ইসলামিক গল্প হুজুরের বউ pdf (Download)
- বই:হুজুরের বউ
- লেখক: খাদিজা বিনতে মুজ্জাম্মিল
- ফরম্যাট: pdf
বইয়ের কিছু অংশ
স্বামী বশীকরন মন্ত্র: খুব ভোরেই ঘুম থেকে উঠে কলেজের দিকে ছুটলো রাবেয়া, দিনটি ছিলো গ্রীন্মের। রাবেয়া রোজ ঘুম থেকে উঠে গোসল করে তবেই এতো ভোরে ঘুম ভাঙ্গাতে হলো তাকে । তবে সে যে তার বয়ফেন্ডের সাথে দেখা করবে না এটা নিশ্চিত, কারন সে বিবাহিত। গত সতেরো মাস আগেই তার বিয়ে হয়েছে তার একটি কন্যা সন্তানও রয়েছে। তবুও রাবেয়া যে তার,সংসার নিয়ে সুখী নয়। রাবেয়ার স্বামী চায় নি রাবেয়া কলেজে ভর্তি হোক, এক প্রকার জোর করেই রাবেয়া কলেজে ভর্তি হয়েছে, তার ইসলামী মন-মানসিকতার স্বামী তাকে কলেজে ভর্তিই হতে দিতে চায়নি, তাই সে নিজের মোহরানার স্বামীর কোন কিছুর সাথেই রাবেয়ার বনি-বনা হয় না,স্বামী যা কিছুই বলে সবই বিবেকের গৌড়ামী মনে হয়। সামান্য বিষয়ের খুনসুটিও তুলকালামে পরিনত হতো, এই সতেরো মাস যেন বিবেকের একটি যুদ্ধ ক্ষেত্র, তাই সে আজ কলেজে যাচ্ছে দ্রুতই, সেখানে মায়ের নির্দেশিত কেউ একজন তার জন্য অপেক্ষমান । কলেজ গেটে পৌঁছে রেবেকা দেখলো লাল ডায়েরী হাতে উচু বুট জুতা পায়ে লম্বা বেনী চুল, হাতে শাখার মত দেখতে সাদা চুড়ি, গায়ে হলুদ একটি চাদর ছাড়া আর কিছুই নেই এমন একজন উদ্ভট লোক দীড়িয়ে আছে। মা কি তবে এই আগন্তকের সাথে সাক্ষাত করতে বললো?
এ কেমন পোষাক?
মা যেহেতু ঠিক করেছে তবে অবশ্যই ভুল হবেনা । মা যেখানে নিষেধ করে সেটাতেই সমস্যা হয় দেখেছে রেবেকা । তাই তো বাবার রাখা নাম পরিবর্তন হয়ে রাবেয়া আজ রেবেকা ।
কি প্রয়োজন ছিল বাবার! মায়ের অমতে বিয়েটা দেয়ার? কেন বাবা আমায় এই মুষ্থান্ন জীবনে ফেলল? যে করেই হোক এর সমাধান করতে হবে । অন্যথায় এ সংসার আর টেকানো সম্ভব নয়। এটাই রেবেকার ফাইনাল ডিসিশন। এমন অমানুষির সাথে সংসার করা সম্ভব নয়। সারাক্ষন শুধু মোল্লা-মুন্সীদের গৌঁড়ামি কথাবার্তা ছাড়া আর যেন কোন বুলি নেই তার মুখে । তার মুখে ভালোবাসি শব্দ শুনলেও রেবেকার গা যেন জ্বালা ধরে উঠে, মরিচিকার জলে গা ভাসানো যেন আরো সহজলভ্য । তাইতো মা মেয়ে মিলে এই দরবেশ সাধুকে বশীঃকরন তাবিজ নির্মানের জন্য ঠিক করলো, কথা অনুযারী এখন সাধুর সঙ্গে দেখা করতে এত ভোরে নিজের ঘ্বম
ভাঙ্গাতে হলো আজ । সাধুর সঙ্গে সাক্ষাতে এগিয়ে আসল রেবেকা, কুশলাদি বিনিময়ের পর কলেজ ক্যাম্পাসে নিরিবিলি একস্থানে
দু-জনে বসলো, সাধুজি বললো।
আশা করি বইটি ভালো লেগেছে।
ডাউনলোড লিংক
Download link: ইসলামিক গল্প হুজুরের বউ pdf