'অনুপ্রেরণামূলক বই PDF Books (All) - মোটিভেশনাল বই PDF Books (বিশাল কালেকশন)আয়মান সাদিক সকল বই PDF (All) - Ayman Sadiq book PDF (All)

Never Stop Learning Ayman Sadiq book Pdf Download II নেভার স্টপ লার্নিং বাংলা পিডিএফ ডাউনলোড

Never Stop Learning Bangla Pdf Download

Book: Never Stop Learning

Written: Ayman Sadiq
Review Written: Asraful Porag
 

নেভার স্টপ লার্নিং আয়মান সাদিক pdf:

তোমাকে শেখার মানসিকতা ধরে রাখতে হবে শিক্ষা গ্রহণে উৎসাহী হওয়া উচিত, উদ্ধিগ্নতা নয়।
শেখার কোনো শেষ নেই শেখার নির্দিষ্ট কোনো স্থান,কাল কিংবা বাধা ধরা নিয়ম নেই প্রতিদিনই আমরা নতুন নতুন অনেক কিছু জানতে পারতেছি,শিখতেছি অনেককিছু।
তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা একদিকে যেমন জরুরি,তেমনি বাস্তব ও কর্মমুখী শিক্ষাও তেমনি জরুরি।

আমরা স্বপ্ন দেখি দক্ষ,সুস্থ,সুন্দর মানসিকতার নগরীতে বসবাসের যে নগরীর প্রত্যেকটা মানু্ষের কিছু সুন্দর স্বপ্ন থাকে মনে রাখবে, দৃষ্টিভঙ্গি বদলালে,বদলে যাবে সমাজ।
জীবণ থেকে নিজেকে খুজে নিতে হবে সুন্দর মানুষিকতা গড়ে তোলা খুবই জরুরি।

তোমার নিজের আইডিয়াগুলোকে কখনো ছোট করে দেখবে না। এসব আইডিয়াকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাও।
ছোট্ট এই আইডিয়াগুলোই হতে পারে তোমার বড় হওয়ার প্রথম পদক্ষেপ। মনে রাখবে,-“গ্রেট মাইন্ডের লোকেরা আইডিয়া নিয়ে আলোচনা করে,এভারেজ মাইন্ডের লোকেরা ঘটনা নিয়ে আলোচনা করে,আর ছোট মনের মানুষেরা অন্যকে নিয়ে আলোচনা করে।”

পৃথিবীতে সফলতা লাভে নিজের উপর বিশ্বাস রাখাটা খুবই জরুরি।
বিশ্বাসের পাশাপাশি দরকার ধৈর্য ও অধ্যাবসায়ের। এছাড়া,অনুপ্রেরণা অর্থাৎ পজেটিভ এনার্জি থাকলে অনেক অসাধ্যও জয় করা সম্ভব।
জীবনের পরিসীমায় বিভিন্ন সময় বিভিন্ন পরিক্ষার সম্মুখীন হতে হয় আমাদের। যেমন একজন স্টূডেন্টকে নির্দিষ্ট একটা পিরিয়ড পর গুরুত্বপূর্ণ কিছু পরিক্ষার সম্মুখীন হতে হয়। সিদ্ধান্ত নিতে হয় পরবর্তী জীবনের। এযেন ভবিষ্যৎ পরিকল্পনা। তাই এসময়গুলোতে আমাদের খুবই মনোযোগী হতে হবে।

কোন কাজে যাতে ক্লান্তি না আসে এবং অশান্তি না আসে এজন্য আমাদের নিয়ন্ত্রিত জীবণযাপন করতে হবে। এছাড়া,মনকে সবসময় প্রফুল্ল রাখতে হবে। এজন্য কিছু ভাল বই পড়তে হয়,কিছু ভাল মানূষের সাথে মিশতে হয়। সর্বোপরি ভাল কিছু কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে হয়।

দরিদ্র মোরে করেছে মহান..-হ্যা ঠিকই শুনেছেন।
এটা আপনাকে সামনের পথে এগিয়ে যেতে সাহায্য  করবে। এজন্য জ্ঞান আহরণে আপনাকে ক্ষুধার্ত থাকতে হবে। আর,একটুখানি বোকা থাকতে হবে😊।জানেনই তো,অতি চালাকের গলায় দড়ি😂😆…..
 
জীবনে চলার পথে খারাফ সময় আসতেই পারে। তাই বলে ঐটা মাথায় নিয়ে ঘুরে গোলযোগ বাড়ানোর কোনো মানেই হয় না। তাই, সমস্যা নিয়ে না ভেবে সমস্যা সমাধান নিয়ে ভাবা উচিত।
সবশেষে একটা কথা বলি- মামা,লাইফ ইজ জাস্ট বিগান। ক্যারি অন,ক্যারি অব।নাথিং’স রেলি ম্যাটার😆….
আর,তথ্যের সংগে থাক,জ্ঞানের সংগে থাকুন,প্রযুক্তির সংগে থাকুন।
আর Ayman sadiq ভাইয়ের মত আমিও বলব-Never Stop Learning.

[একটা সত্য কথা:- একসময় আমিও প্রচুর বই পড়তাম। এখন কেন জানি এতটা পারি না। সত্যি বলতে এ বইটিও পুরোটা পড়িনি। সাধারণত এখন আমি একটা বইয়ের কি-ওয়ার্ডগুলো এনালাইসিস করি। এ বইটাও এর ব্যতিক্রম নয়। এটা অনেকটা SEO এর মত, তাই নয় নি?]

—————————————————–

 ayman sadiq book pdf download 

 

never stop learning ayman sadiq book pdf download

 

Never Stop Learning ayman sadiq book Pdf Download DirectLink: click here(29 mb)[GoogleDrive link]

বিঃদ্রঃ বিঃদ্রঃ এত্ত সুন্দর একটি বইয়ের হার্ডকপি আপনার সংগ্রহে রাখতে কেন এত বিলম্ব হচ্ছে?।সামর্থবান পাঠকদের উদ্দেশ্যে অনুরোধ রইল,বইটির একটা hardcopy নিকটস্থ লাইব্রেরি অথবা অনলাইন শপ থেকে ক্রয় করুন।

আপলোডকৃত অন্যান্য PDF তালিকা দেখুন:(Click for pdf link)

আমাজনিয়া

never stop learning pdf : click here

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!