Others PDF Books

Bolobidda pdf সম্ভাবনা, বলবিদ্যা ও বিচ্ছিন্ন গণিত (book)

পদার্থবিজ্ঞান মানেই গণিত আর বিভিন্ন পরিস্থিতির খেলা। কারণ উভয় বিষয় গাণিতিক যুক্তির মাধ্যমে যেকোনো সিদ্ধান্তে পৌঁছানোর কাজটি করে থাকে।
পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি হলো সূত্র, আর গাণিতিক পদার্থবিজ্ঞানে ভালো করার জন্য সূত্রের কোনো বিকল্প নেই। তাই মূল সূত্রগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
তাত্ত্বিক পদার্থবিজ্ঞান এবং এর সংশ্লিষ্ট শাস্ত্র গাণিতিক পদার্থবিজ্ঞানে সাধারণত অনুকল্পসমূহ প্রস্তাব করা হয়, আর পরীক্ষামূলক পদার্থবিজ্ঞানে এই অনুকল্পগুলিকে প্রকৃতির সাথে পরীক্ষা করে দেখা হয়। এই দুই শাখা একে-অপরের পরিপূরক: তত্ত্বসমূহ পরীক্ষা করা হয় ও পরীক্ষাশেষে উন্নততর তত্ত্ব প্রস্তাব করা হয়, যেগুলো আবার পরীক্ষা করা হয় এবং এভাবেই ক্রমশ চলতে থাকে।
\
পদার্থবিজ্ঞানের গবেষণা মূলত শিক্ষা প্রতিষ্ঠান বা পেশাদারী পরীক্ষাগারে সম্পন্ন করা হয় এবং আধুনিক যুগে ব্যক্তিগত উদ্যোগে গবেষণা হয় না বললেই চলে। তাত্ত্বিক কাজকর্ম মূলত ব্যক্তিগত হলেও তা অন্যান্য পদার্থবিজ্ঞানীদের সাথে আলোচনা ও সহযোগিতার ভিত্তিতেই ঘটে। বর্তমান আধুনিক যুগে পদার্থবিজ্ঞানীরা সাধারণত পদার্থবিজ্ঞানের যে-কোন একটি বিশেষ ক্ষেত্রের উপর দক্ষতা অর্জন করেন, যা অতীতের পদার্থবিজ্ঞানীদের কর্মপন্থার বিপরীত।
 অন্যদিকে নিউটন, অয়লার বা গাউসের মত পদার্থবিজ্ঞানের বিভিন্ন আলাদা শাখার প্রতিটিতে যথেষ্ট অবদান রেখেছেন, এরকম আধুনিক পদার্থবিজ্ঞানী খুঁজে পাওয়া দুষ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!