সে এসে বসুক পাশে Pdf Download (সাদাত হোসাইন)
২০২৩ সালে ২১ শে বইমেলায় লেখক সাদাত হোসাইন এর নতুন বই সে এসে বসু পাশে বের হতে যাচ্ছে। অন্যধারা প্রকাশনী থেকে ইতোমধ্যে তা জানিয়ে দেয়া হয়েছে। সাদাত হোসাইন এর লেখাগুলো চমৎকার, তাই অনেক পাঠক প্রিআর্ডার দিয়ে বইটির জন্য অপেক্ষা করতেছে।
book info:
- বই: সে এসে বসুক পাশে
- লেখক: সাদাত হোসাইন
- ধরণ: pdf (পিডিএফ)
- প্রকাশন: অন্যধারা
- ১ম প্রকাশ: Published, 2023
- পেজ সংখ্যা: 272
- দেশ, ভাষা: বাংলাদেশ, বাংলা
সে এসে বসুক পাশে বই রিভিউ
‘আমার জীবনের গল্পটা আপনি কী করে লিখলেন?
লেখকের জন্য পাঠকের এমন প্রশ্ন আনন্দের । কারণ, লিখতে গিয়ে তো শেষ অবধি নিজের চারপাশের চিত্র ও চরিত্র, জীবন ও জগণকেই পাঠ করেন একজন লেখক । আর তারপর তা প্রতিবিদ্বিত করে তোলেন কালি ও কলমে ।
এই উপন্যাসটিও তেমন। রেণু নামের যে চরিত্রটি এখানে প্রতিবিষ্বিত হয়েছে, সে বাত্তবেরই এক চরিত্র। এই গল্পের ঘটনাও । তবে সেই ঘটনা হুবহু লেখা হয়নি। বরং লেখক তার সঙ্গে যুক্ত করেছেন তার নিজের রেণুর জীবন, চরিত্র, গল্প ও ভাবনার-ুঁবনও ৷ সেই ভুবন কখনো কখনো প্রাপ্তির, কখনো অপ্রাপ্তির। কখনো. ভালোবাসার, কখনো ঘৃণার। আবার কখনো অপেক্ষার, কখনো উপেক্ষার ৷
তবে সব ছাপিয়ে রেণুর জীবন কি অদ্ভুত এক শূন্যতায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে? কিংবা আমাদেরও? আর সেই শূন্যতা বিষন্ন সন্ধ্যা, কিংবা মন খারাপের রাত্তিরে কি আমাদের কাছে এসে বলে, “সে এসে বসুক পাশে!
আর তখন কি সত্যি সত্যিই আমাদের তেমন কেউ থাকে, যে পাশে এসে বসে? নাকি ওই অদ্ভুত শূন্যতা থেকে যায় তেমনই? হয়ে যায় অন্তহীন দীর্ঘশ্বাসের শবযাত্রা?
she ese bosuk pashe pdf download
Download link- সে এসে বসুক পাশে সাদাত হোসাইন Pdf