Adjective কাকে বলে? Adjective এর প্রকারভেদ (বিস্তারিত)

ADJECTIVES-(বিশেষ্য বিশেষণ)

Definition-(সংজ্ঞা): যখন কোন word কোন Noun বা Pronoun কে বিশেষিত করে অর্থাৎ কোন Noun বা Pronoun এর দোষ, গুন, অবস্থা, সংখ্যা, পরিমাপ এবং পরিমাণ প্রকাশ করে তখন তাকে adjective বলে।)

(An adjectiv is a word which goes with Noun or Pronoun to qualify it in respect of merits, demerits, condition, number, quantity etc.)

Example-(উদাহরণ):

  • Rahima is a good girl-(রহিমা একজন ভাল মেয়ে, এখানে Rahima-এর গুন বুঝাচ্ছে।).
  • Rahim is a bad boy-(রহিম একজন খারাপ ছেলে, এখানে Rahim- এর দোষ বুঝাচ্ছে।).
  • I have new cap-(আমার একটি নুতন টুপি আছে, এখানে cap এর অবস্থা বুঝাচ্ছে।).
  • They have much money-(তাদের অনেক টাকা আছে, এখানে টাকার পরিমাণ বুঝাচ্ছে।).
  • I have many books-(আমার অনেক বই আছে, এখানে বই এর সংখ্যা বুঝাচ্ছে।).
  • We are four brothers-(আমরা চার ভাই, এখানে ভাইয়ের সংখ্যা বুঝাচ্ছে।)

# Classification of adjectives-(Adjectives এর শ্রেণীবিন্যাস): বৈশিষ্টের উপর ভিত্তি করে Adjectives ছয় প্রকার:

(Adjectives are of six kinds on the basis of its characteristics).

তারা হলো-(They are:)

1. Adjectivs of quality-(গুনগত Adjective).

Example: Rahima is a good girl-(রহিমা একজন ভাল মেয়ে). I have a new cap (আমার একটি নূতন টুপি আছে).

2.Adjectivs of quantity-(পরিমাণগত Adjective).

Example: They have much money-(তাদের অনেক টাকা আছে।). They have many books-(তাদের অনেক বই আছে।).

3. Adjective of number-(সংখ্যাগত Adjective).

Example: We are four brothers-(আমরা চার ভাই।). They have three books- (তাদের তিনটি বই আছে।).

4. Demonstrative adjective-(নির্দেশক adjective).

Example: These pens are new-(এই কলমগুলো নূতন।). Those pens are yours.- (ঐ কলমগুলো তোমাদের।).

5. Interrogative adjective-(প্রশ্নগত adjective).

Example: What kind of man is he?-(লোকটি কোন ধরনের?). Which book do you want?-(তুমি কোন বইটি চাও?). Whose pen is this?-(এইটি কার কলম?)

6. Possessive adjective-(অধিকারগত adjective).

Example: This is my pen-(এইটি হয় আমার কলম).. These are your books.-(ঐ গুলো তোমাদের বই।)। know his father’s name.-(আমি তার বাবার নাম জানি।)

Note: All bold words in the above sentences are adjectives of different kinds.

# In details of various adjectives-(বিভিন্ন adj-এর বিস্তারিত):

Adjective of Quality-(Adj এর ধরন):

যে Adjective দ্বারা কোন ব্যক্তি বা বস্তু কি রকম বা কেমন তা নির্দেশ করে তাকে Adjective of quality বলে-(An adjective which denotes the characteristics or what kind of persons or things we mean is called adjective of quantity).

Examples-(উদাহরণ):

  • Mr. Hasan is a good man-(মি: হাসান একজন ভাল লোক),
  • He is dull in mathematics-(সে অংকে কাঁচা)
  • These books are new-(এই বইগুলো নূতন).
  • I have some old books-(আমার কিছু পুরাতন বই আছে).
  • The building is an old one-(দালানটি পুরাতন).
  • She has a sweet voice-(তাঁর কণ্ঠ স্বর মিষ্টি).
  • Nasiruddin was a pious king-(নাসির উদ্দিন একজন ধার্মিক রাজা ছিলেন).

(Note: The above bold words are known as adjective of quality.)

Adjective of Quantity-(Adj এর পরিমাণ):


যে adjective দ্বারা কোন কিছুর পরিমাণ নির্দেশ করে তাকে Adjective of quantity বলে-(An adjective which denotes how much of a thing we mean is called adjective of quantity).

Examples-(সংজ্ঞা):

  • My father gave me much money-(আমার বাবা আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল).
  • Give some food to the beggar-(ভিক্ষুককে কিছু খাবার দাও).
  • It will take enough time-(অনেক সময় নিবে).
  • I have lost all my books-(আমার সব বইগুলো হারিয়ে ফেলেছি).

(Note: The above bold words are known as adj of quantity).

Adjective of Number/Numeral Adjectiv:

যে দ্বারা কোন বা এর সংখ্যা, আনুপাতিক স্থান এবং কতগুন বুঝায় তাকে বলে Adjective of Number/Numeral Adjective বলে -(An adjective which denotes number of persons or things in cardinal number, ordinal number and multiplicative number is called Adjective of Number).

Examples-(সংজ্ঞা):

  • I have three pencils-(আমার তিনটা পেন্সিল আছে), Note: এখানে “three” একটি cardinal number of numeral adjective.
  • Nasima stood first in the class-(নাসিমা শ্রেণীতে প্রথম হয়েছিল), Note: এখানে “first” একটি ordinal number of numeral adjective.
  • Mr. Halim got double promotion-(মি: হালিম যুগল পদোন্নতি পেয়েছিল). Note: এখানে “double” একটি multiplicative number of numeral adjective.

Note: The above bold words are known as Adj of Number/numeral Number.

Keep in mind: Adj of Number / Numeral Number is of three kinds, Such as:

  • Cardinal Number: One, Two, Three, Four, Five etc.
  • Ordinal Number: First, Second, Third, Fourth, Fifth etc…
  • Multiplicative number: Single, Double, Triple, Quadruple etc.

Demonstrative Adjective:

যে Adjective দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় তাকে Demonstrative Adjective বলে-(A demonstrative adj is an adjective that demonstrates a person or a thing specifically).

Examples:

  • Those trees are tall-(ঐ গাছগুলো লম্বা).
  • That man is fat-(ঐ লোকটি মোটা).
  • These pens are new-(এই কলমগুলো নূতন),
  • This girl stood first-(এই বালিকাটি প্রথম হয়েছিল).

Note: All bold words used before noun are called demonstrative adjective-(Noun এর পূর্বে ব্যবহৃত সকল বোল্ড শব্দসমূহ demonstrative adjective হিসেবে পরিচিত). Others bold words are adjectives also-(অন্যান্য বোল্ড শব্দসমূহও adjectives কিন্তু এগুলোকে complement adjectives বলে). Such as tall-adjective of quality, fat-adjective of quality, new adjective of quality, and first ordinal adjective. All these adjectives used after verb is also called complement adjectives.

Interrogative Adjective:


যে Adjective দ্বারা কোন ব্যক্তি বা বস্তু সমন্ধে প্রশ্ন করা হয় তাকে Interrogative Adjective বলে।-(An Interrogative adj is an adjective which is used in asking questions regarding a person or a thing.)

Examples-(সংজ্ঞা:

  • What kind of man is he?-(সে কোন ধরনের লোক?).
  • Which pen do you like?-(কোন কলমটি তুমি চাও?).
  • Whose book is this?-(এইটি কার বই),

Note: The above bold words used in sentences are called interrogative adjectives (বাক্যে ব্যবহৃত উপরোল্লিখিত বোল্ড শব্দসমূহ interrogative adj হিসেবে পরিচিত)..

Possessive Adjective:


যে adjective কোন বস্তুর পূর্বে বসে বস্তুটি কার তা বলে দেয় তাকে Possessive Adjective বলে- (A Possessive Adj is an adjective which tells us a thing belongs to whom.)

Examples-(সংজ্ঞা):

  • My pen is lost. (আমার কলম হারানো গেছে),
  • This is your book.-(এইটি তোমার বই),
  • I know his father’s name.- (আমি তাঁর বাবার নাম জানি),

Note: The above bold words used in sentences are called Possessive Adjectives (বাক্যে ব্যবহৃত উপরোল্লিখিত বোল্ড শব্দসমূহ Possessive Adj হিসেবে পরিচিত।

Kinds of Adjectives regarding position used in a sentence:

বাক্যে ব্যবহৃত এর অবস্থানের উপর ভিত্তি করে adjective -কে দু’ভাগে ভাগ করা হয়েছে। যেমন: ১। Attributive Adjective. ২। Predicative Adjective. -(Adjectives are divided into two parts on the basis of position used in a sentence. Such as 1. Attributive Adj. 2. Predicative Adj.)

Examples:

  • He is lame
  • She is beautiful……..

(Note: In the above two sentences “Lame” and “Beautiful” are predicative adj, because “Lame” and “Beautiful” are used after the pronouns “He” and “She“. Actually… Is lame = Is beautiful = Predicative adj).

  • He is a lame man.
  • She is a beautiful girl.

(Note: In the above two sentences adj “Lame” and “Beautiful” are used in front of nouns “Man” and “Girl”, that’s why adj “Lame” and “Beautiful”
are called Attributive adj).

# Keep in mind:

Order of adjectives:

একই বাক্যে একাধিক adj বসলে তা ক্রম অনুসারে বসাতে হয়। ক্রম হলো নিম্নরূপ:

  • Opinion adjectives / Mother adjectives: Good/bad/tasty/boring/beautiful/important etc.
  • Size: Big/small/long/short/tall/little/huge etc.
  • Shape: Round/square/triangle/rectangular etc.
  • Age: Old/new/ancient/young etc.
  • Colour: Black/red/white/blue etc.
  • Nationality: Bangladeshi/Indian/American/Pilipino/Thai etc.
  • Material: Gold/diamond/leather etc.
  • Purpose: A basketball/a tennis racket etc.

Examples:

  • He gave me a new Thai diamond watch. (chronologically used…new+Nationality+diamond+watch)
  • He wants to buy a big red car. (Chronologically used….big+red+car)

Identification of adjective by “Suffix”:

Suffix Adjective
able capable, suitable, probable,
ible incredible, responsible
al chemical
ful helpful, beautiful,
ic fantastic
ive attractive
less hopeless, helpless,
ous dangerous, properous
ing boring
ish foolish
en broken
ed educated
like childlike
ant important
ly friendly

Adjective+ly = Adverb:

Adjective suffix Adverb
nice-সুন্দর ly nicely-সুন্দরভাবে
beautiful-সুন্দর ly beautifully-সুন্দরভাবে
honest-সৎ ly honestly-সততার সাথে
slow-আস্তে ly slowly-আস্তে আস্তে

Noun+ly=Adjective:

Noun suffix Adjective
heaven-স্বর্গ ly heavenly-স্বর্গীয়
father-বাবা ly fatherly-পিতৃত্ব
mother-মা ly motherly-মাতৃত্ব

Be verb + Adjective = Adjective complement:

Be verb Adjective Be verb + adjective complement
am rich am + rich
is poor is + poor
are honest are + honest
was good was + good
were bad were + bad

Link verb + Adjective = Adjective complement:

Link verb Adjective Link verb + Adjective complement
seem-মনে করা honest seem + honest (মনে হয় সৎ)
feel-অনুভব করা happy feel + happy -(সুখ অনুভব করা
became-হয়েছিল a youtuber became + a youtuber-(ইউটিউবার হয়েছি
taste-স্বাদ নেওয়া sweet taste + sweet-(খেতে মিষ্টি)
went-গিয়েছিল mad went + mad-(পাগল হয়ে গেছে)
stay-থেকে যাওয়া/অবস্থান করা safe stay + safe-(নিরাপদে থাকুন)
smell -ঘ্রাণ/গন্ধ নেওয়া bad smell + bad-(খারাপ গন্ধ)
remain-থাকা happy remain + happy-(সুখি থাকো)
appear-উপস্থিত হওয়া good appear + good-(ভালো মনে হয়)
keep-রাখা well keep + well –(ভালো রাখুন/ভালো থাকুন)
stand-অবস্থান করা safe stand + safe-(নিরাপদে অবস্থান করুন)
run-পরিণত হওয়া mad run + mad -(পাগল হয়ে যাওয়া)
turn-পরিণত হওয়া bad turn + bad– (খারাপ হয়ে যাওয়া)
sound-শব্দ হওয়া bad sound + bad – (খারাপ শব্দ)
  • Important structure of linking verb:
      • Subject+linking verb + complement (Adjective)
      • Subject + linking verb + article + Noun

    Examples:

    • He is happy.-(সে সুখি),
    • He is a doctor.-(সে একজন ডাক্তার),

অজানা কথা:

  • Linking verb এর অপর নাম copulative or copula verb.
  • Be verb Linking verb একই কাজ করে, এতে অর্থের কোন পরিবর্তন হয় না।

Example:

  • She feels happy-(সে সুখ অনুভব করে)= She is happy
  • He became a youtuber-(সে ইউটিউবার হয়েছিল) = He was a youtuber.
    • Confusion between adjective and preposition:
  • Preposition ছাড়া Noun পূর্বে যে word বসে Noun-কে modify করে তাকে adjective হিসেবে গণ্য করা হয়। Example:
  • She has an aim.-(তাঁর একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে)—(Here “an” is an adjective).
  • She is a University girl.-(সে একজন ইউনিভাসিটির ছাত্রী)…. (Here “University” is an Adjective).

But

  • She lives in Dhaka.-(Here “In” is a preposition though it has taken position in front of “Dhaka” as adverbial Noun).

COMPARISON OF ADJECTIVE/CHANGING OF DEGREE (ADJECTIVE এর তুলনা/ DEGREE পরিবর্তন)


Definition: যখন একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণীর মধ্যে adjective তুলনা করা হয় তখন comparison of adjective/changing of degree ব্যবহার করা হয়। এই ব্যবহারকেই comparison of adiectives/changing of degree বলে।

(When adjectives is compared between/among persons, things or animals then it is called a comparison of degree or changing of degree)

Example:

  • Rahim is good.-(রহিম ভাল)…. (Here, “good” is a positive degree).
  • The man is strong.-(লোকটি শক্তিশালী)…. (Here, “strong” is a positive degree).
  • Rahim is better than Karim.-(রহিম করিমের চেয়ে ভাল)…. (Here, “better” is comparative degree)
  • The man is stronger than that (man).-(লোকটি ঐ লোকটির চেয়ে শক্তিশালী)…… (Here, “stronger” is a comparative degree).
  • Rahim is the best of all.-(রহিম সবার চেয়ে ভাল)…. (Here, “the best” a superlative degree).
  • The man is the strongest of all.-(লোকটি সবার চেয়ে শক্তিশালী)…… (Here, “the strongest” is a superlative degree).

# Kinds of Degree/Comparison: তুলনার উপর ভিত্তি করে Degree/Comparison তিন প্রকার, যেমন:

  • Positive degree.-(যখন তুলনা করা হয় না তখন Positive degree, Example as previous).
  • Comparative degree-(যখন দুই এর মধ্যে তুলনা করা হয় তখন Comparative degree, Example as previous).
  • Superlative degree.- (যখন দুই এর অধিকের মধ্যে তুলনা করা হয় তখন Superlative degree, Example as previous).

# Rules of Comparison/Changing of degree:

Rule-1: একটি মাত্র syllable বিশিষ্ট শব্দের এর শেষে “er” যোগ করে Comparative degree এবং “est” যোগ করে Superlative degree গঠন করা হয়। যেমন:

Positive degree Comparative degree Superlative degree
Black-কালো Blacker Blackest
Bold-সাহসী Bolder Boldest
Blind-অন্ধ Blinder Blindest
Big-বড় Bigger Biggest
Clean-পরিস্কার Cleaner Cleanest
Bright-উজ্জল Brighter Brightest
Cold-ঠান্ডা Colder Coldest
Clever-চালাক Cleverer Cleverest
Dear-প্রিয় Dearer Dearest
Deep-গভীর Deeper Deepest
Fair-সুন্দর Fairer Fairest
Great-মহান Greater Greatest
Hard-শক্ত Harder Hardest
High-উঁচু Higher Highest
Light -আলো Lighter Lightest
Long-লম্বা Longer Longest
New-নূতন Newer Newest
Poor-গরীব Poorer Poorest
Rich-ধনী Richer Richest
Small-ছোট Smaller Smallest
Soft-নরম Softer Softest
Strong-শক্তিশালী Stronger Strongest
Weak-দুর্বল Weaker Weakest
Short-খাটো Shorter Shortest

Rule-2: একটি মাত্র syllable বিশিষ্ট positive degree এর শেষে যদি “e” থাকে তাহলে comparative and superlative উভয় degree তে পরিণত করার সময় “e” তুলে দিয়ে সে জায়গায় “er” ও “est” যোগ করতে হয়। নিম্নে উদাহরণ দেওয়া হলো।

Positive degree comparative degree superlative degree
Brave-সাহসী Braver Bravest
Close-নিকট Closer Closest
Fine-সুন্দর Finer Finest
Large-বড় Larger Largest
Wise-জ্ঞানী Wise Wisest
Pale-ফেকাশে Paler palest

Rule-3: একটি মাত্র syllable বিশিষ্ট positive degree এর শেষে যদি “y” থাকে এবং “y” এর সামনে consonant থাকে তাহলে comparative and superlative উভয় degree তে পরিণত করার সময় “y” তুলে দিয়ে সে জায়গায় “ier” ও “iest” যোগ করতে হয়। নিম্নে উদাহরণ দেওয়া হলো।

Positive degree Comparative degree Superlative degree
Busy-ব্যস্ত Busier Busiest
Dry-শুকনা Drier Driest
Early-শীঘ্রই Earlier Earliest
Heavy-ভারী Heavier Heaviest
Happy-সুখী Happier Happiest
Holy-পবিত্র Holier Holiest
Lazy-অলস Lazier Laziest
Ugly-কুৎসিত Uglier Ugliest

Rule-4: একটি মাত্র syllable বিশিষ্ট positive degree এর শেষে যদি “y” থাকে এবং “y” এর সামনে vowel থাকে তাহলে comparative and superlative উভয় degree তে পরিণত করার সময় “y” এর শেষে “er” ও “est” যোগ করতে হয়। নিম্নে উদাহরণ দেওয়া হলো।

Positive degree Comparative degree Superlative degree
Gray-ধূসর Grayer Grayest
Gay-প্রফুল্প Gayer Gayest

Rule-5: যদি Adjectives-এ দুই বা ততোধিক syllable থাকে তাহলে তাদের পূর্বে “more” এবং “most” বা “less” এবং “least” যোগ করে যথাক্রমে comparative and superlative degree তে পরিণত করা হয়। নিম্নে উদাহরণ দেওয়া হলো।

Positive degree Comparative degree Superlative
Active-সক্রিয় more active
lest active
most active
least active
Beautiful-সুন্দর more beautiful
lest beautiful
most beautiful
least beautiful
Comfortable-আরামদায়ক more comfortable
lest comfortable
most comfortable
least comfortable
Careful-সাবধান more careful
lest careful
most careful
least careful
Difficult-কঠিন more difficult
lest difficult
most difficult
least difficult
Important-গুরুত্বপূর্ণ more important
lest important
most important
least important
Intelligent-বুদ্ধিমান more intelligent
lest intelligent
most intelligent
least intelligent
Famous-বিখ্যাত more famous
lest faamous
most famous
least famous

Rule-6: Irregular comparison-(অনিয়মিত তুলনা):

Positive degree Comparative degree Superlative degree
Bad, Evil-মন্দ worse worst
Far-দূর farther farthest
Fore-আগে former foremost
Good, well-ভাল better best
In-ভিতর inner inmost
Late-দেরী/বিলম্ব later, latter latest, last
Little-ছোট less lest
Much-অনেক পরিমাণ more most
Old-বৃদ্ধ/প্রাচীন older, elder oldest, eldest
Out-বাহির outer outmost
Up-উপর upper upmost

# Keep in mind-(মনে রেখো):

  • Comparative degree দ্বারা কোন sentence গঠন করতে হলে উক্ত degree এর পরে “than” বসে। যেমন: Nina is better than Rina. She is more beautiful than Salma.
  • Superlative degree দ্বারা কোন sentence গঠন করতে হলে উক্ত degree এর আগে “the” বসে। যেমন: Nina is the best of all. She is the last of all.

Exception-(ব্যতিক্রম):

  • Latin শব্দ থেকে গৃহীত নিম্নলিখিত Comparative degree সমূহের পরে than না বসিয়ে তদস্থলে to বসাতে হয়। যেমন: Superior to, Senior to, Junior to, Inferior to, Prior to etc.
  • কতকগুলো Adjectives এর পরে “than” বা “to” কোনটাই বসে না। যেমন:

– It’s a minor defect.
– My father was a former teacher of this school.
– He is my elder brother.

Uses of some important adjectives-(কিছু গুরুত্বপূর্ণ adjectives এর ব্যবহার)


  • Much Vs Many:

Much: ইহা দ্বারা পরিমাণ বুঝায়। ইহা সাধারণ: uncountable noun-এর বেলায় ব্যবহৃত হয়।
যেমন: He drank much milk.-(এখানে milk হলো uncountable noun).

Many: ইহা দ্বারা সংখ্যা বুঝায়। ইহা সাধারণ: countable noun-এর বেলায় ব্যবহৃত হয়। যেমন: My father bought many mangoes-(বাবা অনেকগুলো আম কিনেছিল), (এখানে mangoes
হলো countable noun).

  • Less Vs Fewer:

Less: ইহা দ্বারা পরিমাণ বুঝায়। ইহা সাধারণ: uncountable noun-এর বেলায় ব্যবহৃত হয়। যেমন: -The teacher has less money that a doctor-(ডাক্তারের চেয়ে শিক্ষকের টাকা কম)….(এখানে money হলো uncountable noun).

Fewer: ইহা দ্বারা সংখ্যা বুঝায়। ইহা সাধারণ: countable noun-এর বেলায় ব্যবহৃত হয়।
যেমন:-Shelina has fewer books than Salma. (এখানে books হলো countable noun).

  • Each Vs Every:

Each: ইহা দ্বারা কোন নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু সমূহের প্রত্যেকটিকে বুঝায়। যেমন:
– Each member of the meeting was given a prize-(সভার প্রত্যেক সদস্যকেই পুরস্কার
দেওয়া হযেছিল).
-Each of the two men had a pencil-(দু’জনের প্রত্যেকেরই পেন্সিল ছিল).
Every: ইহা দ্বারা কোন অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু সমূহের প্রত্যেকটিকে বুঝায়। যেমন:
-Every boy obeys his parents-(প্রত্যেক বালকই তাঁর বাবামাকে সম্মান করে).
-Every pineapple has equal price-(প্রতিটি আনারসের মূল্য একই ছিল).

Note: Each এবং every এর পরে singular noun, singular verb ব্যবহৃত হয়।

  • Either Vs Neither:

Either: ইহা দ্বারা দু’টোর মধ্যে একটা বা অপরটা বুঝায়। যেমন:
-He may come by either of the two trains-(দু’টো ট্রেনের যে কোনটি দিয়ে সে আসতে পারে).

-Either Karim or Rahim can do it-(হয় করিম বা রহিম এ কাজ করতে পারে),
Neither: ইহা দ্বারা দু’টোর মদ্যে একটা রা অপরাঁটা কোনাটাই রঝায় না। যেমন-
-Neither of the two boys is desirable-(দু’টো বালকের মধ্যে কেহই পছন্দীয় না).
-Neither Rahim nor Karim is allowed to go there-(রহিম বা করিম কেহই সেখানে যাওয়ার জন্য অনুমোদিত না).

Note: Either এবং Neither এর পরে verb singular হয়।

Other Vs Another: Other এবং Another মূলত: একই অর্থ বহন করে। ইহারা সাধারণত: affirmative sentence-এ ব্যবহৃত হয়। Otherএবং Another পরে সাধারণত: Singular noun বসে। যেমন:

-Other boy competed for the prize-(অন্য বালক পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেচিল)….. (এখানে boy হলো Singular noun).

-Another boy won the medal-(অন্য আরেক বালক মেডেলটি জয় করেছিল)….. (এখানে boy হলো Singular noun).

Many a Vs A many:

a. Many a: ইহার পরে সাধারণত: singular noun 6 singular verb ব্যবহৃত হয়। ইহারা সাধারণত: subject হিসেবে ব্যবহৃত হয়। যেমন:
– Many a man was present in the meeting-(সভায় অনেক লোক উপস্থিত ছিল),
b. A many: ইহার পরে সাধারণত: plural noun 6 plural verb ব্যবহৃত হয়। ইহারা সাধারণত: subject হিসেবে ব্যবহৃত হয়। যেমন:
-A great many men were present in the meeting-(সভায় অনেক লোক উপস্থিত ছিল),
-A many men were present in the meeting-(সভায় অনেক লোক উপস্থিত ছিল),

Little Vs A little vs. the little:

  • Little: ইহা দ্বারা পরিমাণ এত কম বুঝায় যে না বললেই চলে অর্থাৎ “Not much”। ইহা সাধারণত: নাই অর্থে বা Negative sense-এ ব্যবহৃত হয়। ইহা সাধারণত: uncountable noun এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন:
    -He has little courage.-(তাঁর সাহস খুবই কম ছিল।)

-He has little common sense.-(তাঁর সাধারণ জ্ঞান ভুবই কম ছিল।)

  • A little: ইহা দ্বারা পরিমাণ কিছুটা বুঝায় যদিও পরিমাণ বেশী না (Some, though not much)। ইহা সাধারণত: uncountable noun এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন:

-He has a little money.-(তাঁর অল্প পরিমাণ টাকা ছিল।)
-A little learning is a dangerous thing.- (অল্প বিদ্যায় ভয়ংকরী।).
c. The little: ইহা দ্বারা all, though not much অর্থাৎ সামান্য হলেও যা আছে তা সব অর্থে বুঝায়।

ইহা সাধারণত: uncountable noun এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
যেমন:
-He drank the little milk that he had.-(তাঁর যতটুকু পরিমাণ দুধ ছিল তা সব টুকুই সে খেয়েছিল।)

Few Vs A few vs. the few:

  • Few: ইহা দ্বারা সংখ্যা এত কম বুঝায় যে নাই বললেই চলে অর্থাৎ “Not many”। ইহা সাধারণত: নাই অর্থে বা Negative sense-এ ব্যবহৃত হয়। ইহা সাধারণত: countable noun এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন:

-I have few books.- (এখানে few দ্বারা hardly any অর্থে বুঝায় অর্থাৎ খুব কম সংখ্যক, নেই বললেই চলে।).
-I have few friends.-(এখানে few দ্বারা hardly any অর্থে বুঝায় অর্থাৎ খুব কম সংখ্যক, নেই
বললেই চলে।).

  • A few: ইহা দ্বারা কিছু সংখ্যা বুঝায় যদিও সংখ্যা বেশী না (Some, though not many)। ইহা সাধারণত: countable noun এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন:

– A few soldiers were wounded.-(কিছুসংখ্যক সৈন্য আহত হয়েছিল।)
wounded.-(কিছুসংখ্যক সৈন্য আহত হয়েছিল|)
I have a few friends.-(আমার কিছুসংখ্যক বন্ধু ছিল।).

  • The few: ইহা দ্বারা (all, though not many) অর্থাৎ সামান্য সংখ্যক হলেও যা আছে তা সব অর্থে বুঝায়। ইহা সাধারণত: countable noun এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন:

-I sold the few books that I had.-(আমার যে কয়টি বই ছির সবগলোই বিক্রি করেছিলাম।).
-I borrowed the few books that he had.-(তাঁর যে কয়টি বই ছিল সবগুলোই আমি ধার নিয়েছিলাম।)

credit: easywaygrammar

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *