HSC Math 1st, 2nd paper all book and notes Pdf Download

hsc higher math 1st, 2nd paper pdf download

উচ্চ মাধ্যমিক এর গণিতের সকল বইয়ের পিডিএফ লিংক নিচে দেওয়া হল। আসা করি, hsc higher math book এর এসব বই পেয়ে সবাই উপকৃত হবেন।

➤ Hsc MATH 1ST paper Test Paper pdf- Download

➤ Hsc MATH 2ND paper Test Paper pdf- Download

 ➤ উচ্চতর গণিত ১ম পত্র (কেতাব উদ্দিন স্যার): –

➤ উচ্চতর গণিত ২য় পত্র বই কেতাব উদ্দিন: –  ২:

উচ্চতর গণিত ১ম পত্র সমাধান এস ইউ আহাম্মদ PDF ফাইল
or উচ্চতর গণিত প্রথম পত্র সমাধান (এস ইউ আহাম্মদ ও এম এ জব্বার)Downloadclick here(2nd link)
or, উচ্চতর গণিত প্রথম পত্র সমাধান Pdf  –  click here

or  hsc Higher Math Solution 1st Part(PoragEducation.com).pdf – click here

উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত ২য় পত্র সমাধান pdf Download
or উচ্চতর গণিত ২য় পত্র সমাধান কেতাব উদ্দিন : Pdf Download

যারা গণিত নিয়ে মজায় মজাই সহজে শিখতে চান তাদের জন্য গণিত নিয়ে লেখা ৪৩টি বইয়ের লিংক দেওয়া হল-  Pdf links

উচ্চতর গণিত সমাধান ১ম পত্র মো. কেতাব উদ্দিন – Higher Math 1st Paper Solution by Md. Ketab Uddin pdf download

বইয়ের নামঃ উচ্চতর গণিত সমাধান ১ম পত্র
লেখকঃ মো. কেতাব উদ্দিন
প্রকাশনীঃ এস. কে. পাবলিকেশন্স
কৃতজ্ঞতাঃ অরিজিনাল আপলোডার
প্রকাশকালঃ ২০১৮
সাইজঃ ২৫.৪ এমবি
পাতাঃ ৪৯১
ফরম্যাটঃ পিডিএফ
Download link 1 or
Download link 2 or
Download link 3 or
Download link 4
 Higher Math (HSC) by S U Ahmed Full file Download – click here (12MB)

————————————–

অক্ষরপত্র উচ্চতর গণিত ১ম পত্র Pdf notes Download

গণিত বোঝার বিষয়, প্রয়োগের বিষয়। এটি শুধুমাত্র মুখস্থ করে শেখা সম্ভব ন্য। জ্ঞান বিজ্ঞানের গবেষণায় গণিত বিষয়টির প্রয়োগ বিশ্বব্যাপী। আর এজন্য শিক্ষার্থীদের বোধগম্যতাকে গুরুত্ব দিয়ে তত্ত্ব,উপাত্ত,শ্রেণি কাজ ও বাস্তবধর্মী সৃজনশীল প্রশ্নের পাশাপাশি ব্যবহারিক গণিতের আলোচনা সুন্দর ভাবে করা হয়েছে যাতে করে সহজ ও সাবলীল ভাবে শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারে।

লেখকঃ প্রফেসর অসীম কুমার সাহা, প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক, মোঃ নূরুল ইসলাম
প্রকাশকঃ অক্ষরপত্র
এডিশনঃ মে-২০১৮ সাল

➤ অক্ষরপত্র ১ম পত্র প্রথম অধ্যায়ঃ
প্রশ্নপত্রঃ Q Pdf link 1
সমাধানঃ Ans Pdf link 1

➤ অক্ষরপত্র ১ম পত্র দ্বিতীয় অধ্যায়ঃ
প্রশ্নপত্রঃ Q Pdf link 2
সমাধানঃ Ans Pdf link 2

উচ্চতর গণিত ২য় পত্র notes Download

নোটঃ বাস্তব সংখ্যা ও অসমতা pdf
https://drive.google.com/file/d/1NS3TM_RarPESL_q9oNMV1m9-I4YXUELt/view?usp=drivesdk

➤  যোগাশ্রয়ী প্রোগ্রাম

➤  আগের ১২টি পোস্টে ছিল-
১.বৃত্ত
২.কনিক
৩.ত্রিকোণমিতিক অনুপাত
৪.জটিল সংখ্যা
৫.সরলরেখা
৬. ফাংশন
৭.সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত
৮.বাস্তব সংখ্যা ও অসমতা
৯. বহুপদী ও বহুপদী সমীকরণ
১০.দ্বিপদী বিস্তৃতি
১১.বিস্তার পরিমাপ ও সম্ভাবনা
১২.বিন্যাস ও সমাবেশ
মোঃ তৌকির, ইইই-১৮(চুয়েট)
all note linkclick here

উচ্চতর গণিত কেতাব উদ্দীন Pdf Download

বই : উচ্চতর গণিত প্রথম পত্র
লেখক : কেতাব উদ্দীন
ধরণ : রোমান্টিক
প্রথম সংস্করণ : জুন, ২০১৭
মুদ্রিত মূল্য : ১৬৬.০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা : ৩৪৩
পার্সোনাল রেটিং : ৫/৫
আপনারা অনেকেই বলেন যে, এসব এত্ত ম্যাথ করে কী লাভ! আমিও একসময় তাই ভাবতাম। কিন্তু সুদীর্ঘকাল গবেষণা করে আমি যা বুঝলাম, তা হলো, আমাদের ইন্টারের যে ম্যাথ ফার্স্ট পেপার বইটা আছে, তা একটা পূর্ণাঙ্গ রিলেশনশিপের চিত্র প্রকাশ করে! অবাক হচ্ছেন? বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন, আপনাদের বিশ্বাস করাতে সাহায্য করি একটু!
একজন মানুষ যখন সিঙ্গেল থাকে, যতক্ষণ পর্যন্ত সে কারও প্রতি ক্রাশ খায়নি, ততক্ষণ তার মন f(x) এর ফাংশনের মতো কাজ করে। এখানে x এর স্থানে আপনি সাদিয়া, নাদিয়া, ফারিয়া, মালিহা, মারিয়া কিংবা রাশেদ, রাসেল, রনি, জনি যে কাউকে বসাতে পারেন। এক্ষেত্রে আপনি যেমন ব্যক্তিকে চলক হিসেবে নিবেন, ফলাফল তেমন পাবেন!
মনের মানুষ তো খুঁজে পেলেন, এবার তো তাকে ইমপ্রেস করতে হবে, নাকি! ইমপ্রেস করতে গেলে আপনাকে তাকে খুটিয়ে খুটিয়ে দেখতে হবে, 90 ডিগ্রি কোণে দেখলে তাকে কেমন লাগে, 45 ডিগ্রি কোণে দেখলে তাকে কেমন লাগে, তার গালে পড়া টোল নাকের সাথে কত চাপ তৈরি করে, এই জিনিসগুলো আয়ত্ত করে মনের মানুষকে ইমপ্রেস করার শিক্ষা দেয় ত্রিকোণমিতি।
রিলেশনে জড়ানোর পর আপনাদের দুটি মনকে যদি দুটি বিন্দু হিসেবে কল্পনা করি, তাহলে অবশ্যই চাবেন যতটা কাছে থাকতে পারা যায়। আমরা জানি, দুটি বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্বই হলো সবচেয়ে কম দূরত্ব। অর্থাৎ রিলেশনে জড়ানোর পর কীভাবে সবচেয়ে কাছাকাছি থাকা যায়, তা সরলরেখা পাঠের মাধ্যমে জানা যাবে।
বিভিন্ন উপলক্ষে ভালোবাসার মানুষকে গিফট দিতে সবাই চায়, এখন অনেকগুলো গিফট পাওয়ার পর সেই গিফটগুলোকে আপনি কীভাবে রাখবেন, সারি আকারে নাকি কলাম আকারে, বর্গাকারে নাকি আয়তাকারে তা জানতে পারবেন ম্যাট্রিক্সের মাধ্যমে।
একই গিফট কতভাবে দিতে পারেন, কত উপায়ে ভালবাসা দিবস বা জন্মদিন উদযাপন করতে পারেন, কোনো শপিংমলে গিয়ে শতসহস্র গিফটের মাঝে মনের মানুষের জন্য সেরা গিফটটা কীভাবে বাছাই করতে পারেন, সে ব্যবস্থাও করে রেখেছে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস। এজন্য চোখ রাখতে হবে বইটির পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশে।
যখন মনের মানুষের সাথে কথা বলবেন, তখন একটা সময় পর দেখা যাবে কথাবার্তা একটা চক্রে আবর্তন করছে। কী করো? কেমন আছ? খাইছ? ইত্যাদি থেকে শুরু করে আবার ঐ কেমন আছ? কী করো? খাইছ? এখানেই এসে শেষ হবে! যা হুবুহু মিলে যায় বৃত্তের সংজ্ঞার সাথে! যার কেন্দ্র আপনার মনের মানুষ!
একটা রিলেশনে টুকটাক সমস্যা বা ঝগড়াঝাটি হতেই পারে। মানে হওয়াটা স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। এখন এই সমস্যাগুলোকে ব্যবকলন করতে করতে একদম শূন্যের কোঠায় নিয়ে আসার শিক্ষা দিবে আপনাকে অন্তরীকরণ। অন্তরীকরণ আপনাকে আরও শিক্ষা দিবে, সবচেয়ে কম খরচে কীভাবে ডেটিং সুসম্পন্ন করা যায়।
হেমন্তের বিকেল কিংবা সন্ধ্যায় আপনার মনের মানুষের সাথে রিকশায় ঘুরছেন, এমন সময় হঠাৎ সে হাজারও মানুষের নজরকে উপেক্ষা করে আপনার হাত চেপে ধরল, অথবা পরীক্ষার হলে প্রবেশের পূর্বে কানের কাছে মুখ নিয়ে বলল, ‘ভালোবাসি’। এই খুব ছোট্ট অথচ অমূল্য মুহূর্তগুলোকে পুঁজি করেই এগুলোর অনুভুতিগুলোকে বর্ধিত করতে করতে কীভাবে গোটা জীবন কাটায় দিতে পারেন, একমাত্র যোগজীকরণের অধ্যয়নের মাধ্যমেই তা জানা যেতে পারে!
এই ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুভূতিগুলোকে আপনি কত বৃহৎ আকারে গ্রহণ করতে পারেন কিংবা বৃহৎ সমস্যাগুলোকে কত ক্ষুদ্রাতিক্ষুদ্র আকারে পরিণত করতে পারেন, তার উপরই নির্ভর করবে আপনার রিলেশনের দিক। এগুলোই বলে দিবে আপনার রিলেশনের গতি অগ্রগামী নাকি পশ্চাতমুখী হবে। আর আমরা সকলেই জানি, গতীয় দিক বর্ণনার ক্ষেত্রে ভেক্টরের বিকল্প নেই কিছু।
উপর্যুক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে, প্রেমে সফল হতে হলে ম্যাথ করার বিকল্প নেই। যত বেশি ম্যাথ শিখবেন ও বুঝবেন, প্রেমের বাজারে টিকে থাকার সম্ভাবনা ততই বাড়বে আপনার। এজন্যই কবি বলেন,
‘যে প্রেমিক ভালোবাসে না গো ম্যাথ,
প্রেমিক নয় তো সে, সে পুরাই খ্যাত!’
লেখা: ২৮-১১-২০১৯ খ্রিষ্টাব্দ

যারা গণিত নিয়ে মজায় মজাই সহজে শিখতে চান তাদের জন্য গণিত নিয়ে লেখা ৪৩টি বইয়ের লিংক দেওয়া হল-  Pdf links

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *