01 Review & Download: “নভেম্বর রেইন”- Guns N Roses.mp3
ব্যান্ড: Guns N’ Roses
এলবাম: Use your illusion1
প্রকাশকাল: 1991
গানেরদৈর্ঘ্য: 9 min
ইতিহাস সৃষ্টিকারী এ গানটি লিখেছিলেন পৃথিবীবিখ্যাত রক ব্যান্ড Guns N’ Roses এর সদস্য গায়ক এক্সএল রস। শুরুর দিকে নাকি রোজ,স্লাস ও ব্যান্ডের অন্যান্য মেম্বারররা Use your illusion 1 এলবামে এ গানটিকে রাখতে চায় নি। পরে এক্সেল বাধ্য করায় গানটি এলবামে যুক্ত করার জন্যে। গানটি এ এলবামের ১০নম্বর ট্র্যাক। গানটি নিয়ে তারা প্রায় ১০বছর ধরে কাজ করে। তাই এ গানটিকে দ্যা রেইন সং ও বলা হয়।
এন্ড উয়ে নো হার্ট ক্যান চেঞ্জ
এন্ড ইটস হার্ড টু হোল্ড এ ক্যান্ডেল
ইন দ্য কোল্ড নভেম্বর রেইন”
গানটিতে প্রেমিকা হারানোর ভয় মিশ্রিত অনুভুতি প্রকাশ পায়, প্রবল ভালবাসা সত্ত্বেও প্রেমিকার অবহেলা ও নিঃস্পৃহতা প্রেমিককে যেন বিষাদগ্রস্ত করে তুলেছে।
সুন্দর স্মৃতিভরা ভালবাসা হারিয়ে যাচ্ছে,তবুও এ ভালবাসায় যেন আশার আলো খুজছে।
গানের লিরিকগুলো খুব করে অনুভব করায়।
November Rain’ গানের Music video:
অবাক করা তথ্য যে,গানটির মিউসিক ভিডিও তৈরি করতে ১৫লক্ষ মার্কিন ডলার খরচ করা হয়। গানের মিউসিক ভিডিওটাও জোস। ১৯৯২ সালে লেখক-সাংবাদিক ডেল জেমসের ছোটগল্প ‘Without you’ অবলম্বনে তৈরি গানটির মিউসিক ভিডিও রিলিজ পায়। মিউজিক ভিডিওটি ব্যান্ডের সদস্যদের অংশগ্রহণ করতে দেখা যায়। গানটি MTv পুরষ্কার পায় রিলিজের ওই বছরেই।
রোজ এর যন্ত্রণাময় পিয়ানোর সুর,স্ল্যাসের কান্নাময় সলো.. আহ! সে কি অনুভুতি!
Helicopter শটে গীর্জার বাইরে খোলা প্রান্তরে দুই পা ছড়িয়ে গীটারে ঝড় তোলার দৃশ্য ও ক্রেন শটে রসের পিয়ানোতে দাড়িয়ে গীটারে আরেকটি ঝড় – গায়কী ভঙ্গি, আর সিনেমাটোগ্রাফী সব মিলিয়ে অস্থির!
ট্রাসির ব্যান্ড “গান” এবং অ্যালেক্স রোসের ব্যান্ড ‘হলিউড রোজ’ এ দুইটি ব্যান্ডের সংমিশ্রণেই ব্যান্ডটির নামকরণ করা হয়েছে ‘গানস এন্ড রোজেস’।
জানা গেছে,পৃথিবীতে এটাই নাকি একমাত্র ব্যান্ড যাদের লাইনয়াপ 22বার চেঞ্জ করা হয় যদিও আমরা জানি মুল লাইনআপে ভোকালে অ্যালেক্স রোস ,লিড গিটারিস্টে স্লাস,বেইজ ডাফ ম্যাকগান,ড্রামে স্টিভেন আডি।
ব্যান্ড মেম্বারদের নিয়ে যত প্যাচাল:
→প্রথমদিকে তারা লস অ্যাঞ্জেলসের একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকত, প্রতিবেশীরা যার নাম দিয়েছিল “হেল হাউজ”। নাকি তারা এখানে প্রাকটিসের পাশাপাশি মাদক, প্রসটিটিউট ও আরো অন্যান্য বেয়াইনি কাজ করত।
আলেক্স এর তৎকালীন গার্লফ্রেন্ড ইরিন ইলার্ভির সাথে ডেভিড ভিডিও শুটের সময় খারাফ ব্যবহার করলে তাকে সে ঘুসি মেরে আঘাত করে। যদিও কিংবদন্তি ডেভিস আলেক্স এর কাছে ক্ষমা চায়।
# তাদের অন্যান্য গান নিয়ে যত কথাঃ
→২০০৮ সালে ১৩ বিলিয়ন ডলার খরচে তৈরি এলবাম “চানিজ ডেমোক্রেসি” Guns N’ Roses ব্যান্ডটির ইতিহাসের সবচেয়ে বড় ফ্লপ অ্যালবাম ও সবচেয়ে বড় ভুল। এ এলবামে নাকি শুধু অ্যালেক্সই কাজ করেছিলেন।