টেলিস্কোপ

আপেক্ষিকতা কি? হাবল টেলিস্কোপ কিভাবে কাজ করে (জানুন)

আপেক্ষিকতা কি?

আপনি ২ কিমি/ঘণ্টা বেগে হাঁটছেন, আর একটা বাস আপনার থেকে ২ কিমি দূরের রাস্তা দিয়ে ১৫০ কিমি/ঘণ্টা বেগে যাচ্ছে। আপনি কি দেখবেন? আপনি দেখবেন যে বাস টা অনেক ধীরে চলতেছে। এখন আপনি আপনার জায়গায় একটা টাইমার সেট করেন দেখবেন সেই বাস টা ৫ মিনিট এ যে দুরত্ব অতিক্রম করবে, সেটা যদি বাস এ বসে থাকা কেউ একজন দেখে উনি দেখবেন যে বাস টা আপনার থেকে ৫ মিনিটে অনেক বেশি দূর অতিক্রম করেছে। আপনি দেখবেন যে বাস টা আপনার জায়গা থেকে ১ কিমি রাস্তা অতিক্রম করতে সময় লাগছে ৫ মিনিট। কিন্তু ওই বাস এর কোনো যাত্রী দেখবেন যে বাস টা ১ কিমি রাস্তা অতিক্রম করতে সময় লাগছে ১ মিনিট এর ও অনেক কম।

এই যে আপনার দেখা সময় আর ওই বাস এ বসে থাকা ব্যাক্তির সময় আলাদা হলো। এটাই হলো বিজ্ঞানী আইনস্টাইন এর আপেক্ষিকতার থিওরি। সেটা সময়ের আপেক্ষিকতা হয় দুরত্তের আপেক্ষিকতা হয়, ভরের হয়।সেম ভাবে আপনি ২ কিমি/ঘণ্টা বেগে হাঁটছেন কিন্তু ওই বাস এ থাকা ব্যাক্তি ভাববে যে আপনি ০.২০ কিমি/ঘণ্টা বেগে হাঁটছেন।

এখন তো গেলো আপনার আর বাস এর মাত্র ২ কিমি পথের পার্থক্য। কিন্তু সেই পার্থক্য টা যদি কোটি কোটি আলোকবর্ষ কিমি হয় তাহলে সেই দূরের এর কোনো ব্যক্তি আর আপনি যে পৃথিবীতে আছেন আপনার সময়ের পার্থক্য কত বেশি হবে একবার ভাবেন। আর ঠিক সেম কারণেই আমরা আজকে দূরের কোনো পিক তুললে তা অনেক আগের বছরের হয়ে থাকে। আর এই কারণেই যারা আমাদের থেকে অনেক দূরে থাকেন তারা দেখেন আমরা অনেক বছর আগের আর আমরা তাদেরকে অনেক বছর আগের দেখি।

এর থেকেও বাস্তব জিনিস যদি না বুঝেন তাহলে একদিন সময় করে আইনস্টাইন এর বিখ্যাত থিওরি E=mc^2 মোটামুটি ৬-১০ পেজ এর একটা প্রুফ করতে জাইয়েন তাহলেই আর এত বুঝতে কষ্ট হবে নাহ্।

 

হাবল টেলিস্কোপ কিভাবে কাজ করে

এখন জুলাই মাস, ২০২২. এই হাবল টেলিস্কোপ সাড়ে ৬ মাস আগে পাঠানো হয়েছিল।
এটা প্রস্তুত করা হয়েছিল ২০ বছরের বেশি সময় ধরে মানে ২০০০ সালের দিকে এটা নির্মান শুরু হয়। এটা হাবল টেলিস্কোপের চেয়ে কয়েকগুন শক্তিশালী।

হাবল টেলিস্কোপ কিভাবে কাজ করে বিস্তারিত জানতে এটা দেখুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *