Others PDF Books

প্রিয়তমা তোমাকে যেভাবে চাই PDF রিভিউ (Download)

প্রিয়তমাকে নিয়ে নতুন জীবনে কতশত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য। অথচ দুদিন না যেতেই তাকে ঘিরেই সব আয়োজন, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কি আর কারণ? কী এর প্রতিকার? একজন স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে কীভাবে চান, কীভাবে স্ত্রী হিসেবে জীবনযাপন করলে সংসার সুখের এবং স্থায়িত্ব পাবে, সেসকল বিষয় সহ পরকালীন জীবনের প্রতি গুরুত্বারোপ করে ছন্দবদ্ধ ভাবে কবিতায় উপস্থাপন করেছেন প্রতিটি বিষয়। ফেসবুকের কল্যাণে পড়া কবিতাগুলো বইটি প্রকাশের আগ থেকেই উচ্ছ্বসিত করেছে পাঠকমহলকে। আপনিও সংগ্রহে রাখতে পারেন অনবদ্য এ প্রিয়তমা তোমাকে যেভাবে চাই বইটি।

বইয়ের বিবরণ-

book প্রিয়তমা তোমাকে যেভাবে চাই (priyotoma tomake jevabe chai)
Author
Publisher
format pdf
Edition 1st Edition, 2023
Number of Pages 110
Category ধর্মীয় ও ভক্তিমূলক কবিতা
collection new book

বইয়ের রিভিউ

বইটি থেকে নেওয়া একটা কবিতা দেওয়া হল-

ঘুমের পরী – প্রিয়তমা

একটি গল্প শোনো ঘুমের পরির
আমার পাশেই এসে ঘুমায় সে রোজ,
বিমুগ্ধ চেয়ে থাকি নির্ঘুম চোখে
ঘুমের ঘোরেই করে আমাকে সে খোঁজ!

আরে নাহ্‌ চাঁদ নয় এ তো তার মুখ,
হুর নয় নূর নয় তবু এত আলো
ভরে দেয় হৃদয়ে সে পৃথিবীর সুখ ।

ঘুমন্ত মুখে তার এতমায়া প্রেম
মন চায় সারারাত শুধু য়ে রই,
জেগে উঠে মেলে দিলৈ ‘পাপড়ির দোর
দুটো চোখ যেন তার নয়া ছাপা বই।

সেই বই লেখা কোন বর্ণমালায়
জানি না তা আমি তবু পড়ি অপলক,
আমৃত্যু সেই বই একা পড়ে যেতে
অধিকার শুধু এই পাঠকের হোক।

হয়তো বা বই নয় তাকে পড়ে ফেলি
হয়তো বা পড়ি না তো দেখি তার রূপ,
হয়তো বা রূপ নয় অপরূপ কিছু
আমি শুধু চেয়ে রই হয়ে নিশ্টুপ।

আমার মনের মতো লিখে দিই সব,
হৃদয় টেবিলে তার একক দখল
মনের শহরে তাকে করি অনুভব।

গোলাপের পাপড়ির মতো দুটো ঠোঁট
কোমলতা ভরা তার প্রতিটি পরশ,
মাদকতা অনুভব করি তার ঘাণে
স্পর্শেই হয়ে যায় হৃদয় হরষ।

তুমি কেন হেসে হেসে হয়ে গেলে লাল
আমি তো এখনো তার বলিনি যে নাম,
যদিও তুমিও দেখো আয়নায় তাকে

তার মাঝে নিজেকেই, আ্রামি হারালাম ।

জীবনের চেয়েও যে অমূল্য দাম,
সেই পরী চাঁদ শুধু তুমি প্রিয়তমা
ভালোবাসা ছিল আছে রবে অবিরাম।

Ebook পিডিএফ ভার্সন

এটি প্রিয় মানুষ কে উপহার দেওয়ার জন্য আদর্শ একটি বই। প্রিয়তমা তোমাকে যেভাবে চাই pdf download : priyotoma tomake jevabe chai ebook not available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!