HSC 𝗜𝗖𝗧 ||| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
All Notes In One |||সকল নোটস একসাথে
“তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণি pdf” সাব্জেক্টের সকল পোস্টের(নোটস) এই নিচের একটা পোস্টে দেয়া হলো।।এতে করে তুমি খুব সহজেই তোমার প্রয়জনীয় চাপ্টারের নোট খুজে পাবা।।”
এ পোস্ট হতে HSC ICT এর যা যা পাচ্ছ-
>> পাঠ্যবই এর পিডিএফ
>> গাইডবই এর পিডিএফ
>> সেরা সেরা স্টূডেন্টস ও স্যারদের হ্যান্ডনোট এর পিডিএফ
>> পরিক্ষা/এডমিশন প্রস্তুতি বই,সাজেশন এর পিডিএফ
>> ভিডিও টিউটোরিয়ালের লিংক
কিছু কথা/ বিঃদ্রঃ কিছুদিন পরপর গুরুত্বপূর্ন এসব নোট, নতুন নতুন ম্যাথেরিয়াল আপডেট করা হবে। তাই এ পোস্টটি সেভ করে রাখুন। একজন স্টুডেন্ট হিসেবে যদি এসব পেয়ে উপকৃত হন, তাহলে এই ও্য়েবসাইটের লিংকও ফেচবুকসহ বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, তাহলে খুব খুশি হব। ধন্যবাদ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই মাহবুবুর রহমান একাদশ শ্রেণী Pdf Download
নিচে সকল লেখকের hsc ict book ডাউনলোড লিংক দেওয়া হল। যেটি আপনার কাছে ভাল লাগে সেটি সরাসরি ডাউনলোড করে পড়ুন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান pdf download
বইয়ের নাম : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি Pdf fileলেখক: প্রকৌশলী মুজিবর রহমান
প্রকাশনীর নাম: ভয়েজার পাবলিকেশনict book of hsc by mujibur rahman pdf link: Click to Download
বইয়ের নাম : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
লেখক: গোবিন্দ চন্দ্র রায় শামসুজ্জামান
বইয়ের নাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
লেখক: এ জেড এম আসাদুজ্জামান, মো: মাসুদ রানা, মোহাম্মদ আরিফুল ইসলাম
hsc ict test paper pdf bangla
HSC ICT Chapter wise Suggestion, Notes, সৃজনশীল প্রশ্ন ও উত্তর, Practical Book Pdf Links
All of Chapter-01 =
# অধ্যায়টির বোর্ড C.Q প্রশ্নগুলো এন্স-সহ নিচে দেয়া হলো-
# C.Q Hand Note- Chapter-1&2=বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এবং কমিউনিকেশন সিস্টেম ও নেটাওয়ার্কিং-
# C.Q Hand Note- Chapter-1=বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত-
“তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বলে। প্রাচীন কাল থেকে মানুষ একজন আরেকজনের সাথে ভাবনা,
ধারণা, প্রয়োজন ইত্যাদি আদান-প্রদানের জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে আসছে । দূরবর্তা অবস্থানের সাথে কিভাবে
তথ্য আদান-প্রদান করা যায়, কিভাবে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য আদান-প্রদান করা যায়, এ সকল বিষয় গবেষণার ফলে উদ্ভাবন হয়েছে কমিউনিকেশন সিস্টেম । সভ্যতার অগ্রগতির সাথে সাথে কমিউনিকেশন সিস্টেমের পরিবর্তন হয়েছে।মূহুর্তের মধ্যে আমরা অনেক কিছু যেমন-ছবি, কথা, মেসেজ আদান-প্রদান করতে পারি ।
ইলেক্ট্রনিক কমিউনিকেশনের উদ্ভাবন মানুষের কমিউনিকেশনকে করেছে অনেক উন্নত। রেডিও, টেলিভিশন, ফ্যাক্স,
স্যাটেলাইটের ব্যবহার কমিউনিকেশন সিস্টেমের উৎকর্ষতা বাড়িয়েছে বহুগুণ ৷ তারযুক্ত ও তারহীন মাধ্যমে অতিদ্রুত ডাটা
আদান-প্রদান করা যায়। এ ইউনিটে আপনারা কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে জানতে পারবেন । ডাটা ট্রান্সমিশনের বিভিন্ন
পদ্ধতি, মেথড কি ও কিভাবে কাজ করে সেগুলোর বর্ণনা জানতে পারবেন । আধুনিক কমিউনিকেশন সিস্টেমের বিভিন্ন
মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি যেমন- ব্লু-টুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।””
# C.Q Hand Note- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক ধারনা-
# C.Q Hand Note- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত-
All of Chapter-02 =
# C.Q Hand Note- Chapter-1&2=বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এবং কমিউনিকেশন সিস্টেম ও নেটাওয়ার্কিং –
click to download
“বিভিন্ন কম্পিউটার কোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা হলো অনেক কম্পিউটার পরস্পর যুক্ত থাকায় দু-একটি খারাপ হয়ে গেলেও সব কাজ বন্ধ হয়ে যায় না, অন্য কম্পিউটার দিয়ে সে কাজ সম্পূর্ণ করা যায়। কম্পিউটার প্রযুক্তির সর্বাধুনিক বিকাশ হচ্ছে বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কে প্রসারিত করা । নানা ধরনের প্রতিষ্ঠান নিজেদের কাজের সুবিধার জন্য নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক প্রতিষ্ঠা
করেছে। যেমন বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারগুলো একটা নেটওয়ার্ক দ্বারা যুক্ত থাকলে তাদের প্রত্যেকে অন্যদের
গবেষণালন্ধ ফলগুলো মুহুর্তের মধ্যে জেনে যেতে পারে । এতে বিশ্ববিদ্যালয় গবেষণার পরিধি অনেকগুণ বৃদ্ধি পায়। শুধু বিশ্ববিদ্যালয় বা গবেষণা কেন্দ্রেই নয়, এখন বিভিন্ন কোম্পানি, সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান, গৃহসমবায়সমূহ এবং অন্যান্য
অনেক প্রতিষ্ঠান নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে। এতে তারা সুফলও পাচ্ছে। এসব ছোট ছোট নেটওয়ার্ক
সংযুক্ত করেই বড় নেটওয়ার্ক গড়ে তোলা যায়। যেমন বিশ্বব্যাপী বিস্তৃত ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক । এই নেটওয়ার্ক লক্ষ লক্ষ হোস্ট কম্পিউটার-এর মাধ্যমে কয়েক মিলিয়ন ব্যক্তির মধ্যে সংযোগ ঘটাতে সক্ষম হয়েছে।
All of Chapter-03 = Number System & Digital Devices
# C.Q Hand Note- Number system(3.1) – Topic=ক্যালকুলেটর ব্যবহার করে সংখ্যা পদ্ধতির রুপান্তর –
click to download
“মানব সভ্যতার সূচনালগ্ন থেকে মানুষ হিসাব ও গণনার কাজে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসছে। কালের বিবর্তনে কিছু সংখ্যা প্রতিষ্ঠিত হয়েছে, কিছু হারিয়ে গেছে। যেমন- দৈনন্দিন জীবনে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। আবার কম্পিউটার কাজের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি অনুসরণ করে । এই ইউনিটে বহুলপ্রচলিত সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।”
All of Chapter-04 = HTML
# M.C.Q(বোর্ড) প্রশ্নগুলো Answer সহ নিচে দেয়া হলো-
# C.Q Hand Note01-
# C.Q Hand Note02-
All of Chapter-05 =
C Programming শেখার জন্য সবচেয়ে ভাল বই হচ্ছে HSC Crackers এর Digital Intarective Pdf বইটি যেখানে নোটসের পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল দেখে খুব সহজে সি প্রোগ্রামিং শিখতে পারবেন। বইটির ডাউনলোড লিংক—
Pdf Download Link
# অধ্যায়টির বোর্ড C.Q প্রশ্নগুলো এন্স-সহ নিচে দেয়া হলো-
# C.Q Hand Note Part 01-
# C.Q Hand Note Part 02-
# Programmjng Introduction- Links-
( একেবারে ব্যাসিক থেকে প্রোগ্রামিং শুরু করতে চাও তাদের জন্য এ প্লে লিস্ট-
তবে সবচেয়ে ভাল লেগেছে আমাদের স্কুলের এ প্লে লিস্টটা-
(যারা প্রোগ্রামিং শুরু করতে চাও তাদের জন্য সবচেয়ে উপযুক্ত হলো সি প্রোগ্রামিং, বিশেষ করে স্কুল কলেজ এবং ভার্সিটির শিক্ষার্থীদের জন্যে!
অনেকে ভয় পায় কিভাবে শুরু করবো, বা কীভাবে এগিয়ে যাবো!
তাদের জন্য, যারা বেসিক কন্সেপ্ট ক্লিয়ার করতে চাও সুবিন ভাইয়ের এই প্লে লিস্টের সবগুলো ভিডিও দেখে ফেলো, হয়তো অনেক কিছু প্রথম বারে বুঝবে না, কিন্তু ব্যাসিক ধারণা ক্লিয়ার হয়ে যাবে 💕
আমার কিন্তু এই প্লে লিস্টের ভিডিও দেখেই প্রোগ্রামিং এ হাতেখড়ি হয়েছিলো ক্লাস নাইনে 😇😇😇
আজ থেকে শুরু করে দেও প্রোগ্রামিং, কোথাও সমস্যায় পড়লে কমেন্টে জানাও।)
All of Chapter-06 = Database Management System(ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম)
# অধ্যায়টির বোর্ড C.Q প্রশ্নগুলো এন্স-সহ নিচে দেয়া হলো-
# C.Q Hand Note-
আসসালামু আলাইকুম, ভাইয়া, আপনারা আসলেই অসাধারণ। আমাদের মতো গরীবদের জন্য আপনারা এত কষ্ট করেছেন। আপনাদের সকলকে সারাজীবন সঠিক পথে থাকার তাওফিক দান করুক।
ভাইয়া, এইচএসসির জন্য সকল বিষয় নিয়ে টপিক ভিত্তিক একটা সাজেশন্স এর পিডিএফ দিলে অনেক বেশি উপকৃত হব।
আর ভাইয়া, এইচএসসি পিডিএফের নতুন আপডেট কবে আসবে? একটু জানাবেন প্লিজ।
I AM REALLY PROUD OF YOU. CO-OPERATE ME WHEN I NEED SOMETHING, U R GREAT…. hasnainskf@gmail.com