চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় Pdf Download (উপন্যাস)
Choritrohin Pdf Book: জনপ্রিয় উপন্যাস চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় pdf download
বইয়ের বিবরণ-
- বইঃ চরিত্রহীন
- লেখকঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- প্রকাশনীঃ জয় প্রকাশন
- পৃষ্ঠাসংখ্যাঃ ২২২
- মুদ্রিত মূল্যঃ ২২০৳
- বইয়ের ধরন – উপন্যাস ।
- ফাইল ফরম্যাট – PDF
চরিত্রহীন বই রিভিউ
শরৎচন্দ্র “চরিত্রহীন” গল্পের মধ্যে দিয়ে গোষ্ঠীতান্ত্রিক সমাজব্যবস্থার চূড়ান্ত অনৈতিকতাকে তুলে ধরতে চেয়েছেন।এই সার্বভৌমিক সমাজব্যবস্থায় স্ত্রীজাতি যে কতটা অবদমিত তাই তিনি দেখিয়েছেন।ব্যঙ্গাত্মকভাবে ঔপন্যাসিক এই কাহিনীতে সেইসব স্ত্রী চরিত্রদের আলোকিত করেছেন যারা তথাকথিত “চরিত্রহীন” আখ্যায় ভূষিত বা বলা যেতে পারে যাদের সমাজ নাস্তিক উপাধীর তকমা লাগিয়েছে।নৈতিকতা এবং ধর্মের নামে পুরুষতান্ত্রিক সমাজ নারীদের শোষণ করেছে আর পরিণামস্বরূপ নারীদের নাস্তিক উপমা দিয়েছে।
“চরিত্রহীন” গল্পের মধ্যে দিয়ে লেখক নিষ্প্রভ সমাজব্যবস্থাকেই তুলে ধরতে চেয়েছেন। উপীন, সতীশ, সাবিত্রী, করণময়ী এবং দিবাকর এইকজনের জীবনে প্রেমের ছোয়া কখনো স্বপ্ন আবার কখনো বিভীষীকা হয়ে বার বার ফি রে আসে, কিন্তু অপবিত্র হয় নাহ কখনোই। সতীশ জমিদারের পুত্র হয়েও স্বভিমানের যাতাকল হতে মুক্ত এবং অন্যের প্রতি স্নেহের দায় বদ্ধতায় আবদ্ধ। সাবীত্রী যে কি নাহ সতীশের মন মন্দিরের দেবী, অভিমানে বার বার সতীশ তাকে দূর করে দিয়েছে কিন্তু মন থেকে এক মুহুর্তের জন্য আড়াল করতে পারেনি। আর সাবিত্রী বিধবা হয়ে নিজের সমস্ত টুকু অঞ্জলি দিয়েছে সতীশের প্রেমের মন্দিরে কিন্তু সমাজকে কখনো উপেক্ষা করার সাহস দেখায়নি।
এই প্রবাহের সব থেকে জটিল এবং গুরুত্বপূর্ণ চরিত্র হলো কিরণময়ী, যে সমাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিবাহিত হয়েও আরেকজনকে ভালবেসে, উপীনকে ভালোবেসে। জন্ম থেকে শত লাঞ্ছনার স্বীকার হয়ে স্বামীর কাছেও কখনো স্নেহের পরশ নাহ পেয়ে ভিতর থেকে পাষাণ হয়ে যাওয়া কিরনময়ী কখনো যে বিদ্রোহী হয়ে ওঠে সেই খবর সে নিজেই জানতে পারেনি। তারপর বিদ্রোহের আগুনে যখন উপীনকে দগ্ধ করতে চায়, উপীন তখন সুরবালার বিশ্বাসের শক্ত আবরণে কিরণময়ীকে প্রতিঘাত করে। এরপরেও কিরণময়ীর স্বামী হারানের মৃত্যুর পরে কর্তব্যে বাধা পরে ছোট ভাই দিবাকরকে কিরণময়ীর কাছে রেখে যায়। তারপর দিবাকারের সাথে কিরণময়ীর এক নতুন উপখ্যানের সূচনা হয় ।
শেষ পর্যন্ত কি কিরণময়ী উপীনের মর্যাদা রাখতে পারবে? সতীশ কি সামজের রক্তচক্ষু উপেক্ষা করে সাবিত্রীকে নিজের করে পাবে? উপীন আর সুরবালা কি তাদের অবিশ্বর ভালবাসা দিয়ে এই নশ্বর পৃথিবী নামক স্থানে একে অন্যকে বেধে রাখতে পারবে? কি হবে সরোজিনীর?
choritrohin pdf info and links (পিডিএফ ডাউনলোড লিংক)
book | চরিত্রহীন |
Author | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
Publisher | দে’জ পাবলিশিং (ভারত) |
Country | ভারত, বাংলা |
format |
চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় Pdf Download links: