Upwork Tutorial Bangla || অনলাইনে ইনকাম!
আপওয়ার্ক নিয়ে A to Z সম্পূর্ণ ধারণা ও কনফিউশন দূর!
এ article টির মধ্যে Online Marketplace আপওয়ার্ক নিয়ে আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তরের মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক অজানা তথ্য ও বিষয় তুলে ধরা হয়েছে, যেগুলো beginner ও advance level সবার জন্য সহায়ক হবে বলে আমি মনে করি…..
এ পোস্ট থেকে আমরা যা যা জানব-
→Upwork কি?
→আপওয়ার্ক যাদের জন্যে উপর্যুক্ত জায়গা
→ Upwork profile সাজানো
→Upwork account approved ও invitation পাওয়ার উপায়
→ upwork proposal cover letter লেখার নিয়ম
→ পূর্ব-সতর্কতা,আপওয়ার্ক একাউন্ট সুরক্ষা নিশ্চায়ন ও ভবিষ্যৎ করনীয়
→কাজ পাওয়ার টেকনিক
→একাউন্ট সাসপেন্ড হওয়ার মূল কারণসমূহ
→Upwork Ranking এ সামনের দিকে থাকার উপায়
→ অজানা তথ্য ও প্রশ্ন-উত্তর পর্ব[গুরুত্বপূর্ণ পার্ট]
Upwork কি:
Upwork হচ্ছে একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে উপর্যুক্ত কাজের বিনিময়ে ঘরে বসেই অর্থ উপার্জন করা যায়। অনলাইনে অনেকগুলো মার্কেটপ্লেস রয়েছে যেমন- fiverr,upwork,freelancer,odesk etc সাইট। এসব মার্কেটপ্লেস সাইটের মাধ্যমে অনেক কোম্পানি কাজের offer করে,আর আমরা ফ্রিল্যান্সাররা উপর্যুক্ত অর্থের বিনিময়ে ঐ কাজ করে দেই। এইক্ষেত্রে ঐ মার্কেটপ্লেস সাইটটিও ভ্যাট বসিয়ে কিছু টাকা কেটে রেখে দেয়। এভাবে ক্লায়েন্ট,ফ্রিল্যান্সার ওয়ার্কার, মার্কেটপ্লেস মালিক সবাই উপকৃত হন।
আপনি যদি নিজেকে উপর্যুক্ত, দক্ষ প্রমাণ করতে পারেন তাহলে সবার মত আপনিও online এর যেকোনো মার্কেটপ্লেসে কাজ করে অনেক অর্থ উপার্জন করতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশের বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ হচ্ছে অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্ক।
উপর্যুক্ত দক্ষতা থাকলে upworkএ বিভিন্ন ক্লায়েন্ট থেকে কাজের বিনিময়ে অর্থ উপার্জন অনেক সহজ ও সেরা একটি মাধ্যম।
Upwork যাদের জন্যে উপর্যুক্ত জায়গাঃ-
শুধু অফলাইনে নয়,Digital marketing এর এ যুগে নিজের ঘরে বসে Online এ income করার অনেক সহজ পথ রয়েছে। আপনি যদি কোনো একটা বিষয়ে নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করতে পারেন, খুব ভাল কাজ জানেন যেমন- গ্রাফিক্স ডিজাইন, ui design, web development, SEO etc এসব কাজ জানা থাকলে ঘরে বসেই অনলাইন থেকে খুব সহজে ইনকাম করা যায়। এক্ষেত্রে মাসে হাজারো ডলার ইনকাম করা কোন ব্যাপার না।সোজা কথায় বলতে গেলে যারা Online এ কোনো কাজে খুব অভিজ্ঞতা,দক্ষতার পরিচয় দিতে পারে, তাদের জন্য কাজ করার জন্য আপওয়ার্ক একটা সেরা মার্কেটপ্লেস।
online এ এসব কাজে দক্ষতা ও ধৈর্য ছাড়া আপওয়ার্কে কাজ করতে আসাটাই বৃথা, তাই আগে পূর্ণাংগভাবে কাজ শেখুন,তারপর ইনকামের চিন্তা করুন। তখন,আমার পক্ষ থেকেও আপনাকে বলব,আপওয়ার্কে স্বাগতম!
Upwork profile/account সাজানো:
Upwork overview /সংক্ষিপ্ত বিবরণ: প্রোপাইলের প্রথমেই থাকা overview/সংক্ষিপ্ত বিবরণটা খুব সুন্দর করে গুছিয়ে প্রাঞ্জল, মার্জিত ভাষায় লিখবেন।
Photo/picture: হাস্যজ্জল চেহারায় ফরমাল প্রপেশনাল ফটো ব্যবহার করা ভাল।
Upeork Hourly Rate: এ রেট দ্বারা ক্লায়েন্ট আপনার দক্ষতা বুঝতে পারে আপনি কতটা দক্ষ। তাই আপনার দক্ষতা অনুযায়ী hourly rate সেট করুন,ঘন্টায় কত ডলারে আপনি কাজ করবেন। এই hourly rate এর সাথে সামঞ্জস্য রেখে জবে বিড করুন। যেমন-আপনার hourly rate যদি 5 ডলার হয় তাহলে 4-6 ডলার জবে বিড করুন।
Upwork skills list:
ভুল skills প্রদর্শন না করে সেসব কাজ জানেন ঐসব কাজ স্কিলে সিলেক্ট করে যুক্ত করুন।
Upwork take test:
সিলেক্ট করা স্কিলগুলো থেকে যেগুলো ভাল পারেন সেগুলো নির্বাচন করে test দিতে পারেন। এতে ভাল স্কোর তুলতে না পারলে কিছুদিন সময় নিয়ে ভাল প্রিপারেশন নিয়ে আবার skill test দিন। ভাল test score দ্বারা ক্লায়েন্ট বুঝতে পারে আপনি কতটা দক্ষ।
Build a upwork Portfolio: ক্লায়েন্টকে আপনার দক্ষতা বুঝাতে সঠিক Portfolio খুব কাজ দেয়। তাই এটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলুন।
Certifications: Educational certificate মেনুতে সেটি আপলোড না করলেও চলবে। তবে অনলাইন বা অফলাইনে কোনো কোর্সের সার্টিফিকেট থাকলে তা দিবেন।
Employment history: পূর্বে আপনি কোথাও কি জব করেছেন তা দিবেন,পার্টটাইম হলেও দিবেন। এতে করে ক্লায়েন্ট আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বুঝতে পারবে। তবে ভুল তথ্য দিয়েন না।
Be honest with Client: যদি ইংরেজি কম পারেন, কোনো একটি কাজে দক্ষতা কম থাকে তা অবশ্যই ক্লায়েন্টকে জানান। মনে রাখবেন, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
এক্সট্রা জেনে নিন : আপনারা অনেকেই হয়ত জেনে থাকবে যে,আপওয়ার্ক তাদের নিজস্ব সাইটে ৬টা মডিউলে ভাগ করে খুব সুন্দরভাবে video tutorial ও article আকারে বলে দিয়েছে আপওয়ার্কে কিভাবে account create করতে হয়,profile approved করতে হয়, সাজাতে হয়,কাজ করতে হয়। এজন্য নিচের লিংকটি দেখুন-
https://www.upwork.com/hiring/education/getting-started-for-freelancers/
যারা beginner লেভেলে অছে তাদেরকে upwork রুলগুলো ও একাউন্ট সুরক্ষাসহ কিছু নিয়মকানুন ও কলাকৌশল জানা লাগে যাতে করে আপওয়ার্কে নিজের অবস্থান তৈরি করতে পারে,কাজ পায় ও একাউন্ট সুরক্ষা পায়।
যারা upwork এ নতুন,তারা অনেক সাধারণ রুল গুলো না জানার কারণে রুল ব্রেক করে ফেলে যার কারণে তাদের আইডি ব্যান করা হয়ে থাকে।
এ পোস্ট থেকে আমরা a to z সম্পূর্ণ জানতে পারতেছি কিভাবে নিজের upwork id সাজাতে হয়।
upwork proposal cover letter লেখার নিয়ম:
প্রোপাইলের সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আসে cover letter লেখার পালা।
Salutation: শুরুতে Man! বা Dear hiring manager না লিখে hi there দিয়ে শুরু করতে পারেন।
ক্লায়েন্টের work history থাকলে ঐখান থেকে পুরনো কামলার ফিডব্যাক কমেন্ট থেকে ক্লায়েন্টের নাম জেনে নিতে পারে,এটা একটা ট্রিকস। তখন ক্লায়েন্টের নাম ধরে তাকে সম্বোধন করতে পারেন,তবে আচরণ হতে হবে মার্জিত।
First sentence: ১ম বাক্যটা যেন খুব সুন্দর মার্জিত হয়। কারণ এটা চোখে পড়ে বেশি।
যদি দেখেন যে,client এর job post বড়,তাহলে আপনিও client এর মত বড় করে cover letter লিখতে পারেন।
ক্লায়েন্ট যদি small job post দেয়,আপনিও অল্পতে মুল কথার সমন্নয়ে cover letterটি ছোট করে লিখবেন।
About Job Question: ক্লায়েন্টকে আজাইরা প্রশ্ন না করে সরাসরি কাজের কথা, টেকনিক্যাল স্পেসিফিক প্রশ্ন করতে পারেন। যেমন- ক্লায়েন্ট যদি জব সময়ের অভাবে হোক,আর যে কারণে হোক ডেসক্রিপশন না লিখে থাকে তাহলে তা জিজ্ঞেস করতে পারেন।
Service offer: আপনি ক্লায়েন্টকে কি কি সেবা দিতে পারেন তা জানাতে পারেন এবং অপার করতে পারেন।
client এর সাথে communicate করার জন্য upwork ছাড়াও অন্য মাধ্যম ব্যবহার করার ব্যাপারেও কথা বলতে পারেন,এতে আপনারই লাভ হবে।
Upwork account approved হওয়ার ও invitation পাওয়ার উপায়:
উপরের দেওয়া সবগুলো রুল ফলো করলে,সব কাজ ঠিকভাবে করা থাকলে আশা করি আপনার account approved হবে।
সতর্কতাঃ
যেসব ক্লায়েন্ট এর আইডির payment method varified করা না, তাদের কাজ করবেন না,সে অনুরোধ করলেও না। এসব ক্ষেত্রে টাকা নিতে পারা যায় না। এছাড়া, ক্লায়েন্টের রেটিং চেক করে নেওয়া উচিৎ।
আপওয়ার্কে কাজ পাওয়ার টেকনিক – how to bid on upwork:
» মনে রাখবেন,client চায় তার কাজটি যে কম অর্থে করে দিবে তাকে দিয়ে করাতে । এক্ষেত্রে কেউ 50 dollar চাইল,আর আপনি 5dollar চাইলেন, তাহলে এক্ষেত্রে কাজটি আপনি পাওয়ার সম্ভাবনা বেশি।
» কাভার লেটার লেখার ক্ষেত্রে বিশাল আকারে মেসেজ না লিখে simply সরাসরি মুল কাজের কথা লিখলে ক্লায়েন্ট পছন্দ করেন ও আকর্ষিত হন। এক্ষেত্রে আপনি কি কি কাজ পারেন সে দক্ষতাগুলো সুন্দরভাবে দক্ষভাবে নিজেরমত করে ফুটিয়ে তুলুন।
» job post পড়ে client এর কোনো প্রশ্ন থাকলে তা cover letter এ উল্লেখ করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে তা করুন। কিভাবে jobটি সম্পুর্ণ করতে পারবেন তা প্রক্রিয়াসহ লিখুন।
» আপওয়ার্কে প্রতিদিন regularly আসুন, নতুন user হলে বেশি বেশি সময় দিন,client এর মেসেজ যত দ্রুত reply দেওয়ার মাধ্যমে কাজের প্রতি আন্তরিকতা ফুটিয়ে তুলুন। কাজ না পেলে freeতে হলেও কাজ করুন, অভিজ্ঞতা বাড়ান।
» marketplace এ প্রতি মুহুর্তে পাওয়া আপডেট সব কাজে দ্রুত বিড(দিনে সর্বোচ্চ ২টি বিড করুন) করুন,আবেদন করুন। তবে কন্ট্রাকটরের ইন্টারভিউতে আবেদন না করাই ভাল।
»তবে, client এর শর্ত পূরণ করতে না পারলে ঐ কাজে bid না করাই শ্রেয়।
Upwork account Suspended হওয়ার কারণসমূহ:
১)) অতিরিক্ত bid করে কাজ না পেলে account ব্যান করা হয়। যেমন- ডেইলি ৫-৬ বিড় করে কাজ পেলেন না। তবে, ৩০-৪০টা বিড় করে ১০ টা কাজ পেলে সমস্যা নেই।
এক্ষেত্রে সাজেশন হল: একদিনে সর্বোচ্চ ২টি বিড করা।
এক্ষেত্রে সাজেশন হল: video varification চাইলে দ্রুত সম্ভব ১সপ্তাহে এর মধ্যে তা complete করে ফেলুন।
৬))একই নামে দুইটি id চালালে আইডি bann করা হয়।
৭)) client যদি job এ condition দিয়ে থাকে,ওই condition যদি আপনার সাথে match না করে তাহলে id ব্যান করা হয়। যেমন- জব কন্ডিশন অনেক সময় দেশ:রাশিয়া,ভাষা:রুশ, সাক্সেস স্কোর:৮০% ইত্যাদি দেওয়া থাকে যা আপনার সাথে match করে না,ওইসব জায়গায় bid করবেন না।
৯)) সর্বোপরি,আপওয়ার্কের terms & condition রুল ব্রেক করলে অর্থাৎ যেকোনো রুল ভঙ্গ করলে আইডি ব্যান করা হয়।
upwork extension :
১. Auto Refresh Plus.
( এই extension এর মাধ্যমে 24 ঘন্টা online এ থাকতে পারবেন ফলে invitation এবং job ইন্টারভিউয়ের চান্স বেশি থাকে।)
( এটার মাধ্যমে আপনার job field এ নতুন কোনো job post হলে শব্দ হবে এবং notification পাবেন। ফলে job ফিড বার বার refresh করতে হবে না।)
Upwork Tutorial Bangla Question & answer:
অজানা প্রশ্নোত্তর পর্বঃ
# প্রশ্ন:
upwork এ কি অন্যের credit card use করা যায়???
# প্রশ্ন:
# প্রশ্ন:
# প্রশ্ন:
# প্রশ্ন:
upwork থেকে payoneer এর মাধ্যমে dutch bangla bank টাকা উইথড্র দিয়ে কেউ কি প্রণোদনা পেয়েছেন কি এখন পর্যন্ত?
# প্রশ্ন:
# প্রশ্ন:
Upwork proposal এর মধ্যে কি ওয়েবসাইটের portfolio page শেয়ার করা যাবে???
উত্তর:
হ্যা,পারা যায়। কিন্তু এসব এক্সটারনাল লিনক ইন্টার্ভিউ টাইমের মধ্যে শেয়ার করাটা ভাল। তা না করে বরং proposal এ আপওয়ার্ক default portfolio লিনক শেয়ার করাটাই বেটার।
মনে রাখবেন, external contact পুরোদমে আপওয়ার্কের terms and condition বিরোধী। তাই,এসব ক্ষেত্রে সতর্ক থাকবেন।
# প্রশ্ন:
উত্তর:
এক্ষেত্রে আপনার ভাই clinet id খুলে আপনাকে hire করতে পারে। এতে সুবিধা হচ্ছে- feedback আসবে + membership কেনার $ ও আসবে… মানে এক ডিলে দুই পাখি মারা!
উত্তর:
হ্যা,পারা যায়।
Upcoming Post:
নেক্সট পোস্টে আলোচনা করব top 10 upwork profile in bangladesh নিয়ে।
এছাড়াও, upwork bangla tutorial এর পাশাপাশি কিছু upwork bangla tutorial pdf লিংক অতিশীঘ্রই দেওয়া হবে।
*** এ article লেখার সময় অনেক তথ্য বিভিন্ন সাইট,ফেবু গ্রুপ থেকে সংগৃহীত। এ Post নিয়মিত update করা হবে। চোখ রাখুন আমাদের সাইটে,আর আপনার অজানা প্রশ্নটি কমেন্টে জুড়ে দিন। আমরা সবসময় আপনার উত্তর দিতে সদা পাশে আছি।
ধন্যবাদ।
ভাইয়া আমি আমার নিজের লিখা PDF upwork এ কিভাবে লিখে post করব।