আসমানের আয়োজন আরিফ আজাদ Pdf (eBook)
২০২১ সালে আসমানের আয়োজন আরিফ আজাদ Pdf Download লিংক পেতে আমাদের সাথেই থাকবেন এ আশা রাখি।
বইমেলা শুরু হবে ২০২১ সালের মার্চের ১৮ তারিখ হতে।
২০২১ বইমেলায় প্রকাশিত হবে আরিফ আজাদ ভাইয়ের দুটো বই, ইনশা আল্লাহ।
বই দুটোর মধ্যে ১টার নামঃ
১. ‘আসমানের আয়োজন’
(এটার প্রাথমিক নাম ছিলো ‘জীবন যেখানে যেমন’। নামটা বদলানো হয়েছে, এবং এই নামে আই এস বি এন নাম্বার চলে আসায় এটাই চূড়ান্ত নাম।)
অনেককে দেখা যায়- পরীক্ষার খাতায় লেখা ছাড়া তেমন কোনো আলাদা বিষয়ে লেখালেখির ক্ষমতা একদমই নেই। তাদের লেখায় ১ম ১ম একটু ভুল হতে পারে, যা ক্ষমা করা যায়।
অনেক পিডিএফ পড়ুয়া লোক আছে যারা ভারি কাগজে মলাটে মোড়ানো বই নিয়ে ঘুরে বেড়ানোর চেয়ে পিডিএফ নিয়ে থাকে তাদের মোবাইলে আর ল্যাপটপে।
এরকম এক ভাইয়ের গল্প বলি শোনেন:-
মুলত আমি বাসে যে সিটে বসেছিলাম, ঐটার পাশের সিট টা প্রথমে ফাকাই ছিলো। তারপর বইটা পড়া শুরু করলাম, বইয়ের সূচিপত্র দেখে তো কৌতুহল আরো বেড়ে গেলো, বই পড়ার ক্ষেত্রে আমি যদি একবার মনোনিবেশ দেই তাহলে আশেপাশের কিছুই আমার খেয়াল থাকে না পুরোপুরি ডুবে যাই বইয়ের মধ্যে।
আর এই বইটা পড়ার সময় আমি যেন পুরোটাই হারিয়ে গিয়েছিলাম, মুহুর্তেই অজানা বিজ্ঞানের সাথে ছোয়া লাগিয়ে আবার সাহিত্যের কথা। কখনো আবার কোরআন হাদিসের রেফারেন্স তাক লাগিয়ে দেওয়ার মতো। একটা ব্যাপার, মনো হচ্ছিলো যেন পুরো একটা জ্ঞানের লাইব্রেরি নিয়ে বসেছি।
হঠাৎ বাস কন্ট্রাক্টর সাহেব ডাক দিয়ে বললো: মামা নামেন,বাস আর যাবেনা। তাকিয়ে দেখি বাস ফাকা। সবাই নেমে গেছে বাড়ির এলাকার বাজারে এসে পৌছে গেছি। ঘড়িতে তাকিয়ে দেখালাম ঠিক ১ ঘন্টা ৫৫ মিনিট লেগেছে পৌছাতে। এই সময়ের মধ্যে বাস কতোবার দাড়িয়েছে, পাশের সিটে কে বসেছিলো বা কোথায় নেমে গেছে কিছুই খেয়াল করিনি। কারণ, চৌম্বুকের মতো লেগে ছিলাম বইটার সাথে,, পরে বাড়িতে এসে বাকি টুকু পড়া শেষ করি।
তারপরে আরিফ আজাদ ভাইয়ের লেখার প্রতি এতোটাই আকৃষ্ট হই যে উনার প্রায় সব বই পড়ে ফেলেছি, প্যারাডক্সিকাল সাজিদ-১,
প্যারাডক্সিকাল সাজিদ-২, আরোজ আলী সমীপে, বেলা ফেরাবার আগে, প্রত্যাবর্তন, মা মা মা এবং বাবা।
কি বা বলবো আর। একটা মানুষের লেখা এতোটা শৈল্পিক হতে পারে বা এতো টা বিস্তারিত জ্ঞান নিয়ে কেউ লিখতে পারে তা আমার ধারনা ছিলো না, আল্লাহর কাছে দোয়া করি লোকটার হায়াতে বরকত হোক জ্ঞানগর্ভ যেন আরো মজবুত হয়,
অপেক্ষায় ছিলাম পরবর্তী লেখা কবে পাবো সেই আশায়, আলহামদুলিল্লাহ সেই আশা পুরন হতে যাচ্ছে। তাই নতুন বইয়ের অপেক্ষায়!
কেমন হয় যদি আমরা সবাই একটা করে বই রিভিউ দেই। আপনিও আপনার রিভিউটি আমাদের পাঠাতে পারেন।
asmaner ayojine pdf বের হলে পেয়ে যাবেন, এ কথা বলেদিলাম। ততক্ষণ সাথেই থাকুন।
ভাইয়া! আসিফ আদনানের চিন্তাপরাধ বইয়ের একটা পিডিএফ বের করেন।খুব উপকার হয় আমাদের।