Eng Shortcut Note

Shortcut Paragraph: Part-01 || পর্ব-০১ : শর্টকাট ফর্মুলায় প্যারাগ্রাফ-রচনা-টপিক শিখি

::Working Person(খেটে খাওয়া মানুষ) সম্পর্কিত যেকোনো প্যারাগ্রাফ-রচনা-টপিক লেখার কৌশল::
  দুইটি নির্দেশনা:-         
* প্রথমত,যে paragraph/composition/topic শিখবে গাইডবই থেকে সেটির সংজ্ঞা(definition),উদাহরণ(example)সহ হুবহু কিছু গুরুত্বপূর্ণ বাক্য(sentence)  শিখবে +
  * তারপর,আমার দেওয়া  নিচের sentence  গুলো শিখে তা প্রয়োগ করবে + নিজথেকে বানিয়ে লিখতে পারবে চেষ্টাকরবে আরও বাড়টি লিখার  
  ***যেসব স্টূডেন্ট নিজেদের ইংরেজীতে দুর্বল মনে করে তাদের জন্য এটা শেখা খুবই প্রয়োজন)*** 
 এই শর্টকাট নোট শিখে যে Topics গুলা লিখতে পারবে সেগুলোর নাম সমুহ(শুন্যস্থানে Topicsগুলা বসাবে)::-  
A boatman
A postman
A farmer
A fisherman
A rikhshaw puller
A street hawker
A village doctor
etc
A self employed man is a great asset of a society._______is a self employed man in our society.Heis a common figure in our society/country. He is a person who work by all day and night.Usually, he lives in a slum or a small hut.He is very hard-working, strong bodied man. He is sociable,sweet-voice and gentle in nature. He is a man of great importance in our society. He is such a great friend to us. His servant is very importance to the society.The sun or the rain cannot stop him from his duty.He does his duty regularly and sincerely.He does not take any rest.He works just like a machine.He works for the betterment of all the people in our society.
Though he works hard,he leads a very sorrowful life.His sorrow knows no bounds when he in ill. Sometimes,he has to starve with his family.He can not educate his children owing to acute poverty. He lives misery and dies in misery.He has no security in our society.Yet,he is happy because he earns honestly.
He leads very simple life. His life is full of sorrows and sufferings. He lives from hand to mouth.Although he serves to the nation, he is often deprived of his rights. Therefore,we should help him so that he can lead a decent life.
In conclusion,it can be said that His importance is very great.Our life is impossible without his sincere and honest serve.So we should love him from our heart.

shortcut paragraph part 01:
বাংলায় অনুবাদঃ-
একজন স্বনির্ভর কর্মচারী সমাজের অনেক বড় একটা সম্পদ। _______ একজন সমাজেরস্বনির্ভর কর্মচারী।  সে আমাদের সমাজের পরিচিত মুখ। সে এমন একজন ব্যক্তি যে সারাদিন-রাত কাজ করে। সাধারণত,সে একটা ছোট বস্তিতে বাস করে। সে খুব পরিশ্রমী,শক্তিশালী মানুষ। সে সামাজিক, সুরেলা কন্ঠ ও ভদ্র স্বভাবের মানুষ। সমাজের জন্য তার সেবা খুবই গুরুত্বপুর্ণ। রোদ-বৃষ্টি কোনো কিছু তার কাজ থেকে তাকে থামাতে পারে না। সে তার কাজে নিয়মিত ও সময়নিষ্ট। সে কোনো বিশ্রাম নেয় না। সে অনেকটা মেশিনের মত কাজ করে। সে সমাজের মানুষের ভালর জন্য কাজ করে।
যদিও সে কঠোর পরিশ্রমী,সে খুব দুঃখদায়ক জীবনযাপন করে। যখন তার অসুখ হয়,তখন তার দুঃখ-কষ্টের শেষ থাকে না। মাঝে মাঝে তাকে তার পরিবারের সাথে অনাহারে থাকতে হয়। অতি দারিদ্রতার কারণে সে নিজের সন্তানদের শিক্ষিত করে তুলতে পারেন না। সে করুণা নিয়ে জন্মগ্রহণ করে এবং করুণা নিয়ে মৃত্যুবরণ করে। সমাজে তার কোনো নিরাপত্তা নেই। তবুও সে সুখী কারণ সে সৎ আয়ে জীবনযাপণ করে।
 সে খুব সাধারণ/শোচনীয় জীবনযাপন করে। তার জীবন দুঃখ-কষ্টে পরিপুর্ণ। সে দিনে এনে দিনে খায়। যদিও সে জাতির সেবা করে,তবুও তাকে  তার অধিকার হতে বঞ্জিত করা হয়। কাজেই/সুতরাং,আমাদের উচিৎ তাকে সহায়তা করা যাতে করে সে যথোচিত(উপর্যুক্ত) জীবন-যাপন করতে পারে।  
পরিশেষে/উপসংহারে বলা যায় যে,তার গুরুত্ব অপরিসীম। তার সময়নিষ্ট ও সৎ সেবা ছাড়া আমাদের জীবন অসম্ভব। তাই তাকে আমাদের অন্তরের অন্তস্থ থেকে ভালবাসা উচিৎ।


shortcut paragraph part 01 porageducation


*** Courtesy দেওয়া ব্যাতিত এই নোট কেউ নিজের নামে চালিয়ে নিজেকে অপমান করবেন না। কারণ এই শীটগুলো বানাতে আমাকে প্রচুর সময় ও শ্রম দিতে হয়।  Courtesy- Asraful(Porag)shuvo,Department of Physics. [Contact me: 01832464110]
এরকম আরও নোট পেতে চাইলে কমেন্ট করুন। উৎসাহিত করুন আমাকে আর চোখ রাখুন আমার ওয়েবসাইটে.
এই Shortcut Paragraph part 01 নোটের pdf Download : click here 

এই নোটটি ভাল লাগলে ফেচবুকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে নিচের fb আইকনে ক্লিক কর-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!