(New) সাংবাদিকতার বই pdf download | Journalism Book in Bengali pdf
বরাবরের মতো আজকের পোস্টও নতুন কিছু নিয়ে আসছি সেটা হল সাংবাদিকতার বই pdf book download | Journalism Book in Bengali pdf download
বইটিতে লেখক সংবাদের পাশাপাশি ফিচার লেখার কলাকৌশল নিয়ে বিস্তারিত এবং বেশ সহজ ভাষায় আলোচনা করেছেন। ফিচারের ক্রমবর্ধমান জনপ্রিয়তার নিরিখেই সম্ভবত ফিচার লিখন সংক্রান্ত অধ্যায়টিকে নতুন সংস্করণে কিছুটা আধুনিকায়নের চেষ্টা পরিলক্ষিত হয়েছে। এছাড়া সম্পাদকীয়, উপ সম্পাদকীয় ও কলাম লিখন বিষয়ে সম্পূর্ণ নতুন তিনটি অধ্যায় যোগ করাও অত্যন্ত যুগোপযোগী ও বাস্তবসম্মত হয়েছে।
বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে আলোকচিত্র সাংবাদিকতা ও নাগরিক সাংবাদিকতা নামের আরও দু‘টি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সংযোজন, যা এই বইটিকে পরিপূর্ণ রূপ দিতে সহায়ক হবে। বইটির শেষদিকে সাংবাদিকতার নীতিমালা,আইন ও আচরণবিধি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়ছে। দ্বিতীয় বর্ধিত সংস্করণে এই অধ্যায়টি আরও সুচিন্তিতভাবে পুনর্লিখিত হওয়ায় এটি আগের চেয়ে সুশৃঙ্খল হয়েছে। সাম্প্রতিক সময়ের চাহিদা অনুযায়ী লেখক সম্প্রচার সাংবাদিকতা তথা বেতার ও টেলিভিশন সাংবাদিকতাকে সংক্ষিপ্ত পরিসরে হলেও বেশ সাবলীলভাবে সংযোজন করেছেন, যা সংশ্লিষ্ট মাধ্যমে কাজ করতে আগ্রহীদের বেশ কাজে লাগবে । বর্তমান সংস্করণের সুবিন্যস্ত অধ্যায় বিভাজন বইটিকে একটি পূর্ণাঙ্গ মাত্রা দিয়েছে। সব মিলিয়ে বইটি একজন আগ্রহী পাঠককে–সাঁংবাদিকতা সম্পর্কে একটি সমৃদ্ধ ধারণা দেবে, আশা করা যায়। এখানে বলে রাখা ভালো যে, লেখক নিজেও সাংবাদিকতার ছাত্র ছিলেন এবং বর্তমানে গণযোগাযোগ ও সাংবাদিকতার প্রশিক্ষণে নিয়োজিত। লেখায় তাঁর অভিজ্ঞতার ছাপ সুস্পষ্ট । সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের ধারণাটি দীর্ঘকাল যাবৎ স্বীকৃত অন্যান্য শিক্ষণীয় বিষয়াদির শিক্ষা প্রক্রিয়ার ধারণার তুলনায় অনেকটাই নবীন। তদুপরি সাংবাদিকতা মূলত একটি পেশামূলক শিক্ষা এবং আমরা জানি যে এই পেশার ধরন–ধারণ অনবরত পাল্টে যাচ্ছে। গণমাধ্যম প্রক্রিয়ার কারিগরি উন্নতির ধারা রীতিমতো বিস্ময়কর। পেশার ওপর তার অনিবার্ধ প্রভাব পড়ছে। ফলে সংবাদকর্মীদের কর্তব্য যেমন বাড়ছে, তেমনি তাদের কাজের ধারাও পাল্টে যাচ্ছে।
ফলে সাংবাদিকতা সংক্রান্ত বইপত্রেও দ্রুতগতিতে আধুনিকায়নের প্রয়োজন জরুরি হয়ে পড়ছে। বলা যায়, বর্তমান সংস্করণে লেখক ড. অলিউর রহমান সময়ের সেই দাবিটি পুরোপুরি পূরণ করতে সক্ষম হয়েছেন। তবে এতকিছুর পরও সাংবাদিকতায় কিছু কিছু শাশ্বত মৌলিক বিষয় রয়েছে যেগুলো যুগে যুগে একই আঙ্গিকে উপস্থাপনের প্রয়োজন পড়বে । এর মধ্যে রয়েছে সাংবাদিকের সংবাদ–জ্ঞান বা নিউজ সেন । সংবাদ মূল্য বোঝার জন্য যে মৌলিক দক্ষতা অর্জিত হয় তা–ই হচ্ছে নিউজ সেন্স।
Book | সাংবাদিকতা ধারণা ও কৌশল |
Author | অলিউর রহমান |
Publisher | পলল প্রকাশনী |
ISBN | 9789846032864 |
Edition | 1st Published, 2017 |
Number of Pages | 388 |
Country | বাংলাদেশ |
Language, format | বাংলা, pdf download |
- সাংবাদিকতা সাংবাদিক ও সংবাদপত্র pdf
- সংবাদ লেখা ও সম্পাদনা pdf download
- সাংবাদিকতা ধারণা ও কৌশল pdf
- লেখালেখি শেখার বই pdf
- সাংবাদিকতা শেখার বই পিডিএফ
- বাংলাদেশের সংবাদপত্র ও সাংবাদিকতা pdf
- উন্নয়ন সাংবাদিকতা বই
- সাংবাদিকতার চাকরি
পিডিএফ ডাউনলোড – Pdf link:
0. Click here to download book 1 or Click here to download book 2