মাত্র ৫০০০টাকায় Satellite Dish স্থাপন ও হাজারো টিভি চ্যানেল আজীবন ফ্রি উপভোগ করার পদ্ধতি [A to Z বিস্তারিত]
পর্বঃ০১
আপনি হয়ত জেনে অবাক হবেন যে মাত্র ৫-৮ হাজার টাকা খরচ করে আজীবনের জন্য স্যাটেলাইট ডিশ সেটাপ করা যায়। এ নিয়ে এখানে ৯ম পর্বে বিস্তারিত আলোচনা করব। তার আগে-
কিছু কথা:-
আপনি নিজের বাসা বাড়িতে যদি ডিশ এন্টেনা স্থাপন করে নিজেই স্বয়ংসম্পূর্ণভাবে বিভিন্ন টিভি চ্যানেল উপভোগ করতে চান তাহলে এ পোস্ট আপনার জন্য।
তাছাড়া যারা নতুন ডিশের কাজ শিখতে চান তাদের জন্যেও এই ধারাবাহিক পোস্টগুলো খুব উপকার হবে বলে আমি মনে করি।
Satellite tracking – bd sat info – bbs satellite – dish tv tp
এই ডিশ স্থাপনের মাধ্যমে আপনি দেশ-বিদেশের হাজারো চ্যানেল উপভোগ করতে পারবেন,যার কন্ট্রোল থাকবে আপনার হাতে। হয়ে যান (পার্সোনাল)ডিশ মালিক। বেশ মজাই!
মাসিক কোনো বিল দিতে হবে না।যা খরচ হবে একবারই মাত্র। এ পদ্ধতিতে আজীবন হাজারো ডিশ চ্যানেল ফ্রি উপভোগ করুন। তাছাড়া,যেকোনো জায়গায়,যেকোনো প্রত্যন্ত অঞ্জলেও ডিশ স্থাপন করা শিখে ফেলুন আমাদের এ ধারাবাহিক আয়োজনের মাধ্যমে।
Satellite tracking – bd sat info
Satellite dish স্থাপনের মাধ্যমে টিভি চ্যানেল উপভোগ করার জন্যে যা যা লাগবে:-
(১) ডিশ এন্টেনা যাকে আমরা ডিশ ছাতা বলে থাকি। ডিশ ছাতা দুই ধরনের হয়ে থাকে- একটাকে বড় ছাতা/C band বলে, আরেকটা ছোট ছাতা/qu band বলে; দুইটার দুই সুবিধা।পরে বিস্তারিত আলোচনা করা হয়েছে(এখানে)।
Satellite tracking – bd sat info – bbs satellite – dish tv tp
(২) LNB,যা ছাতার সামনে স্থাপন করা হয়, যেটি রিসিভার ও টিভিতে সিগনাল পাঠায়। বড় ছাতা/c band এর জন্য এক ধরনের lnb লাগে,আর ছোট ছাতা/qu band এর জন্যে আরেক ধরনের lnb লাগে।
বিঃদ্রঃ অনেকগুলো স্যাটেলাইট একসাথে ট্রাক করতে চাইলে অনেকগুলো lnb ও একটা diseq switch লাগবে।
পরে বিস্তারিত আলোচনা করা হয়েছে(এখানে)।
Satellite tracking – bd sat info – bbs satellite – dish tv tp
(৩) রিসিভার/স্যাটেলাইট বক্স ;এটা দুই ধরনের হয়ে থাকে,একটাকে ফ্রি রিসিভার বলে,আরেকটাকে পে-রিসিভার বলে।দুইটার দুই ধরনের সুবিধা। পরে বিস্তারিত আলোচনা করা হয়েছে(এখানে)।
Satellite tracking – bd sat info – bbs satellite – dish tv tp
(৪) টিভি/lcd মনিটর/ল্যাপটপ/মোবাইল যেকোন একটি হলে হবে। তাহলে সরাসরি চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন।
এছাড়া, তার/ক্যাবল,বিদ্যুৎ কানেকশন তো লাগবেই।
বিস্তারিত পরে আলোচনা করা হয়েছে(এখানে দেখুন)।
Satellite tracking – bd sat info – bbs satellite – dish tv tp
কিভাবে কাজ করে:-
আপনি যে স্যাটেলাইট ট্রাক করে চ্যানেলগুলো দেখতে চান,তার জন্য আপনাকে ডিশটি চাদে/খোলা জায়গায় ঐ স্যাটেলাইট বরাবর স্থাপন করতে হবে।
এক্ষেত্রে আকাশের দিকে রাখা ডিশ পজিশন ও ছাতার দিকে রাখা lnb পজিশন ঠিক রাখতে হয়। কিভাবে তা করবেন বিস্তারিত পরে আলোচনা করা হয়েছে(এখানে দেখুন)।
মনে রাখবেন,প্রত্যেক স্যাটেলাইট এর কিছু নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি ও ট্রান্সপন্ডার(tp) নাম্বর থাকে,যা রিসিভারের সেটিং এ বসিয়ে স্কান করে চ্যানেলগুলো ধরতে হয়। এভাবে আমরা টিভিতে চ্যানেলগুলো উপভোগ করতে পারি।
Satellite dish-Porageducation |
পর্বঃ০২
Dish antena(ডিশ ছাতা) নিয়ে বিস্তারিত আলোচনা এবং satellite list
১) c-band/বড় ছাতা : বড় ছাতা অর্থাৎ c-band dish সাধারণত-৪/৫/৬/৭/৮/১০ ফুট হয়, এর থেকে বড় ১২ফুট ছাতাও দেখতে পাওয়া যায়।
এ ছাতার সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে মনের মত সব চ্যানেল একেবারে ফ্রি-পাওয়া যায়। খরচ নেই। তাছাড়া,বড় ছাতা ব্যবহার করার আরেকটা সুবিধা হচ্ছে ঝড় বৃষ্টি যাই আসুক,সিগনাল লস হবে না। এছাতায় সর্বোচ্চ ফ্রি চ্যানেল পাবেন।
আপনি সংযোগ,বিএসডি কোম্পানির c-band ছাতা নিতে পারেন।এছাড়া,ইন্ডিয়ান সলিড কোম্পানির ছাতাও নিতে পারেন।
সংযোগের ৩পার্টের ছাতা থেকে ২পার্টের ছাতায় সিগনাল বেশি পাবেন,এর চেয়ে বেশি সিগনাল পাবেন bsd,solid এর ছাতায়।
সংযোগ ৬.৫ফুট ছাতার মুল্য ৫০০০-৫৫০০ টাকা। সবচেয়ে ভাল হয় বাজেট একটু বাড়িয়ে ৮/১০ফুট ছাতা নেওয়া।
satellite dish- PoragEducation |
২) Ku-band/ছোট ছাতা: ২ফুট বা ৩ফুট এর কিউ ব্যান্ড ছাতা বাালাদেশের সব মার্কেটে পাবেন। ছোট হওয়ায় এটা যেকোনো যায়গায় স্থাপন করা যায়।
এছাতায় অনেক কম সংখ্যক ফ্রি-চ্যানেল পাওয়া যায়।তবে,নেট কানেকশন এর মাধ্যমে সার্ভার দিয়ে অল্পকিছু টাকা খরচ করলে অনেক ফ্রি চ্যানেল পাওয়া যায়।
আকাশ,tatasky,sun direct ইত্যাদি কোম্পানির ছাতা পাবেন মার্কেটে। ২ফুট ছাতার দাম ১২০০-১৫০০টাকা নিতে পারে।
*** আমি আপনাদের সাজেস্ট করব c band এর বড় ছাতা ব্যবহার করতে,কেননা এতে বেশিরভাগ চ্যানেল ফ্রি-মুডে পাওয়া যায়। অন্যদিকে,qu band এ বেশিরভাগ চ্যানেল লক-মুডে থাকে।
# ছাতা হতে lnb এর দুরত্ব অর্থাৎ ফোকাস দুরত্ব বের করার সিস্টেমঃ (cm এককে)
সুত্র- Focal Point=(dimemtion*dimention)/16*depth
এখানে, dimention বলতে ডিশ কত সে.মি তা বুঝাচ্ছে,
depth বলতে ডিশের গভীরতা কত সে.মি তা বুজাচ্ছে ।
এটা কাজে লাগে যখন কেউ হোম মেড তৈরিকৃত ছাতা ব্যবহার করতে চায়।
# স্যাটেলাইট ট্রাক করার বিভিন্ন টিউটোরিয়াল পাবেন আমাদের এ ওয়েবসাইটে। স্যাটেলাইট ট্রাক করার জন্যে বিভিন্ন স্যাট ফাইন্ডার আছে। এছাড়া মোবাইল এপসও আছে অনেক। তাছাড়াও,স্যাটেলাইট বিষয়ক ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ফেচবুক পেজের সাহায্য নেওয়া যেতে পারে।
পর্বঃ০৪
রিসিভার/স্যাটেলাইট বক্স
পর্বঃ০৫
Tp list & live sat track
পর্বঃ০৬
১১৯,১১০,১০৫,১০০ ডিগ্রি মাল্টি সেটাপ
৮৩,৭৮,৬৬ ডিগ্রি মাল্টি সেটাপ
পর্বঃ০৮
বিরল স্যাটেলাইট ট্রাক(৫২°,২৬°,১৩৮°)
অল্প টাকায় একটি ভাল সেটাপ
স্যাটেলাইট ফোরাম & শপ
বিভিন্ন উপায়ে টিভি চ্যানেল উপভোগ করা! [৯টি ভিন্ন উপায়ে](এটা অনেকেই জানে না)
এই পর্বে আমরা-
(১) টিভি,
(২)ল্যাপটপ/ডেক্সটপ/মনিটর,
(৩)মোবাইল
-এই তিনটি প্লাটফর্মে এসব ডিভাইস দিয়ে কিভাবে টিভি চ্যানেল উপভোগ করা যায় তা বিস্তারিত আলোচনা কর।
# স্মার্ট টিভি দিয়েঃ
→DTH সংযোগে/পার্সোনাল ডিশ স্থাপন করে:–
→কেবল লাইন সংযোগে:–
→আইপি টিভির মাধ্যমে: বাসায় ইন্টারনেট কানেকশন থাকলে আপনার এন্ড্রয়েড টিভি দিয়ে আইপি টিভি এপস এরএর মাধ্যমে সংযোগে
# ল্যাপটপ/ডেস্কটপ/যেকোনো lcd মনিটর দিয়ে:
→Easycap দিয়ে:
→টিভি কার্ড দিয়ে:
# মোবাইল দিয়ে:
→Easycap দিয়ে–
→ মোবাইল এপস দিয়ে:
ইন্টারনেট
→ মোবাইল Otg দিয়ে:
→ মোবাইল টিভি দিয়ে:
এসব টপিক নিয়ে এতদিন ধরে বিস্তারিত অনেকটাই লিখেছিলাম। দুঃখজনকভাবে pc থেকে doc ফাইল ডিলিট হয়ে গিয়েছে। 😭