আমি মনে করি, এই বইটি আপনার চিন্তা প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে। ফাহাম আব্দুস সালাম ভাইকে অনেক ধন্যবাদ বাংলা সাহিত্যে বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে এর মত এমন একটা বই আছে সেটা অনেক পাঠক এরই অজানা. বইটি আপনাকে নতুন করে ভাবতে শিখাবে।
বাংলাদেশের আস্তিক-নাস্তিক বাইনারী নিয়ে একটি ‘বিজ্ঞানমনস্ক’ আলোচনা ১১৫
বাংলাদেশে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ ১২৭
“পাকিস্তান” “মেহেরজান’ এবং বাংলা ব্লগস্ফেয়ার ১৩৮
পিতা কন্যাকে ১৪৪
রিভিউ
বইটি বাঙালি মাইন্ডের দারুণ কিছু Fresh Perspective দিবে। ফাহাম আব্দুস সালামের ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ আপনাকে অপ্রিয় কিছু সত্যের সাথে একদম যুক্তি দিয়ে মুখোমুখি করবে।
ভাইয়ার ফেসবুকে বিভিন্ন লেখা পড়ে পড়ে বইটি কেনা এবং এটা অবশ্যই আমার book recommendation list-এ থাকবে। যদিও বইটি কোন singular topic নিয়ে নয়, তবুও ভিন্ন ভিন্ন টপিকগুলো stand-alone বেশ thought provoking.
চিন্তা করে কোন বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার বিষয়টি খুবই সেনসিটিভ।
চিন্তা ও সিদ্ধান্তের বিষয়টি বুঝাতে কেনেডিয়ান সাইকোলজিস্ট বলেছিলেন যে, মানুষ সাধারণত তাদের মাথায় যে চিন্তাটা আসে সেটা নিয়ে চিন্তা করে না। অর্থাৎ যেকোনো ইস্যুতে একটি সাধারন ভাবনা তাদের আসে ঠিকই, কিন্তু সেই প্রাথমিক ধারণাটা কতটা উপযুক্ত হয়েছে বা হবে তা নিয়ে তারা আর চিন্তা করতে পারে না!
যেমনটি বাংলা একাডেমির সিদ্ধান্তে উপনীত হয়েছে!
বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে কোথায়ও ভুল হয়ে থাকলে সেটা ধরিয়ে দিতে পারেন,লিখার প্রতিবাদ লিখার মাধ্যমেই করা যেতে পারে। বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানের লেখক সেটা বুঝবেন।
এই তিনটি বই প্রকাশের কারণেই আদর্শ প্রকাশনীকে এবারের একুশে বইমেলায় স্টল বরাদ্দ না দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলা একাডেমী।
কারণ হিসেবে দেখলাম একজায়গায় বলা হয়েছে বইগুলোতে নাকি “রাজনৈতিক অশ্লীলতা” রয়েছে।
রাজা অশ্লীল হলে একশ্রেণীর খুব একটা সমস্যা নেই, সমস্যা হয়েছে যতো অশ্লীল রাজাকে অশ্লীল বলায়। অন্যায় ক্ষমতা লজ্জা পেয়েছে?!
আমি ভাবছি না জানি কতোটা নির্মোহভাবে আর কতোটা স্মার্টলি রাজার কাপড় নেই বলেছেন এরা, যে, রাজা এই তিনটি মাত্র বইকে এতোবড়ো একজিসটেনশিয়াল থ্রেট হিসেবে দেখছে। (আগেও হয়েছে, আরিফ আজাদের ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ এর বেলায়।)
বইগুলো কিনছেন তো? কেন কিনবেন?
আমাকে বলুন, ফ্যাসিজমের বুকের মধ্যে বসে তারা এতোটা সাহস করে লিখতে পারলে আপনি কিনবেন না কেন?