Bangla Pdf Download Allশরৎচন্দ্র চট্টোপাধ্যায় Pdf (All Books)

পল্লিসমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস Pdf Download

 

বইয়ের নামঃ পল্লিসমাজ

লেখকঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ফরম্যাট: Pdf Download (পিডিএফ ডাউনলোড)

প্রকাশকঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র

ফাইল সাইজ: ১ মেগাবাইট

পেজ সংখ্যা: ১৫৭ পৃষ্ঠা

মূল্যঃ ১২০ টাকা

পল্লিসমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস Pdf Download

পল্লীসমাজ (১৯১৬) শরশ্চন্দ্রের একটি ব্যতিক্রমধর্মী উপন্যাস। উপন্যাসটি

একাধারে জনপ্রিয় ও বিতর্কিত। শরশ্চন্দ্রের জীবনকে চারটি পর্বে ভাগ করা হয় :

দেবানন্দপুর-ভাগলপুর পর্ব (১৮৭৬-১৯০২), ব্রহ্মদেশ পর্ব (১৯০৩-১৬), হাওড়া-শিবপুর

পর্ব (১৯১৬-২৫) এবং সামতাবেড়-কলকাতা পর্ব (১৯২৬-৩৮)। পল্লীসমাজতাঁর জীবনের দ্বিতীয় পর্বে লেখা উল্লেখযােগ্য উপন্যাস।

বাংলা সাহিত্যক্ষেত্রে শরৎচন্দ্রের আবির্ভাব যেমন আকস্মিকভাবে ঘটেছিল, তেমনি

তাঁর সময়টিও ছিল ভারতীয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল। রবীন্দ্রনাথের মতােই দুই শতাব্দীজুড়ে ছিল শরৎচন্দ্রের সাহিত্যজীবন। ঔপনিবেশিক শক্তি ততদিনে ভারতে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। অন্যদিকে স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষায় ভারতীয়রা উন্মুখ।

মাঝে একটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়ে গেছে। পল্লীসমাজ সম্পর্কে আলােচনা করতে গেলে শরৎচন্দ্রের জীবন ও সময়ের প্রেক্ষাপটেই তা করা জরুরি বলে আমরা মনে করি। কেননা, শরৎচন্দ্র এমন একজন কথাসাহিত্যিক, যিনি আত্মজৈবনিক অভিজ্ঞতাকে তার বিভিন্ন উপন্যাস ও গল্পে শৈল্পিকভাবে ব্যবহার করেছেন।

পল্লীসমাজ উপন্যাসের বিষয়বস্তু আলোচনা (palli samaj summary in bengali):

 

পল্লিসমাজ শরৎচন্দ্রের সমাজ সমালোচনামূলক সর্বশ্রেষ্ঠ উপন্যাস। পশ্চিমবঙ্গের ব্রাহ্মণপ্রধান পল্লিসমাজের স্বরূপ উন্মেচনেই এই উপন্যাসের বিষয়বস্তু।

 

কুয়াপুর গ্রামের জমিদারের তারিনী ঘোষাল ও যদু মুখুজ্যের পারিবারিক কলহ ও শত্রুতাই “পল্লিসমাজের” কাহিনী।

 

পল্লীসমাজ উপন্যাসের চরিত্রগুলো হল:

গোবিন্দ গাঙ্গুলী,পরাণ হালদার প্রমুখ এই সমাজের হর্তাকর্তা। ক্ষয়িষ্ণু সামন্ত্রতান্ত্রিক ভূস্বামীপ্রধান সমাজে বর্ণহিন্দুদেরই প্রাধান্য। রমেশও এদেরই একজন। পল্লীসমাজ উপন্যাসের রমেশের চরিত্র এর মাঝে প্রাধান্য দেখা যায়। তবে তার অবস্থান সমাজ সংস্কারকের। এদিকে রয়েছে বেণী ঘোষাল ও রমা এবং অন্যদিকে রয়েছে প্রজাহিতৈষী রমেশ। রমেশ ও রমা একে অপরকে ভালোবাসলেও সমাজের দিকে তাকিয়েই রমা তার অন্তর্গত প্রেমকে জলাঞ্জলি দিয়েছে। নিজের মতামতকে সে গুরুত্ব দেয়নি। কিন্তু এই সমাজই তাকে একদিন ত্যাগ করেছে। সমাজের কোথাও তার ঠাঁই হয়নি।

 

তবে পল্লিসমাজে সমাজের গুরুত্ব এত বেশি যে সমাজই এর নায়ক হয়ে উঠেছে!! সমাজই রমেশকে সৃষ্টি করেছে।

 

Palli samaj sarat chandra chattopadhyay pdf free download link: Click here (Mediafire link, তাই  vpn ব্যবহার করুন বা https://hide.me/en/proxy সাইট ব্যবহার করুন)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!