মাস্ট রীড বুক। যারা উদ্যোক্তা হতে চান বা দ্যোক্তা আছেন, আপনাদের সবার জন্য এই বইটা পড়া ফরজ। এই বইটা না পড়লে বুঝতেই পারবেন না আপনি কতো বড় কিছু মিস করে যাচ্ছেন। অনুবাদও খুব সাবলীল হয়েছে।
নেতৃত্ব হল এমন এক “সামাজিক প্রভাবের প্রক্রিয়া যার সাহায্যে মানুষ কোনও একটি সার্বজনীন কাজ সম্পন্ন করার জন্য অন্যান্য মানুষের সহায়তা ও সমর্থন লাভ করতে পারে।”[১] জিনতত্ত্ববিদের এলান কিথ আরও সর্বব্যাপী একটি সংজ্ঞা দেন। তিনি বলেন, “নেতৃত্ব হল মানুষের জন্য একটি পথ খুলে দেওয়া যাতে তারা কোনও অসাধারণ ঘটনা ঘটানোর ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে পারে।”[২] কেন অগবন্নিয়ার (২০০৭) কথায় “প্রাতিষ্ঠানিক বা সামাজিক লক্ষে পৌঁছনোর জন্য অন্তর্বর্তী ও বাহ্যিক পরিবেশে প্রাপ্ত সম্পদকে সফলভাবে সমন্বয় সাধন করাও তা থেকে সর্বাধিক লাভ তোলার ক্ষমতাই হল কার্যকরী নেতৃত্ব।” কার্যকর নেতার সংজ্ঞা অগবন্নিয়া দেন এভাবে, “যে কোনও পরিস্থিতিতে যে ব্যক্তি ধারাবাহিকভাবে সফল হওয়ার ক্ষমতা রাখেন এবং কোনও সংস্থা বা সমাজের প্রত্যাশা পূরণকারী হিসেবে স্বীকৃতি পান”, তিনিই কার্যকর নেতা.
বইঃ নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি
(Secrets of Leadership and Influence )
লেখকঃ সূলাইমান বিন আওয়াদ ক্বিয়ান
প্রকাশনায়ঃ পিস পাবলিকেশন্স
ডাউনলোডঃ PDF link