আশা করি, ৭ম শ্রেণীর গণিত সৃজনশীল প্রশ্ন সম্বলিত এ গাইড বই আপনার ভাল লাগবে।
- বইয়ের নাম: সপ্তম শ্রেণীর গণিত সমাধান
- লেখকের নাম: nctb guide book
- ধরণঃ high school book
- ক্যাটাগরি: Class 7 math book solution bangladesh pdf
- ফাইল ফরম্যাট: Pdf free Download(পিডিএফ)
- ফাইল সাইজ: 45 mb
- প্রকাশনী: lecture guide
- প্রকাশঃ 2021
- মোট পেজ সংখ্যাঃ 46 পৃষ্ঠা
- ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
(লেকচার গাইড) ৭ম শ্রেণী ২০২০-২১ ডাউনলোড করার লিংকঃ (গণিত সৃজনশীল প্রশ্ন-সহ)
Class 7 math book solution bangladesh pdf free download link:
আরও পড়ুন-
কবিতাঃ– আত্মভোলা
লেখাঃ-সাবেরা সুলতানা সুমী
আত্মভোলা সেই তুমি কি তেমনই আছো?
নাকি বদলে গেছো অনেকটাই ?
সেই যে হাতঘড়িটা, উল্টো হাতে পরেই কি
অফিস চলে যাও তুমি?
শার্ট টি শার্ট আর পাঞ্জাবীর বোতাম ঠিকঠাক
লাগাও তো ?
নাকি উপর নীচে করে লাগিয়েই ছুটে চলো অফিসের গাড়িতে?
চুলে চিরুনি চালাতে ভুলে যাও ?
কে মনে করিয়ে দেবে তোমায় ?
তোমার প্রেয়সী যে নেই পাশে নেই ।
ভুল করেও কি একবার ভাবনায় আসে না সে প্রেজেন্টেসনের দিনে টাই বাঁধাটা শিখেছো ?
সেটা যে এ পাগলীটা দিতো বেঁধে মনে আছে? আনমনে আড়চোখে তুমি মুগ্ধ নয়নে দেখতে
তোমার এই পাগলীকে ।
কি ভেবেছো ?আমি কিছুই বুঝতাম না ?
শোন ,ভালোবাসার মুগ্ধতা দেখে আমি ও যে
মুগ্ধ হয়ে তোমার বুকেই মুখ লুকোতাম ।
তোমার চোখের ভাষা বলে দিত সব ।
স্বর্নালী সেই দিন কি আর আসবে?
আমায় কি মনে পরে না আর ?
নাকি ভুলেই গেলে তুমি?
আত্মভোলা যে তুমি সেই তুমিই কি আছো ?
এই হৃদয়ের পাশে যে একটু ব্যথায় কষ্ট হয়
তোমার এই ভালোবাসার পাখিটার জানো?
যদি কোনও এক বৃষ্টিভেজা দিনে মনে পরে
ডেকে নিও আমায় ।
আসবো আমি বৃষ্টিস্নাত হয়েই তোমার ভূবনে।
আত্মভোলাকে ভোলাবো ভালোবাসায়।
Class 7 math solution pdf free download করতে কোনো সমস্যা হলে জানাতে ভুলবেন না।