সংসার মধুর করতে, স্বামীর পরকীয়া দূর করতে, কথা কাটাকাটি, সন্দেহ দূর করতে এবং দ্বীনি পরিবার গড়ে তুলতে মোঃ মতিউর রহমান এর লেখা দ্য কেয়ারিং ওয়াইফ বইটি খুবই গুরুত্বপূর্ণ.
বইয়ের বিবরণ
বইঃ দ্য কেয়ারিং হাজব্যান্ড ও দ্য কেয়ারিং ওয়াইফ
লেখকঃ মোঃ মতিউর রহমান
মিফতাহ প্রকাশনী
ফাইল ফরমেট: pdf (পিডিএফ)
দ্যা কেয়ারিং ওয়াইফ রিভিউ
আজকের এই বিপর্যস্ত সমাজে একজন কেয়ারিং হাজব্যান্ড বা একজন কেয়ারিং ওয়াইফ পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। ছেলে কি মেয়ে সবাই চায় তার জীবনে একজন কেয়ারিং লাইফ পার্টনার জুটুক। তাই একজন দ্বীনি লাইফ পার্টনার হিসেবে নিজেকে এবং স্পাউসকে গড়ে তুলতে অনেকেই বিভিন্ন রকম চেষ্টা করে থাকেন। কিন্তু এ যাত্রায় অনেকেই ক্লান্ত শ্রান্ত, আবার অনেকেই ব্যর্থ।
সমাজে দিনকে দিন স্বামী-স্ত্রীর মাঝে সংসার জীবনের প্রকৃত লক্ষ্য হারিয়ে যাচ্ছে, বরকত কমে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যাও বেড়ে যাচ্ছে, শুধু ঢাকা শহরেই প্রতিদিন গড়ে ৩৯ জনের ডিভোর্স হচ্ছে; বাড়ছে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম ও অশ্লীলতা।
এমতাবস্থায় শুধু এইসব সমস্যার সমাধানই নয়, একটি সুখী দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও আরও বৈচিত্র্যময় করে তুলতে ‘দ্য কেয়ারিং হাজব্যান্ড’ এবং ‘দ্য কেয়ারিং ওয়াইফ’ বই দুটো খুবই কার্যকরী ভূমিকা পালন করবে- ইনশাআল্লাহ।
বই দুটোতে একজন ভালো স্বামী এবং একজন ভালো স্ত্রী হওয়ার বিভিন্ন গবেষণামূলক উপায়গুলো খুঁজে বের করে তা সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করা হয়েছে। যারা একজন কেয়ারিং হাজবেন্ড কিংবা একজন কেয়ারিং ওয়াইফ হতে চান বা পেতে চান, সবার জন্য বইদুটি উপকারে আসবে ইনশাআল্লাহ।
অন্যদিকে, লাভিং ওয়াইফ বই pdf বইয়ে ২১ টি ছোট্টো ছোট্টো গল্পের দ্বারা প্রেমময়ী,মিষ্টি ভালবাসা আকাঙ্ক্ষী স্ত্রীদের লুকায়িত ও প্রকাশ্য পবিত্র ভালবাসা ও প্রেমের সুন্দর এক চিত্র তুলে ধরেছে।