Gre big book & solution in bangla pdf free download
হ্যালো বন্ধুরা, আপনারা যারা GRE পরিক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতেছেন, তাদের জন্য এ পোস্টটি সম্ভবত ইন্টারনেট জগতের সবচেয়ে সুন্দর গোছানো নোট সম্বলিত GRE Big book Pdf বই কালেকশন ও দিক নির্দেশনা পোস্ট হতে যাচ্ছে।
প্রথমত, আমরা GRE নিয়ে খুঁটিনাটি সব বিষয় আলোচনা করব।
GRE কি?
GRE দ্বারা বোঝায় Graduate Record Examinations.
বড় দেশের নামকরা বিশ্ববিদ্যালয় যেমন- মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সহ আরও কিছু কিছু দেশের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এটি ১টি স্ট্যান্ডার্ড পরীক্ষা।
প্রতিষ্ঠা:
GRE এর পরিক্ষা পদ্ধতি ১৯৩৬ সালে অ্যাডভান্সমেন্ট অফ টিচিংয়ের জন্য কার্নেগি ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত হলেও GRE বর্তমানে মুলত ইটিএস অর্থাৎ Educational Testing Service দ্বারা পরিচালিত হয়।
উদ্দেশ্য:
বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় গুলোতে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রির প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য GRE Score থাকাটা Recommend অনুযায়ী জরুরি হয়ে পড়ে।
GRE পরিক্ষা পদ্ধতিঃ
পরিক্ষার মোট সময়: ৩ ঘন্টা ৪৫ মিনিট।
বিষয় ও পরিক্ষার সময় বণ্টন: মোট ৩টি প্রধান সেকশনে পরিক্ষা নেওয়া হবে-
- ১) Analytical Writing(6 মিনিট),
- ২) Verbal Reasoning(170 মিনিট), and
- ৩) Quantitative Reasoning(170 মিনট).
- সর্বমোট = (340+6 মিনিট)
স্কোর(Score) বা গ্রেডিং স্থায়িত্ব(grade validity): ৫ বছর
স্কোর (Score) বা গ্রেড(grade) যেখানে যেখানে ব্যবহার করতে পারবেন: USA এর বেশিরভাগ স্কুল-ভার্সিটি গুলো সহ আরও কিছু দেশের স্কুল-ভার্সিটি Admission Test দিতে GRE খুবই কাজ দেবে।
GRE তে কিভাবে ভাল করবেন?
GRE ,GMAT, SAT, IBA, MBA সহ যেকোনো প্রতিযোগিতামুলক পরীক্ষা গুলোয় ভালো ফলাফল লাভ করার জন্য সবার আগে আমাদের ব্যাসিক পার্টটা স্ট্রং করতে হবে। পাশাপাশি বিভিন্ন শর্টকাট মেথড জানা থাকতে হবে এবং সাফল্য পাওয়ার জন্য বিভিন্ন ট্রিকস আয়ত্ত করে তা খাটাতে হবে। মোটকথা, সফল হওয়ার জন্য একগাদা বই না পড়ে না ভালো কিছু টেকনিক সম্বলিত বই পড়াই যথেষ্ট — এটা মনে রাখতে হবে। পাশাপাশি বেশি বেশি প্রাকটিস করতে হবে।
এভাবে করে যে কেউ ভাল ফলাফল আশা করতে পারেন।
GRE Big Book Bangla Pdf with Solution
নিচের লিস্টে GRE এর জন্য প্রয়োজনীয় সব বইয়ের Pdf এবং পাশাপাশি যাবতীয় সব কোর্স ম্যাটেরিয়াল ও ফ্ল্যাশকার্ড, ম্যাথ কোয়েশ্চেন সহ solution পেয়ে যাবেন।
যারা GMAT বা GRE লেভেলের sentence correction এর উপর একটি ভালো বই, সমাধান+ব্যাখ্যা সহ প্রচুর exercise ও ওয়েবসাইটের লিংক চাচ্ছেন তাদের জন্য এ কালেকশন আশাকরি উপকারে আসবে।
link-
GRE Big Book PDF Download Bangla & English version 2023 free:
#
কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য একটি ভাল বই সিলেকশন করাটা খুবই জরুরি। জিআরই এর ক্ষেত্রে GRE big Book টা একটি ভাল বই হিসেবে পরিচিত। এই বইটার ১টাই এডিশন যেটাতে ২৭ সেট প্রশ্নপত্র দেওয়া আছে। বাংলাদেশের বই মার্কেটে এটি ইংরেজির পাশাপাশি বাংলা ভার্সনেও পাওয়া যায় যা আমাদের দেশের কোনো বিশেষ ব্যাক্তির দ্বারা নতুনভাবে রচিত। আপনার অভিরুচি বা চয়েজ অনুসারে যেটাই নেন না কেন, কস্ট করে যেটাতে ২৭ সেট প্রশ্ন দেয়া আছে অবশ্যই যেন সেটা কিনেন।
#
মনে রাখবেন- Kaplan GRE & GMATH Math Book হচ্ছে basic strong করার জন্য অনেক উপকারী ১টি বই। সাধারণত অনেক ভাইয়া আপুরা আসেন যারা বিভিন্ন ব্যাংকে এখন চাকরি করছেন তারা বেসিক ঠিক করার জন্য এই বইটি সাজেস্ট করে থাকে। পিডিএফ লিংক:
Keplar Pdf:
(১) File 1 Click here to Download
(২) File 2 Click here to Download
#
আমরা জানি যে, GRE এবং GMAT এসব টাইপের পরিক্ষার জন্য ভোকাবুলারি পার্টটা খুবই গুরুত্ব বহণ করে। ,কেননা উচ্চ শব্দভাণ্ডার ছাড়া অইসব হাই ভোল্টেজ টাইপের পরিক্ষায় আসা প্রশ্নের উত্তর দেয়া প্রায় অসম্ভব। এজন্য ভোকাবুলারিতে নিজেকে পরিপূর্ণ করতে এমন কিছু ভাল বই অনুশীলন ও ফলো করা উচিত যে বইগুলোতে সহজ ও সাবলীলভাবে সবকিছু তুলে ধরা হয়।
(১)
এক্ষেত্রে, বাজারে থাকা বইগুলোর মধ্যে barron’s টাই আমার কাছে সেরা মনে হয়েছে। কেননা এ বইতে প্রতিটা word কে আলাদা category তে স্থান দিয়েবতাদের parts of speech কোন ফর্মে আছে সেটাও দেখানো হয়েছে।
সর্বোপরি উপস্থাপনার দিক দিয়ে বইটি সেরা লেগেছে। লিংক: Click here to Download
GRE Big Book vocabulary PDF
(2) আর সহজভাবে ভোকাবুলারি শিখতে আমার পছন্দের তালিকায় থাকা নিচের বইটিও অনুসরণ করতে পারেন-
GRE word map book PDF free Download link: Click here to Download
Vocabulary এর জন্য আরও দেখুন-
(৫) ম্যাগুশের সাইটে ভোকাবুলারির জন্য ছোট- বড় আর্টিকেল ও কন্টেন্ট পাবেন যা আপনার রিডিং পার্ট এর প্রিপারেশন সহজ করে দিবে। লিংক:
https://magoosh.com/gre/2017/free-guide-gre-test/
# GRE Big Book & Solution in Bangla Pdf Download links:
GRE এর অফিশিয়াল ওয়েবসাইটে GRE সম্পর্কিত সমস্ত তথ্যাদি পেয়ে যাবেন এবং পাশাপাশি জিআরই এক্সাম টেস্টও দিতে পারবেন।
GRE এর Main Website লিংক – https://www.ets.org/gre
#
নিচের লিংকে পেয়ে যাবেন ১১০০+ GRE Questuons, ৬০০+ ব্লগ/আর্টিকেল/ভিডিও যা সম্পূর্ণ ফ্রি—
https://www.qsleap.com/gre/
#
নিচে আরো কিছু দরকারি ওয়েবসাইট এর লিংক দিচ্ছি যেখানে এক্সাম ডেট, সময়, প্রস্তুতির জন্য বিভিন্ন টিপ্স পেয়ে যাবেন-
- https://studyabroad.shiksha.com/exams/gre
- https://www.kaptest.com/gre/what-is-the-gre
- https://www.princetonreview.com/grad/gre-information
- https://crunchprep.com/gre/free-gre-practice-tests
- https://www.khanacademy.org/test-prep
#
অসংখ্য প্র্যাক্টিস, কোয়েশ্চেন, কুইজ, টেস্ট, ভোকাবুলারি এর জন্য অ্যাপ ইউজ করে প্রিপারেশন নিতে নীচের ৫টি এপস ব্যবহাা করতে পারেন।
2) Exam Prep
3) GRE Quiz
4) Practice Qs
5) Tests
#
কিছু ভাল ইউটিউব চ্যানেল এর প্লেলিস্ট যদি পারেন—
★https://cutt.ly/rfJbALp
★https://cutt.ly/7fJbW4T
★https://cutt.ly/rfJbTcS
★https://cutt.ly/JfJbUbl
★https://cutt.ly/gfJbIb4
#
এছাড়াও, USA Higher Study নিয়ে সব তথ্য পেতে ভিজিট করুন-
https://cutt.ly/GfJbOwf
এই Gre Big Book বই থেকে IBA (BBA, MBA) BIBM(MBM, EMBM) অনেক প্রশ্ন এসেছে।
এখন কথা হচ্ছে, অনেকেই জানেন না যে GREBig Book টা / Pdf বইটা কিভাবে পড়তে হয়?
বইটা ওপেন করলে দেখতে পাবেন যে, বইটিতে মোট ২৭ সেট প্রশ্নপত্র দেওয়া আছে। প্রতিটি প্রশ্নপত্রের মধ্যে আবার ৬টি সেকশনে বিভক্ত করা আছে । আপনি এখন যেকোন ১সেট প্রশ্ন বের করে তার একেবারে শেষে গিয়ে দেখুন, একটা solution দেয়া আছে । দেখবেন, solution এর page এ তিনটি ভাগ আছে:
- verbal,
- quantitative
- analytical
প্রত্যেকটা বিভাগ নিয়ে আলোচনা করা হল:
Analytical Part:
তো,আপনি analytical সেকশন এ যান । দেখবেন যে, এখানে ২টা ভাগ রয়েছে । প্রত্যেকটা ভাগে আবার ২৫ টা করে প্রশ্নপত্র দেওয়া আছে। এখন যে কোন ১টা ভাগের প্রশ্ন ওপেন করুন। এখানে দেখবেন যে, কিছু গুচ্ছ প্রশ্ন দেওয়া আছে। যেমন ১-৪, ৬-৯ এই টাইপের ।
এগুলই হল puzzle. (মোট ১৯ টা পাবেন)
আর বাকি ৬ টা হল critical reasoning. এইবভাবে analytical এর দুই সেট প্রশ্ন শেষ করুন।
Quantitative Part:
এরপর, এখন quantitative section এ প্রবেশ করুন। এখানেও দেখবেন যে, দুইটা অংশ রয়েছে ।
প্রতিটি অংশের ১৬-২০ ও ২৬-৩০ এই Math গুলো পড়বেন ।
প্রতিটিই সেকশন খেয়াল করলে দেখবেন যে, ১টা করে graph type ম্যাথ আছে । যারা BIBM নিয়ে আগ্রহী, তারা এগুলো পড়তে পারেন । ১-১৫ এর ম্যাথ গুলো পরার দরকার নেই ।
Verbal part:
এবার verbal part এ আসুন । এর যেকোন একটা সেকশন দেখুন । দেখবেন, ৩৮ টা প্রশ্ন আছে । ১-৭, এই প্রশ্ন গুলো হল এক একটি হীরার টুকরা, পারলে মুখস্ত করে ফেলুন । কমন পাবেন অনেক এক্সামে । এর পরে কয়েকটা analogy দেয়া আছে । এগুলো অতটা important না । চাইলে পড়তে পারেন । ২৮-৩৮ এর প্রশ্ন গুলোর পারলে প্রতিটি word মুখস্ত করে ফেলুন ।
এভাবে পুরো বইটা পড়লে আশা করা যায় verbal section এ আপনার আর কোনো সমস্য্যা থাকবে না। 45% এর মত math preparation কমপ্লিট হয়েে যাবে, আর analytical এ ফুল মার্ক পাওয়ার সম্ভবনা তৈরি হবে।
উপরে দেওয়া GRE Big Book ও অন্যান্য বইগুলো নোট করে পড়া শুরু করে দেন। এগুলো solution করতে পারার এবিলিটি অর্জন করতে পারলে যেকোনো কম্পিটিটিভ এক্সাম আপনার জন্য সহজতর হয়ে যাবে। তাই দেরি না করে জলদি এসব পিডিএফ ডাউনলোড করে রাখুন।