Adverb কাকে বলে? কত প্রকার ও কী কী?
Adverb কাকে বলে
Adverb-( ক্রিয়া বিশেষণ ) : যে শব্দসমূহ বা parts of speech বাক্যে ব্যবহৃত হয়ে adjective, adverb এবং verb-কে modify বা বিশেষায়িত করে, তাদেরকে Adverb-( ক্রিয়া বিশেষণ ) বলে ।
For example-( উদাহরণ ) :
- She is a completely talented girl.-
- He runs very fast.-
- He speaks fluently.-
# Grammar explanation-( গ্রামারের ব্যাখ্যা ) :উপরোক্ত বাক্যসমূহে bold mark যুক্ত শব্দসমূহ হলো Adverb-( ক্রিয়া বিশেষণ ), কারণ completely, very এবং fluently পর্যায়ক্রমে talented (adjective), fast (adverb) এবং speaks (verb)-কে modify ( বিশেষায়িত ) করেছে ।
Types of adverbs-(ক্রিয়া বিশেষণের প্রকার ) :
ইহা মূলত: পাঁচ প্রকার । যেমন:
- Adverb of place –( স্থানের ক্রিয়া বিশেষণ )
- Adverb of time – ( সময়ের ক্রিয়া বিশেষণ )
- Adverb of manner –( কাজের ধরণের ক্রিয়া বিশেষণ )
- Adverb of purpose (Reason) –( উদ্দেশ্য বা কারণগত ক্রিয়া বিশেষণ )
- Adverb of frequency ( Duration ) –( পুনরাবৃতি বা ব্যপ্তি ক্রিয়া বিশেষণ )
For example-( উদাহরণ ) :
- I played football in the playground. – আমি খেলার মাঠে ফুটবল খেলেছিলাম ।
- My mother cooks rice at 6:00 am daily. – আমার মা প্রতিদিন সকাল ৬ টায় ভাত রাঁধে ।
- The girl sings a song loudly. – বালিকাটি উচ্চস্বরে গান করে ।
- My father could not attend the meeting because he was sick. – আমার বাবা সভায় উপস্থিত হতে পারে নাই কারণ সে অসুস্থ ছিল ।
- He always remembers the terrible accident. – সে সবর্দা ভয়াবহ ঘটনাটি স্মরণ করে ।
#Grammar explanation – ( গ্রামারের ব্যাখ্যা ) :উপরোক্ত পাঁচটি বাক্যে bold mark যুক্ত শব্দসমূহ যথাক্রমে –
- in the play ground –( খেলার মাঠে )- Adverb of place.
- at 6:00 am –( সকাল ৬ টায় ) – Adverb of time.
- loudly –( উচ্চস্বরে ) – Adverb of manner.
- because –( কারণ ) – Adverb of purpose / reason.
- always –( সবর্দা ) – Adverb of frequency / duration.
Order of adverbs in a sentence
– ( বাক্যে adverb ব্যবহারের শৃঙ্খলা ):
বাক্যে একটি নিদির্ষ্ট নিয়মে বা শৃঙ্খলায় adverb গুলো সাজায়ে লেখতে হয়, নতুবা বাক্য সঠিক হবে না । যেমন:
Adverb of manner + Adverb of place + Adverb of frequency/duration + Adverb of time + Adverb of purpose/reason. যার সংক্ষিপ্তরূপ হলো – MPFTP .
MPFTP এর full meaning হলো নিম্নরূপ :
M = Manner
P = Place
F = Frequency
T = Time
P = Purpose
For example-( উদাহরণ ) :
- My mother recites the holy Quran sweetly (M) in her room (P) every day ( F) at 6:00 am (T) for (P) to satisfy almighty Allah.
# List of different adverbs – ( বিভিন্ন adverbs ছক ) :
Adverb of manner:
Adverb of manner | Adverb of manner | Adverb of manner |
---|---|---|
carefully-সাবধানের সাথে | boldly-সাহসের সাথে | excitedly উত্তেজিতভাবে |
financially – আর্থিকভাবে | horribly- ভয়ংকরভাবে | mildly- নম্রভাবে |
poorly- খারাপ অবস্থার সাথে | poorly- খারাপ অবস্থার সাথে | willingly- ইচ্ছকৃতভাবে |
slowly- আস্তে আস্তে | loudly- উচ্চস্বরে | speedily- দ্রুততার সাথে |
Adverb of place :
Adverb of place | Adverb of place | Adverb of place |
---|---|---|
here -এখানে | everywhere -সবখানে | there -সেখানে |
inside -ভিতরে | under stair – সিড়িঁর নীচে | upstairs উপর তলা |
downstairs –নীচ তলা | in Dhaka – ঢাকাতে | in the field -মাঠে |
in the sky -আকাশে | in the bus -বাসে | in the mosque -মসজিদে |
Adverb of frequency :
Adverb of frequency | Adverb of frequency | Adverb of frequency |
---|---|---|
after – পরে | always -সবর্দা | later -পরবর্তী |
often –প্রায়ই | sometimes –মাঝে মাঝে | all time -সবসময় |
everyday -প্রতিদিন | every time -সবসময় | every moment –প্রতি মুহূর্ত |
Adverb of time:
Adverb of time | Adverb of time | Adverb of time |
---|---|---|
today – আজ | yesterday – গতকাল | tomorrow –আগামি কাল |
6:30 am – সকাল ৬টা ত্রিশ | 9:45 pm –রাত নয় টা পয়তাল্রিশ | in January -জানুয়ারিতে |
6 O’clock – ৬ টা | 10 O’clock – ১০ টা | next day – পরের দিন |
the previous day -গতকাল | day after tomorrow –আগামি পরশু |
Adverb of purpose/reason:
Adverb of purpose / reason | Adverb of purpose / reason | Adverb of purpose / reason |
---|---|---|
because – কারণ | as –যেহেতু / কাবণ | since – যেহেতু |
for – কারণ / জন্য | when – যখন |
#Keep in mind-( মনে রেখো ) :
- শব্দের সাথে “ly” যুক্ত থাকলেই adverb হয় না । কারণ noun + ly = adjective ও হয । যেমন: motherly, friendly, heavenly এ গুলো হলো adjective.
- adjective + ly = adverb হয় । যেমন : perfectly, nicely , gorgeously etc. ইত্যাদি হলো adverb ।
Position of adverbs in a sentence
-( বাক্যে adverbs এর অবস্থান ) :
সাধারণত: বাক্যের তিন জায়গায় adverb বসে থাকে । যেমন:
- Subject –এর আগে বসে : যেমন: Structure : Adverb + subject .
For example- ( উদাহরণ ): - Recently I have met him.- সম্প্রতি আমি তার সাথে দেখা করেছে ।
- Auxiliary verb এর পরে বসে । যেমন : Structure : Subject + auxiliary verb + adverb +(main verb +ing) + object.
For example- ( উদাহরণ ): - She is always peeping us.- সে সবসময় আমাদেরকে উকিঁ মারে ।
- Object বা sentence এর পরে বসে । যেমন: Structure : Subject + verb + object + adverb.
For example– ( উদাহরণ ):
- Mita reads her lesson attentively.- মিতা মনোযোগ সহকারে তার পাঠ পড়ে ।
উপরোক্ত উদাহরণের বাক্যসমূহে bold mark যুক্ত শব্দসমূহ হলো adverbs.
# Keep in mind –(মনে রেখো ) :
- Connecting adverbs সমূহ,, যেমন: However, anyway, similarly, next, then, additionally, personally, honestly etc. ইত্যাদি সাধারণত: দ্বিতীয় বাক্যের শুরুতে বসে পূর্বের বাক্যের অর্থের ধারাবাহিকতা রক্ষা করতে । যেমন:
For example- ( উদাহরণ ): - The exam. will be started on time. However, the students are ready to appear at.- পরীক্ষা সঠিক সময়ে শুরু হবে. যাহোক, ছাত্র্র-ছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ।
- Why, where এবং when এই শব্দগুলো relative pronoun হিসেবে পরিচিত । কিন্তু এই বাক্রসমূহ যখন বাক্যে adverb হিসেবে ব্যবহার হয়, তখন তার বাক্য গঠনের Structure হবে নিম্নরূপ:
Subject + intransitive verb + why/where/when + sentence/clause.
For example- ( উদাহরণ ):
- He came from where I live.-আম যেথায় বাস করি সে সেখান থেকে এসেছিল ।
- She danced when I ordered.-আমি যখন আদেশ করেছিলাম তখন সে নেচেছিল ।
credit: easywaygrammar