ফিলোসফি বয়স কত pdf ডাউনলোড || philosophyr boyos koto pdf
- বুকঃ ফিলোসফির বয়স কত?
- লেখক- আবদুল্লাহ আল মামুন (কাইকর)
- Publisher- নয়া উদ্যোগ
- ফরম্যাটঃ পিডীএফ
- Category:বাংলা কবিতা
ফের কোনদিন দেখা হলে খুব সহজ করে তাকে জিজ্ঞেস করবো,
তুমি চলে যে গেছো, পুরোটা কি যেতে পেরেছো ভেতর থেকে?
আমি তো খুব অনিয়মে তোমায় যাপন করি। গাছের নিচে, বালিশের মাথায়। হাতের আংগুলে, চোখের পাতায়।
খানিক পর শান্ত গলায় আবারো জিজ্ঞেস করবো,
কেমন আছো?
সে কি উত্তরে বলবে,
ভালো?
ফের কোনদিন আর আমাদের দেখা হবে না। কবিতার মতো কঠিন ভাষায় না হোক। তাকে খুব সহজ করে আর বলা হবে না,
তুমি চলে যে গেছো, পুরোটা কি যেতে পেরেছো ভেতর থেকে?
– Abdullah AL Mamun ( কাইকর )
হেঁটে হেঁটে যাচ্ছি কোথাও। বহুদূর পথ।
এমন একটা বিকেলবেলা। তুমি থাকবে না জানলে, হেঁটে হেঁটে যাচ্ছি কোথাও। বহুদূর পথ।
পথ চেয়ে থাকে তোমার দিকে, অপেক্ষা চেয়ে থাকে পথের দিকে।
অপেক্ষা শেষ হবে না জানি। তবুও,
হেঁটে হেঁটে যাচ্ছি কোথাও। বহুদূর পথ।
আমার চিন্তা নেই, ভাবনা নেই। নেই কোন কিছু।
আমি না ভাবলেও দুঃখ ভাবে, তারা নেয় পিছু।
আমারও কেউ নাই, দুঃখেরও নাই কিছু।
পাশাপাশি হেঁটে বেড়াই আমাদের চাওয়ার নেই কিছু৷
হেঁটে হেঁটে যাচ্ছি কোথাও। বহুদূর পথ।
বহুদূর পথ৷ হেঁটে হেঁটে যাচ্ছি কোথাও।
আমার চিন্তা নেই, ভাবনা নেই। নেই কোন কিছু৷
আমি না ভাবলেও দুঃখ ভাবে, তারা নেয় পিছু।
হেঁটে হেঁটে যাচ্ছি কোথাও। বহুদূর পথ।
এমন একটা বিকেলবেলা। তুমি থাকবে না জানলে, হেঁটে হেঁটে যাচ্ছি কোথাও। বহুদূর পথ।
— আব্দুল্লাহ আল মামুন ( কাইকর )
ফিলোসফি বয়স কত pdf ডাউনলোড লিঙ্ক- philosophyr boyos koto pdf