'অনুপ্রেরণামূলক বই PDF Books (All) - মোটিভেশনাল বই PDF Books (বিশাল কালেকশন)ragib hasan books pdf

bigganider kando karkhana-1,2 bangla pdf download || বিজ্ঞানীদের কাণ্ডকারখানা-1,2 পিডিএফ ডাউনলোড

বই: বিজ্ঞানীদের কাণ্ডকারখানা ১

লেখক: রাগিব হাসান

রিভিউ:
বিজ্ঞানীদের জীবন যে কত অদ্ভুত হতে পারে তা জানতে পারবেন এ বই পড়ে।
বিজ্ঞানীদের জীবনীকে আমরা যেভাবে ভাবি আসলে সেরকম নয়,তাদের জীবন অনেক সাধনার,অনেক রহস্যের।কিছুক্ষেত্রে অনেক সাধামাটা। আমরা অনেকে মনে করি,তারা বুঝি সারাক্ষণ নাক বুজে বইয়ে পডে থাকে! মোটা ফ্রেমের চশমা বুঝি তাদের চোখে! তারা বুঝি খটোমটো কিছু একটা। আসলে কি ব্যাপারগুলো এমন? আরেহ না। এসব জানতে জলদি বইটি পড়ে ফেলুন।
বইটি শিশু,কিশোর,তরুণ বয়সীদের জন্য।
বইটি পড়তে পড়তে আপনি কখনো হারি যাবেন গ্যালিলিও কারাগারে,আবার কখনো বিজ্ঞানী নিউটনের আপেল গাছতমায় অথবা কখনো হারিয়ে যাবেন আইনস্টাইন এর বেহালার সুরে।
bigganider kando karkhana-1,2 pdf download
লেখক রাগিব হাসান সম্পর্কে:
লেখক রাগিব হাসানকে ছোট বেলায় যখন প্রশ্ন করা হত তুমি বড় হয়ে কি হবে? সে উত্তর দিত ‘বৈজ্ঞানিক’ হবে। এতে হরে পাড়ার ছেলেরা ওর নাম দিয়েছিল পচা ডিমের বিজ্ঞানী। তাকে নিয়ে অনেক হাসাহাসি করত। যদিও শেষ পর্যন্ত বড় হয়ে বিজ্ঞানী হতে না পারলেও কম্পিউটার বিজ্ঞানকে পেশা ও নেশা হিসেবে নিয়েছিলেন।
এখনো প্রতিদিন রাতে গুমোনোর আগে তার ছেলে যায়ানকে ওও মেয়ে যোয়ীকে অন্তত দুটি বৈজ্ঞানিক গল্প শোনান। তখন আবার হারিয়ে যান স্মৃতির তথ্যভাণ্ডারে, বিজ্ঞানীদের মজার মজার গল্পে।
বিজ্ঞানীদের কাণ্ডকারখানা ১ বইটি প্রথম ২০১৮ সালের বই মেলায় প্রকাশিত হয়। বিজ্ঞানীদের জীবনীকে যাতে শিশুরা রোল মডেল হিসেবে বেছে  নিতে পারে সেক্ষেত্রে এ বইটি সহায়ক হবে বলে আমি মনে করি। এ বই পড়ে তরুণরা যাতে অনুপ্রেরণা পায়- তাহলেই লেখক নিজেকে সার্থক বলে মনে করেন।
এই বইয়ের টপিকগুলো বিজ্ঞানীদের জীবনী নিয়ে সাজানো,অনেক সুন্দরও বটে,ভাল লাগতে বাধ্য।
bigganider kando karkhana-1,2 pdf download
বিজ্ঞানীদের কাণ্ডকারখানা বইয়ে উল্ল্যেখযোগ্য টপিকগুলো:-
# বোস স্যারের ভুল
# খাদ্যরসিক প্রকৌশলীরর আগুনহীন চুলা
# হাবাগোবা ছেলের মহা মহা আবিষ্কার
# সুর্যের আলো কি পেটেন্ট করে আটকে রাখা যায়?
# রাজার ভেজাল মুকুট
# আর্কিমিডিস এর তাপশক্তি
# আত্বভোলা আইনস্টাইন
# দুই ছেলে গাউস
# আপেল বালকের মন্দ ভাগ্য
# হাউই সাহেবের দুঃস্বপ্ন
# হ্যালো ওয়াটসন সাহেব,একটু আসবেন?
# জীবণকণিকা
# লীলাবতীরর লীলা
# চন্দ্রের সীমা
# বেকেরেলের জ্বলজ্বলে পাঠর
# তেজস্বী মারি
# ড.ফ্লেমিং এর বিদঘুটে ছত্রাক

bigganider kando karkhana 1 demo pdf download link 01: click here

bigganider kando karkhana 2 demo pdf download link 02: click here

bigganider kando karkhana-1,2 pdf download
bigganider kando karkhana-1,2 pdf

বই: বিজ্ঞানীদের কাণ্ডকারখানা ২

লেখক: রাগিব হাসান

রিভিউ:
বরাবরের মত আবার লেখক রাগিব হাসান তার লেখা বিজ্ঞানীদের কাণ্ডকারখানা ১ বইয়ের মত এই বিজ্ঞানীদের কাণ্ডকারখানা ২ বইতেও বিজ্ঞানীদেরর মজার সব অসাধারণ ঘটনা নিয়ে হাজির হয়েছেন। এসব ঘটনা মাঝে মাঝে রুপকথার গল্পকেউ হার মানায়। বিজ্ঞানীদের জীবনে আছে হাসি,কান্না,আনন্দ,বেদনা। অনেকক্ষেত্রে দেখা যায় এটা তাদের পেশা,আবার দেখা যায় আবিষ্কারের নেশা।

বিজ্ঞানীদের কাণ্ডকারখানা ১ বইতে বিজ্ঞানীদের যেসব মজার সব গল্প মিস হয়েছে সেগুলো পাবেন বিজ্ঞানীদের কাণ্ডকারখানা ২ বইতে।  এ বইয়ের উল্লেখযোগ্য টপিকগুলো হচ্ছে- লুই পাস্তর এর মন্দ জীবাণুদের ত্রাস,টেসলার জেদ,অগাস্টা এডা-প্রথম প্রোগ্রামার,বেগুনি রংরেয ইতিকথা, শশীকান্তের বিপদ,শেওডাতলীয় মেঘনাদ-বিপ্লবী বিজ্ঞানী,বোস বাবুর জেদ,গণিতপ্রেমী কাজী আজিজুল হক,ভিনগ্রহের এলিয়েন শিকারি-জোসেলিন বেল বার্নেল, লুকানো নোবেল মেডেল-নাৎসীদের বোকা বানানো ইত্যাদি।

এখন পর্যন্ত যে সকল বই সম্পূর্ণ আপলোড করা হয়েছে তার তালিকা দেখুন:(pdf link সহ) 
# ভাইরে,আপুরে
# প্যারাডক্সিক্যাল সাজিদ-১,২
# রবিন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি
আরও অনেক বই সম্পূর্ণ আপলোড করা হয়েছে যা এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নি। সেগুলো এই ওয়েবসাইটের পিডিএফ লিস্টে খুজলেই পাবেন।
bigganider kando karkhana-1,2 pdf download
বিঃদ্রঃ অবশ্যই বইটার একটা হার্ডকপি রকমারি অনলাইন বুক শপ অথবা নিকটস্থ লাইব্রেরি থেকে ক্রয় করুন।

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!