Screenshot 09 12 2023 22.10.10

পাত্র পাত্রীর বায়োডাটা খোঁজ: দ্বীনদার পার্টনার ডট

সম্পূর্ণ পড়ুন(আমাদের সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে)

 

১। দ্বীনদার পার্টনার ডট কম ওয়েবসাইটটি আসলে কি?

✓ এটি একটি ইসলামিক ম্যাটরিমনি ওয়েবসাইট।এখানে জেলা ,বিভাগ ও পড়াশুনার মাধ্যম ভিত্তিক দ্বীনদার পাত্র পাত্রীর বায়োডাটা খোঁজা ও পড়া যায়। একই সাথে দ্বীনদার পাত্র-পাত্রী চাইলে ওয়েবসাইটে বায়োডাটা তৈরি করে জমা দিতে পারে।

 

২।এই ওয়েবসাইট কি সবাই ব্যবহার করতে পারবে?

✓ না। এই ওয়েবসাইট শুধুমাত্র প্রাক্টিসিং দ্বীনদার মুসলিমদের জন্য বানানো হয়েছে।ওয়েবসাইট ব্যবহারের কিছু নূন্যতম শর্ত ছবিতে দেয়া আছে। যারা এই শর্ত পূরণ করতে পারবে তাদের জন্যে এই ওয়েবসাইট কাজ করবে ইনশাআল্লাহ্‌।

 

৩।আমি এইসব শর্ত পূরণ করতে পারছি না,আমি কি আপনাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দিতে পারবো?

✓ না পারবেন না।আপনি যদি ছবিতে দেয়া শর্ত পূরণ করতে না পারেন তাহলে আমরা আপনার বায়োডাটা গ্রহণ করবো না।আমরা শুধু সিলেক্টিভ অডিয়েন্স(প্রাক্টিসিং মুসলিমের) জন্য কাজ করবো ইনশাআল্লাহ্‌।

 

৪।আমি আপনাদের শর্ত পূরণ করতে পারবো এখন কিভাবে আপনাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দিব?

✓যেভাবে বায়োডাটা জমা দিবেন তার ভিডিও টিউটরিয়াল(অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তা নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে-লিংক-

https://deendarpartner.com/tutorial/

 

৫।বায়োডাটা জমা দিতে কি কোনো ফি লাগে?

✓জি না।আমরা বায়োডাটা জমা দেয়ার জন্য কোন ফি নিচ্ছি না।

 

৬।আপনাদের ওয়েবসাইট থেকে খোঁজ পেয়ে বিয়ে হলে বিয়ের পরবর্তী সময়ে কি আপনারা কোন অর্থ দাবি করেন?

✓জি না।আমাদের মাধ্যমে খোঁজ পেয়ে বিয়ে সম্পূর্ণ হলেও আমরা কোন অর্থ দাবি করি না।

 

৭।তাহলে কি আপনাদের ওয়েবসাইট ব্যবহারে কোন ধরনের অর্থই প্রদান করতে হয় না?

✓জি করতে হয়।আমরা শুধুমাত্র বায়োডাটার অভিভাবকের যোগাযোগ নাম্বারের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করে থাকি তবে এটিও পাত্র-পাত্রীর যোগাযোগ নাম্বারের সিকিউরিটি হিশেবে।আমরা ইচ্ছা করলে এটিও ফ্রিতে করে দিতে পারি তবে এক্ষেত্রে যোগাযোগ নাম্বারের কোন ধরনের সিকিউরিটিই থাকবে না।এ ক্ষেত্রে দেখা যাবে বিয়েতে অনাগ্রহী অনেকেই যোগাযোগ নাম্বার নিয়ে ফেতনা ছড়াবে।আমাদের উদ্দেশ্য ফেতনা মুক্ত হয়ে বিয়েকে সহজ করা।

 

৮। Deendarpartner.com ওয়েবসাইটে বায়োডাটা জমা দেয়ার নুন্যতম বয়স কত?

✓আমাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দিতে হলে অবশ্যই-

পুরুষদের ক্ষেত্রে-২১ হতে হবে।

এবং নারীদের ক্ষেত্রে-১৮ হতে হবে।

 

৯।আমি বায়োডাটা পাবলিশ করেছি কিন্তু আমার বায়োডাটা এপ্রুভ হয়নি কেনো?

✓আমরা অনেক কারণে বায়োডাটা এপ্রুভ করি না।এর মধ্যে উল্লেখযোগ্য

নামাজ,দাঁড়ি,সহিহ পর্দা,অভিভাবকের অনুমতি,যোগাযোগ তথ্যের সঠিক তথ্য না দেয়া।

বায়োডাটা এপ্রুভ না হওয়ার কারণ ও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নিন-

https://deendarpartner.com/answer/

 

১০।আপনাদের সম্পর্কে ও আপনারা কিভাবে কাজ করেন?

✓ DeendarPartner.com মূলত যোগাযোগের মাধ্যম হিশেবে কাজ করে।আমরা কারো জন্যে পারসোনালি কাজ করে থাকি না।আপনাকে নিজ থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করে পাত্র-পাত্রীর সন্ধান করতে হবে।কোন পাত্র-পাত্রীর বায়োডাটা পছন্দ হলে যোগাযোগ ফর্মের আবেদনের মাধ্যমে নির্দিষ্ট সিকিউরিটি মানি প্রদান করে আপনার পছন্দকৃত পাত্র-পাত্রীর অভিভাবকের যোগাযোগ নাম্বার নিতে হবে।আমাদের কাজ শুধু আপনাকে যোগাযোগ তথ্য দেয়া পর্যন্ত।এর পরবর্তীতে আপনাকে নিজ থেকে বায়ডাটাতে দেয়া প্রদত্ত তথ্যের সত্যতা যাচাই করে নিতে হবে এবং নিজের ইচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে।

আমাদের সম্পর্কে আরো পড়তে ও উদ্দেশ্য সম্পর্কে জানতে পড়ুন নিচের লিংকে ক্লিক করে-

https://deendarpartner.com/about-us-2/

 

Disclaimer-

✓ DeendarPartner.com এই সাইটে কোনো সদস্যের দেওয়া কোনো মিথ্যা বা ভুল তথ্যের জন্য আমরা দায়ী নয়।প্রকৃত তথ্য প্রদানের আশ্বাসে সদস্যরা আমাদের সাইটে তাদের বায়ো-ডেটা সম্পূর্ণ করে।সদস্যের যোগাযোগের তথ্য প্রদানের পর আমরা সদস্যদের পরবর্তী কোনো ক্রিয়াকলাপে জড়িত নই। যোগাযোগের পরে বায়ো-ডেটাতে দেয়া প্রদত্ত তথ্য যাচাই করার জন্য এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সদস্য নিজেই সম্পূর্ণরূপে দায়ী।

কোন সদস্যের দেয়া কোন মিথ্যা তথ্য বা ভুল তথ্যের জন্য আমরা দায়ী নই পরবর্তীতে এ সম্পর্কিত যেকোনো অভিযোগ থেকে Deendarpartner.com ওয়েবসাইটকে মুক্ত ঘোষনা করছি।

 

না বুঝলে, ওয়েবসাইটটি ব্যবহার করার নির্দেশিনা ভিডিও আকারে দেখুন:

https://fb.watch/8sN-S59aA8/

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *