Screenshot 09 07 2023 20.18.35

পদ্মা নদীর মাঝি Pdf (মানিক বন্দ্যোপাধ্যায়) – Padma Nadir Majhi Pdf (eBook)

বইয়ের নামঃ পদ্মা নদীর মাঝি
লেখকের নামঃ মানিক বন্দ্যোপাধ্যায়
বইয়ের ধরণঃ উপন্যাস বই
১ম প্রকাশঃ ২০১৪ সাল
ফাইল সাইজঃ ৬ মেগাবাইট
মোট পেজ সংখ্যাঃ ৮২ পৃষ্ঠা
ফাইল ফরম্যাটঃ PDF (পিডিএফ)
প্রিয় চরিত্র : কুবের মাঝি

পদ্মা নদীর মাঝি Pdf - Padma Nadir Majhi Pdf Download

 

পদ্মা নদীর মাঝি বই রিভিউ ও উপন্যাসের সারাংশ Pdf:

“ছোটো হুঁকাটি নামাইয়া টিনের কোটা হইতে কড়া দা-কাটা তামাক বাহির করিয়া দেড় বছর ধরিয়া ব্যবহুত পুরাতন কল্কিটিতে তামাক সাজিল কুবের। নারিকেল ছোবড়া গোল করিয়া পাকাইয়া ছাউনির আড়ালে একটিমাত্র দেশলাইযের কাঠি খরচ করিয়া সেটি ধরাইয়া ফেলিল।”

পদ্মানদীর মাঝি Pdf উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কুবের। কুবের এ উপন্যাসের নায়কও।যদিও নায়োকচিত কোনো গুণাবলি তার মধ্যে নাই। সংসারের অভাব-দারিদ্র‍্য ও দুঃখ-বেদনাদগ্ধ কুবের এক দিকে যেমন তার সংসারের অভিভাবক, তেমনি সে চিরপঙ্গু মালার স্বামী, অন্য দিকে সে তার সন্তানদের স্নেহময় পিতা।

শহর থেকে দূরে পদ্মানদীর তীরে অবস্থিত অজগ্রাম কেতুপুরের সে বাসিন্দা। পদ্মা নদীর সে এক পাকা মাঝি। সে নদীতে তার অন্যান্য সঙ্গী-সাথীদের নিয়ে মাছ ধরে, বিশেষত ইলিশ মাছ ধরে সে জীবন ও জীবিকা নির্বাহ করে।সারা বছর তাকে এই পদ্মার মাছের উপর নির্ভর করেই কাটাতে হয়।তার সাথে মাছ ধরে ধনঞ্জয় ও গণেশ।কুবেরের নিজের কোনো নৌকা নাই।নৌকা ধনঞ্জয়ের ।জালটাও তার।
প্রত্যেক রাতে যত মাছ ধরা হয় তার অর্ধেক পায় ধনঞ্জয়।বাকি অর্ধেক পায় কুবের ও গণেশ।এই দিয়ে কুবেরের সংসার চলে না।কুবের তারপরেও স্বপ্ন দেখে অনেক।কিন্তু সে নিরুপায়।কিছুই করার নেই।

একেবারে নিম্নবিত্ত ও নিম্নতম পর্যায়ের মানুষ কুবের।গরিবের মধ্যে গরিব,ছোটো লোকের মধ্যে আরো বেশি ছোটো লোক কুবের। সহজ সরল হওয়ায় তাকে অনেকেই ঠকায়।সে প্রতিবাদ করতে পারে না।মুখ ফুটে কিছু বলতে পারে না।কুবের এসব অসংকোচে গ্রহণ করে।সে একপ্রকার মেনে নেয় এটাই সামাজিক প্রথা।মাঝে মাঝে তার পিপাসু চোখ থেকে রাগে দুঃখে জল বের হয়।মানিকবাবু এই সহজ সরল কুবেরের মাধ্যমে দেখিয়েছেন সমাজের তথাকথিত নিচুতলার দিনহীন শ্রমজীবী মানুষদের, যারা রাত্রিদিন ভূতের মতো পরিশ্রম করে, জীবনকে জীবনের কাছের বর্গা দেয়  কিন্তু তারপরও দু’মুঠো ভাত জোটে না তাদের কপালে।

কুবেরের এসব কিছুর পেছনে রয়েছে একটি রোমান্টিক মন। সে তার স্ত্রী মালার বোন কপিলার প্রতি নিষিদ্ধ আকর্ষণ অনুভব করে।প্রচন্ড রকম ভালোবেসে ফেলে কপিলাকে।কপিলাও সেই ডাকে সাড়া দেয়।এক নিষিদ্ধ ভালোবাসার প্রতি আকৃষ্ট কুবের কপিলাকে নিয়ে একসময় চিরকালের জন্য চলে যায়  হোসেন মিয়ার ময়নাদ্বীপে। পেছনে রেখে যায় তার সমস্ত অতীত জীবন আর আজন্ম পঙ্গু মালা ও তার সন্তান সন্ততিদের।

পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস Pdf ebook link: Link :-1 | Link :-2 | Link :-3Link :-4 | Link :-5Link :-6 or Click here

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *