই ইন্টারেস্টিং বিষয়। 

onuvutir obidhan tahsan khan book Pdf Download link: click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!