SEO Bangla Tutorial PDF (৫টি বই থেকে শিখুন) Full course || On Page SEO, Off Page SEO, Technical SEO Checklist & Pdf Download
SEO Bangla Tutorial Full Course
বাংলা ভাষায় SEO নিয়ে খুব বেশি কোর্স নেই,যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগই দেখলাম পেইড ভার্সন। তাই PoragEducation এর পক্ষ থেকে SEO নিয়ে একটি full course চালু করেছি।
এডভান্স লেভেলের seo bangla tutorial নিয়ে এ full course টি পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফ্রি-তে। একেবারে খুঁটিনাটি থেকে শুরু করে সব ধরনের seo method শেখানো হবে এ কোর্সে।
★Part 2 Click Here To Download
» What is SEO?
SEO এর meaning হচ্ছে search engine optimization । ওয়েবসাইট seo করা থাকলে user রা search engine এ তথ্য খোজ করলে আমাদের সাইটের কন্টেন্ট খুজে পেতে সহজ হয়। এতে করে সাইটে ভিসিটর/ট্রাফিক বাড়ে। ভাল seo দ্বারা সার্চ ইঞ্জিনগুলোর প্রথম পেজে আমাদের সাইটের কন্টেন্টগুলো রেংক পাওয়া সম্ভব। এজন্য ওয়েবসাইটকে seo ফ্রেন্ডলি করা শেখাটা জরুরি।
আমরা যেকোন কিছু সার্চ ইঞ্জিন যেমন গুগলে কি-ওয়ার্ড দিয়ে সার্চ করি। তাই seo এর প্রথম শর্ত হচ্ছে আমরা যে সাইট বিল্ড করব ঐটার জন্য ভাল কি-ওয়ার্ড নির্বাচন করা অর্থাৎ নিশ সাইট এর কি-ওয়ার্ড নির্বাচন করতে কেয়ারফুল হতে হবে। আর গুগলে আমাদের সাইটকে প্রথমে পেতে হলে সাইটের ভ্যালু দরকার।যে সাইটের ব্যাকলিংক বেশি সে সাইট তাড়াতাড়ি রেংক করবে। আশা করি seo এর ব্যাপারটা খুব সহজ ভাষায় বুঝাতে পেরেছি। এ কোর্সে এসকল বিষয় নিয়মকানুনসহ নিখুঁতভাবে বিস্তারিত ব্যাখ্যা করা হবে এবং সাইট কিভাবে র্যাংক করানো হয় তা লাইভ দেখানো হবে।
SEO প্রধানত দুই ধরনের হয়ে থাকে। যথা-
(১) website এর ভেতরে যে seo গুলো করা হয় সেগুলোই হচ্ছে on page seo.
[বিস্তারিত এখানে দেখুন]
(২) আর, website এর বাইরে যে seo গুলো করা হয় সেগুলোই হচ্ছে off page seo.
[বিস্তারিত এখানে দেখুন]
এছাড়াও,
search engine এর rules মেনে চলে seo করার পদ্ধতিগুলো হচ্ছে White hat seo.
আর,search engine এর rules মেনে না চলে seo করার পদ্ধতিগুলো হচ্ছে Black hat seo.
» SEO কেন করতে হয়?
ওয়েবসাইটে ট্রাফিক/ভিসিটর আনতে, youtube এ ভিসিটর পেতে seo করা লাগে।
» SEO করাটা কিভাবে শিখব?
আমাদের সাইট ফলো করে সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে শিখতে পারবেন।
বর্তমানটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যুগ। বর্তমান সভ্যতার সাথে তাল মিলিয়ে চলতে হলে seo এর কাজ শেখা লাগবে। seo সেখার মাধ্যমে একদিকে যেমন আমরা আমাদের সাইটে ভিসিটর বাড়াতে পারি, ঠিক তেমনি বিভিন্ন মার্কেটপ্লেসে,ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারি।
ব্যাসিক থেকে শুরু করলে আশা করি মোটামুটি ৩ মাসে ভাল আইডিয়া অর্জন করতে পারবেন।
Types of SEO
seo এর প্রকারভেদ নিম্নরূপঃ
প্রধানত seo দুই ধরনের হয়ে থাকে-
• on page seo[বিস্তারিত এখানে দেখুন]
• off page seo[বিস্তারিত এখানে দেখুন]
এছাড়াও রয়েছে,
• technical seo[বিস্তারিত এখানে দেখুন]
এই টেকনিক্যাল seo কে অনেকে on page seo এর ক্যাটাগরিতে স্থান দেন।
কাজের ধরণ অনুযায়ী seo কে দুইভাবে ভাগ করা হয়েছে-
• white hat seo
• black hat seo
মার্কেটপ্লেসে বিজনেস অনুসারে-
• Local SEO[বিস্তারিত এখানে দেখুন]
• Global SEO
on page seo bangla tutorial
website এর ভেতরে যে seo গুলো করা হয় সেগুলোই হচ্ছে on page seo.
On page Seo একটু যত্ন সহকারে ঠিকভাবে করলে গুগল রেংকিং পাওয়া খুবই সহজ হয়।
On Page SEO Checklist সহ বিস্তারিত কোর্সটি আলোচনা করা হয়েছে।
[বিস্তারিত এখানে দেখুন]
Off Page SEO bangla tutorial
website এর বাইরে যে seo গুলো করা হয় সেগুলোই হচ্ছে off page seo.
on page seo করাটা যতটা সহজ, off page SEO করাটা ততটা কঠিন।
আমার off page seo কোর্সে সর্বমোট ২০টি off page strategy নিয়ে আলোচনা করেছি।
Off Page SEO Checklist সহ বিস্তারিত কোর্সটি আলোচনা করা হয়েছে।
[বিস্তারিত এখানে দেখুন]
Top Search Engine
What is Search Engine:
বিভিন্ন ধরনের search engine রয়েছে। এসব সার্চ ইঞ্জিন দ্বারা userরা তথ্য খোজ করে থাকে এবং সার্চ ইঞ্জিনগুলো userকে তথ্যটি প্রদর্শন করে।
Top Ten Search Engine-
SEO এর ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে Google
তাই গুগলের বিভিন্ন এলগোরিদম সম্পর্কে জানা প্রয়োজন।
গুগল যতবার এলগোরিদম চেঞ্জ করে ততবার কিছু না কিছু পরিবর্তন লক্ষ করা যায়।
সার্চ ইঞ্জিনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়ার ফলে গুগল অনেক কিছুই নিজ থেকে বুঝে নিতে পারে।
গুগলের সর্বশেষ এলগোরিদম আপডেট এর ফলে অনেক কিছুই চেঞ্জ হতে পারে। তাই ভাল হয় সর্বশেষ আপডেটগুলো সম্পর্কে নূন্যতম কিছু ধারণা হলেও জেনে জানা থাকে।
তবে গুগলের সব নিয়ম মেনে চললে এসব আপডেট নিয়ে এত চিন্তার কিছুই নেই,সাইটে তেমন প্রভাব ফেলবে না।
ক্যারিয়ার হিসেবে এসইও ও ইনকামঃ
একজন seo expert এর ভ্যালু বর্তমানে যেমন আছে ভবিষ্যতেও থাকবে। যেকোনো appএর seo সেবা দিতে পারবেন। যতদিন ওয়েবসাইট,ইন্টারনেট এর অস্তীত্ব থাকবে,ততদিন এর ভ্যালু থাকবে,বরং বেড়েই চলবে। seo কে পেশা হিসেবে নিলে অনলাইনে যেমন কাজের বিশাল পরিধি রয়েছে তেমনি অফলাইনেও বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করা যাবে। এক্ষেত্রে লোকাল এসইও এর পাশাপাশি ওয়ার্ল্ডওয়াইড এসইও নিয়ে কাজ করতে পারবেন।
যেসব জায়গায় কাজ করতে পারবেন-
» নিজে সাইট তৈরি করে ব্লগিং করে ট্রাফিক এনে বিজ্ঞাপন দিয়ে ইনকাম করতে পারেন।
» অন্যের সাইটে seo friendly আর্টিকেল লিখে ইনকাম করতে পারেন।
» বিভিন্ন ই-কমার্স সাইটের সেল বাড়িয়ে প্রমোশনের কাজ করতে পারেন।
» বিভিন্ন এপসের এসইও সেবা দিয়ে বিনিময়ে প্রচুর অর্থ ইনকাম করতে পারেন।
» লোকাল কোম্পানির seo সেবা দিতে পারেন।
» নিজেই affiliate marketing করতে পারেন।
Google Copyright Claim: কেউ যদি Digital millennium copyright Act (DMCA) না মেনে আপনার সাইটের আর্টিকেল,কন্টেন্ট কপি করে তার সাইটে পোস্ট করে করে তাহলে আপনি copyright content রিমুভ করতে পারবেন। এজন্য আপনাকে complain file ফর্ম তৈরি করতে।
এভাবে কপিরাইট কন্টেন্ট রিমুভ করতে পারবেন।
SEO Bangla Pdf book download
seo নিয়ে বাংলা ভাষায় খুব বেশি বই নেই। তবু আমি সর্বাত্বক চেষ্টা করেছি যে বইগুলো রয়েছে ঐগুলোর pdf দিতে। উল্লেখ্য যে, যেবইগুলো রয়েছে সেগুলো অনেক পুরাতন। যার ফলে google algorithm আপডেটের পর এসব বইয়ের অনেক টিউটোরিয়াল কার্যকর নয়। তাই সবচেয়ে ভাল হয় আমাদের এ সাইটের নতুন নতুন সব SEO technique দ্বারা নিজেকে professional SEO expert হিসেবে তৈরি করা।
SEO Bangla Pdf Download || Web Development Bangla Pdf Download
» NShamim On Page SEO Pdf Download: click Here
off page seo tutorial pdf in bangla :-
»
»
»
»
»
শীঘ্রই আপলোড দেওয়া হবে।
high traffic builder seo tutorial
SEO Course best site
nice