বিশ্ব রাজনীতির ১০০ বছর pdf Download || bisso rajnitir 100 bosor book Pdf
বইয়ের নাম: বিশ্ব রাজনীতির ১০০ বছর
লেখকের নাম: : ড. তারেক শামসুর রেহমান
ক্যাটাগরি/ বইয়ের ধরণ: রাজনীতি ও রাজনীতিবিদ বিষয়ক প্রবন্ধ
ফাইল ফরম্যাট: Pdf (পিডিএফ)
file সাইজ: ৪ মেগাবাইট
মোট পেজ সংখ্যা: ২৬৪ পৃষ্ঠা
রাজনীতির ১০০ বছর ড. তারেক শামসুর রহমান বই রিভিউ:
বিশ্বরাজনীতির ১০০ বছর গ্রন্থটি ২০১৬ সালের শেষের দিকে কিছুটা পরিবর্ধিত সংস্করণ বের হয়েছে যেখানে কিছু কিছু পরিবর্তন লক্ষণীয়। প্রকাশকের পক্ষ থেকে বলা হয়—
পরিবর্ধিত সংস্করণে আমরা তেমন কোনাে পরিবর্তন আনিনি। তবে কোনাে কোননা ক্ষেত্রে তথ্য সংযােজন করেছি। যেহেতু গ্রন্থটি বিংশ শতাব্দীর উল্লেখযােগ্য ঘটনাবলি নিয়ে আলােচিত হয়েছে, সে কারণে আলােচনা সীমাবদ্ধ রেখেছি ২০০০ সাল পর্যন্ত। কিন্তু যেহেতু এর মধ্যে আরাে ১৬ বছর পার হয়েছে, সেটা বিবেচনায় নিয়েই আমরা কোনাে কোনাে ক্ষেত্রে সর্বশেষ তথ্য সংযােজন করেছি।
জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন, ভিয়েতনাম কিংবা কিউবার ক্ষেত্রে নতুন তথ্য সংযােজিত হয়েছে। ইতিহাসের ঘটনাবলির ব্যাখ্যা বিশ্লেষণ পরিবর্তন করা যায় না। শুধু এর সাথে তথ্য সংযােজন করা যায় । আমরা এমনটিই করেছি। যাতে করে পাঠক সর্বশেষ ঘটনাবলিও জানতে পারেন। কিউবা নিয়ে সংকটের কথা বলা হয়েছিল । কিন্তু কিউবা বিপ্লবের কথা বলা হয়নি। আমরা এই সংস্করণে কিউবার বিপ্লবের প্রেক্ষাপটের কথা বলেছি।
রাজনীতির ১০০ বছরঅষ্টাদশ অধ্যায়ে বিশ্বপরিবেশগত সমস্যার সমাধানে সর্বশেষ প্যারিস সম্মেলনে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তাও উল্লেখ করে দিলাম। এতেকরে পাঠক একটা ভালাে ধারণা পাবেন। দশম অধ্যায়ে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে আলােচনা আছে।
এখানে মে মাসে (২০১৬) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামার ভিয়েতনাম সফর ও ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আমাদের মূল্যায়ন আমরা সংযােজন করেছি। এতেকরে পাঠকরা বর্তমান ভিয়েতনামকে দেখতে ও বুঝতে পারবেন। মনে রাখতে হবে, একুশ শতকে অনেক উল্লেখযােগ্য ঘটনা ঘটেছে, যা নিয়ে আলােচনা করার সুযোেগ কম। আমরা ভবিষ্যতের কথা বিবেচনা করে একুশ শতকের উল্লেখযােগ্য ঘটনাবলি নিয়েও আগামিতে আলােচনা করতে পারি ।
আমাদের বড় সীমাবদ্ধতা হচ্ছে বিংশ শতাব্দীর ঘটনাবলিই আমাদের আলােচনার বিষয়। এটা বিবেচনায় নিয়েই আমরা কিছু কিছু তথ্য সংযােজন করেছি মাত্র।
মধ্যপ্রাচ্যের সংকট বিংশ শতাব্দীতে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছিল। চীনে সমাজতান্ত্রিক আন্দোলন ও চীনের সংস্কার কর্মসূচি আলাদা আলাদা অধ্যায়ে আলােচনা করা হয়েছে।
কেননা, আমি মনে করি চীনের সংস্কার আন্দোলনের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যে কারণে চীন একুশ শতকে বারে বারে আলােচিত হতে থাকবে। একই কথা প্রযােজ্য সাবেক সােভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে। রুশ বিপ্লব আর গরবাচেভের সংস্কার এক অধ্যায়ে দেখানাে ঠিক হবে না। দুটো ঘটনার মধ্যে সময়সীমার পার্থক্য ৭০ বছরের উপরে। আর চীনের ক্ষেত্রে এই পার্থক্য ছিল ৩০ বছরের উপর। এটা বিবেচনায় নিয়েই।
বিংশ শতাব্দীর এই উল্লেখযােগ্য ঘটনাগুলাে আলাদা আলাদা অধ্যায়ে আলােচনা করা গ্রন্থটি রচনা করতে প্রচুর গ্রন্থের সহায়তা নেয়া হয়েছে। চেষ্টা করা হয়েছে প্রতিটি অধ্যায় শেষে সহায়ক গ্রন্থের তালিকা দেবার, যাতে করে পাঠক ওইসব গ্রন্থ থেকে আরাে বিস্তারিত জানতে পারেন। প্রথম অধ্যায়ে আমি খুব সংক্ষেপে ঊনবিংশ শতাব্দীর ঘটনাবলির একটি বিবরণ দিয়েছি। এর ফলে পাঠকদের বিংশ শতাব্দীতে সংঘটিত ঘটনাবলি বুঝতে সহজ হবে। সর্বশেষ অধ্যায়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সভ্যতার সংকট। সােভিয়েত ইউনিয়নের পতনের পর সভ্যতার সংকট নিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম হয়। ওই বিতর্কের রেশ একুশ শতকের প্রথমভাগে এসে এখনও রয়ে গেছে।
বিষয়বস্তুর গভীরতা বিবেচনা করে সর্বশেষ অধ্যায়ে বিষয়টি নিয়ে আলােচনা করা হয়েছে।
আলােচিত বিষয়গুলাে সবই পুরনাে। কিন্তু সেই পুরনাে বিষয়ই নতুন করে উপস্থাপন করা হয়েছে। পাঠক একুশ শতকে এসে বর্তমান বিশ্ব রাজনীতির আলােকে সেই পুরনাে বিষয়গুলােই নতুন আঙ্গিকে জানতে পারবেন। পুরনাে ইতিহাস না জানলে নতুন ইতিহাসও জানা যাবে না। গ্রন্থটি রচনার ব্যাপারে আমাকে মাঝে মধ্যে সহযােগিতা করেছে আমার ছাত্র মুসা ও শরীফ। গত দুবছর ধরেই আমি গ্রন্থটি নিয়ে কাজ করছি।
মাঝখানে কিছুদিন আমার নিজের পেশাগত ব্যস্ততার কারণে লেখায় হাত দিতে পারিনি।
তবে গ্রন্থটি প্রকাশের সবটুকু কৃতিত্ব শােভা প্রকাশের মিজানুর রহমানের। মিজান দীর্ঘদিন ধরেই আমাকে উৎসাহ যুগিয়ে এসেছেন গ্রন্থটি শেষ করার । গ্রন্থটি আলাের মুখ দেখার পুরাে কৃতিত্ব তাই তাঁকেই দিতে হয়।
ইতােমধ্যে বিশ্ব রাজনীতির ১০০ বছর বইটির প্রথম মুদ্রণ শেষ হয়ে গেছে। এটা দ্বিতীয় সংস্করণ। প্রথম সংস্করণে বেশ কিছু বানান ভুল ছিল। এগুলাে আমরা শুদ্ধ করেছি। গ্রন্থটিতে নতুন কিছু সংযােজন করার সুযােগ নেই। কেননা, গ্রন্থটি বিগত বিংশ শতাব্দীর উল্লেখযােগ্য বিষয়গুলাে নিয়ে লেখা। এ কারণেই একুশ শতকের শুরুতে বিশ্ব রাজনীতিতে কিছু কিছু পরিবর্তন আসলেও আমাদের আলােচনায় আমরা তা সংগতকারণেই নিয়ে আসিনি।
বিশ্ব রাজনীতির ১০০ বছর Pdf বইয়ের সূচিপত্র:
- বিভিন্ন যুদ্ধের খরচ
- ইউরােপীয় ইউনিয়নভুক্ত দেশগুলাের জাতীয় বৈশিষ্ট্যাবলি
- অঞ্চল ভিত্তিতে পার্থক্য, ১৯৮০
- বিশ্বে অস্ত্র রপ্তানিকারক দেশসমূহের অংশীদায়িত্ব, ১৯৮৯-৯৩
- আঞ্চলিক পর্যায়ে অস্ত্র আমদানির পরিমাণ, ১৯৯১-৯৩
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পারমাণবিক পরীক্ষার ঘটনাপঞ্জ
- দুই কোরিয়ার মধ্যে পার্থক্য, ১৯৮০
- জাতিসংঘের ক্রমবিকাশ
- জাতিসংঘ ও লীগ অফ নেশনস্-এর মধ্যে তুলনামূলক পার্থক্য
- জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম
- দক্ষিণ আফ্রিকার জনসংখ্যার একটি চিত্র
- দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন জাতিগােষ্ঠী
- মধ্যপ্রাচ্য : ১৯৪৭-৯৯
- বিশ্বে তেলের মজুদ
- উপসাগরীয় যুদ্ধে অংশ নেয়া বিভিন্ন দেশের সেনাবাহিনী
- চীনের অর্থনীতি, ১৯৯৩-২০২০
- চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি
- আফগানিস্তান : এক নজরে
- সােভিয়েত রাষ্ট্রব্যবস্থার ক্রমবিকাশ
- সসাভিয়েত ইউনিয়ন : এক নজরে
- তুলনামূলক চিত্র : সােভিয়েত ইউনিয়ন ও বিশ্ব
- সােভিয়েত ইউনিয়ন : অর্থনৈতিক চিত্র
- রুশ কমনওয়েলথ-এর পারমাণবিক অস্ত্রের উৎস
- গরবাচেভের শাসনামলে জিনিসপত্রের দামের পার্থক্য
- দশটি অধিক শক্তিশালী রাষ্ট্র
- নির্বাচিত রাষ্ট্রগুলাের মধ্যে বিভিন্ন
- গ্যাট থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা
- নির্বাচিত রাষ্ট্রগুলাের মধ্যে অসমতা
- বিশ্ব জনসংখ্যা
- ধনী ও গরিব দেশগুলাের মধ্যে পার্থক্য
- মাথাপিছু সামরিক ব্যয় ও জাতীয় আয়ের তুলনামূলক চিত্র
- এপেকভুক্ত দেশগুলাের সামাজিক চিত্র
- সমুদ্রের পানি বৃদ্ধি পেলে বাংলাদেশে এর প্রভাব
- পরিবেশ সম্পর্কিত সম্মেলনসমূহ
- বিশ্বের শীর্ষস্থানীয় ২০০টি এমএনসির ভূমিকা, ১৯৬০-১৯৮০
বিশ্ব রাজনীতির ১০০ বছর পিডিএফ download link: Click here