Interjection কাকে বলে? Interjection এর ব্যবহার

Interjection কাকে বলে


Interjection –(ভাবসূচক / বিস্ময়কর অব্যয় ) : যে word দ্বারা মনের আকস্মিক ভাব বা প্রবল আবেগ প্রকাশ করে বা প্রকাশ পায় কিন্তু বাক্যের অন্য্য word এর সাথে এর কোন সর্ম্পক নাই , তাকে Interjection বলে । যেমন:
( An interjection is a word which expresses ( প্রকাশ করে ) some sudden feelings or strong emotion of mind and is not related to other words in a sentence. )

For example- (উদাহরণ ) :
ক)  আনন্দ / উল্লাস প্রকাশ করতে : Hurrah !……..Hurrah ! Our team won the game. -কি মজা !             আমাদের দল খেলায় জিতেছে ।
খ) উৎসাহ যোগাতে : Bravo ! ……Bravo ! well done……..সাবাস ! ভালো করেছো ।
গ) দুঃখ / বিষাদ প্রকাশ করতে : Alas !……….Alas ! The old man is dead…..হায় ! বৃদ্ধলোকটি মরে গেছে ।
Ah !………Ah ! The flood has damaged the crops..আহ ! বন্যা শস্যের ক্ষতি করেছে ।
ঘ) বিস্ময় প্রকাশ করতে:  Oh !………Oh ! How lovely the scenery is !….অহ ! কি সুন্দর দৃশ্য !
Oh !…….Oh ! What a nice idea !……..অহ ! কি সুন্দর আইডিয়া ।
Oh !…… Oh !  What an idea !……. !……..অহ ! কি  আইডিয়া ।
ঙ) তিরস্কার / ভৎসনা প্রকাশ করতে:  Fie ! Fie !…..Fie ! Fie ! You are a great liar.-ছি ! ছি ! তুমি বড় মিথ্যাবাদী ।
Shame ! …….Shame ! You are very lazy.- কি লজ্জা ! তুমি খুব অলস ।
চ) দৃষ্টি আকর্ষণ / আহ্বান করতে : Hallo !……..Hallo ! Where are you going? – হে ! তুমি কোথায় যাচ্ছো ?
Hallo !……..Hallo !  Where have you come from? – হে ! তুমি কোথা থেকে এসেছো ?
ছ) নিরবতা বা সাবধান প্রকাশ করতে:  Hush ! …….Hush ! The Headmaster is coming.- চুপ ! প্রধান শিক্ষক আসছে ।
Hush !………Hush ! The police are coming.- চুপ ! পুলিশ আসতেছে ।
জ) ঘৃণা / বিরক্ত প্রকাশ করতে: Tut ! Tut !……..Tut ! Tut ! It is a rotten egg.- ভাগ ! ভাগ ! এতো একটা পঁচা ডিম.
ঝ) সন্দেহ প্রকাশ করতে: Humph !……….Humph ! We cannot believe it.- ধ্যাৎ ! আমরা ইহা বিশ্বাস করতে পারি না ।

Note: Interjection ছাড়াও কিছু parts of speech আছে যাহা Interjection হিসেবে ব্যবহৃত হয় । নিচে ছকের মাধ্যমে সেগুলো দেখানো হলো –

অবাস্তব কল্পনা প্রকাশ করতে- Would that……………! বিস্ময় প্রকাশ করতে- How excellent …..!
অবাস্তব কল্পনা প্রকাশ করতে- Had I …………..! বিস্ময় প্রকাশ করতে- What a ………….!
অবাস্তব কল্পনা প্রকাশ করতে- Oh that …….! বিস্ময় প্রকাশ করতে- What an ……..!
বিস্ময় প্রকাশ করতে- How fine ………….! আনন্দ প্রকাশ করতে- Good !/Fine !/Nice ! / Excellent !
বিস্ময় প্রকাশ করতে- How nice ……………! দৃষ্টি আকর্ষণ করতে- Look ! …………….

For example- (উদাহরণ ) :

  • Look! There is a big bird in the tree.-দেখো ! গাছে একটি বড় পাখী ।
  • How nice the scenery of Cox’s Bazar is! – কক্সবাজারের  দৃশ্য কি সুন্দর!!
  • How fine the Parliament Bhaban is! – সংসদ ভবন কি সুন্দর!
  • How excellent the new Building is! – নূতন বিল্ডিংটি কি চমৎকার!
  • Oh that I were a child again! – ওহ! আমি যদি আবার শিশু হতাম!
  • Would that I were a king! – আমি যদি রাজা হতাম!
  • Had I been a bird!! – আমি যদি পাখী হতাম!

আরো পড়ুনঃParts of Speech (পদ প্রকরণ) কাকে বলে? কত প্রকার ও কি কি?

#  ‍Some commonly used interjections – ( সচরাচর ব্যবহৃত কিছু ভাবসূচক অব্যয় ) :

যে অর্থে ব্যবহৃত INTERJECTIONS
Grief-দুঃখ Alas! …….Ah!…………….হায় !…….অহ !
Joy-আনন্দ Hurrah! ……..Huzza!……….কি মজা !……কি মজা !
Reproof-তিরস্কার Fie! Fie! ………….ছি ! ছি !
Disgust-ঘৃণা / বিরক্তি Tut! Tut! ………….Pish!…………….ভাগ ! ভাগ !…….ইশ্ !
Attention-মনোযোগ / আকর্ষণ Hush! ……………Hark!……………চুপ !………শোন !
Approval- অনুমোদন Bravo!…………. Hear! Hear!………………সাবাস !………..শোন ! শোন !
Call- আহবান / ডাকা Hallo! ……….Ho!……………..হে !……….হে !
Doubt-সন্দেহ Humph! ………….Hess!……………ধ্যাৎ !……….ধ্যাৎ !
credit: easywaygrammar

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *