পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ Pdf (eBook)
আহমদ ছফার পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ Pdf | Puspa briksa ebong-bihanga puran pdf book free
বইঃপুষ্প,বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ
লেখকঃ আহমদ ছফা
পুষ্প,বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ আহমদ ছফা বই রিভিউ:
“রাত্রি শেষের আবছা নরম-নরম অন্ধকারের ভেতর দোয়েলের একটানা শিস যখন শুনলাম,আমি মনে করলাম, এই শিসের সঙ্গে গাছপালার বেড়ে ওঠার একটা সম্পর্ক আছে।”
পুষ্প,বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ আহমদ ছফা রচিত একটি আত্মজীবনীমূলক উপন্যাস।মনুষ্যজাতির সাথে বৃক্ষরাজি এবং পক্ষীকুলের যে একান্ত নিবিড় যোগাযোগ সেটাকেই পুঁজি করে তিনি এই গ্রন্থখানি রচনা করেছেন।একটি বৃক্ষ কিভাবে ধীরে-ধীরে একজনের অস্তিত্বের একটা অংশ হয়ে উঠে;কীভাবে তাঁর সত্ত্বার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায় তা আমরা এখানে দেখতে পাই।
তিনি এখানে বৃক্ষচারা’কে মনুষ্যশিশুর মতই সম্বোধন করেছেন।যেমন কোথাও আপেলচারা কে আপেলশিশু আর সাধারণঅর্থে বৃক্ষচারা কে তরুশিশু বলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বৃক্ষের সাথে সত্যিই কি মনুষ্য-আত্মা’র কোন সংযোগ স্থাপন সম্ভব(!)?
হ্যাঁ,অবশ্যিই।কেন সম্ভব নয়?
ছফা সাহেব এখানে বৃক্ষের সাথে আত্মিক যোগাযোগ স্থাপন করেছেন।যেখানে তিনি বৃক্ষের সুখ-দুঃখ অনুধাবন করতে পারেন।মনুষ্যজাতি যেমন তাদের সন্তানদের কোন অনিষ্ট হলে ষষ্ঠ-ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারে এখানেও সেটি ঘটেছে।।
পাখিদের সাথে সম্পর্ক স্থাপনে তিনি ছিলেন আরও একধাপ এগিয়ে।এখানে তিনি একটি শালিক পাখিকে পাখি-পুত্র সম্বোধনে বলেছেন,
“আমার পাখি-পুত্রটি একটি বউ জুটিয়ে নিতে পেরেছে,দেখে আমার মনে খুব আনন্দ হল।”
এখানেও তিনি বেশ সচেতনভাবেই তাঁর পক্ষী-প্রেম আমাদের সামনে তুলে ধরেছেন।এবং একথা অবিসংবাদিত যে তিনি বরাবরের মতই সফল হয়েছেন।
তাঁর হলদে পাখির রুপ বর্ণনার মাধ্যমে লেখাটি শেষ করছি…
পাখিটার শরীর থেকে এমন পবিত্র সৌন্দর্য ঝড়ে পড়ছে, কোন পাজি মানুষ যদি কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থেকে অতীত পাপকর্মের কথা স্মরণ করে তাহলে তার কেঁদে ফেলতে ইচ্ছে করবে।
পুনশ্চঃসবমিলিয়ে বেশ উপভোগ্য ছিল উপন্যাসটি।বৃক্ষপ্রেমী এবং পক্ষীপ্রেমীদের বইটি পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। ©Shamim
pdf link: click here