ছেলেটা হুমায়ূন আহমেদ Pdf Download – Cheleta By Humayun Ahmed Pdf

বইঃ ছেলেটা pdf

লেখকঃ হুমায়ূন আহমেদ

ধরনঃ কিশোর উপন্যাস

পাবলিকেশন্স: সময় প্রকাশন

ধরণ: শিশু-কিশোর উপন্যাস

১ম প্রকাশ: ফেব্রুআরি ২০০৫ সাল

পেজ: ৮৫ পৃষ্ঠা

ছেলেটা হুমায়ূন আহমেদ Pdf Download - Cheleta By Humayun Ahmed Pdf

 

ছেলেটা হুমায়ূন আহমেদ Pdf download & রিভিউ:

হুমায়ূন আহমেদের লেখা একটি কিশোর উপন্যাস।বইয়ের পুরো কাহিনী স্কুলপড়ুয়া রনি নামের একটি ছেলেকে কেন্দ্র করে। রনির

বাবা – মা খুব ছোট্ট থাকতেই মারা যাওয়ায় বিত্তশালী সৎ বাবা- মার কাছে অতি আদরে – শাসনে বড় হচ্ছে রনি।খুব খুশি মনেই তাদের সাথে আছে।

কিন্তু তার দাদা রনিকে উনার কাছে নিয়ে যেতে চান এবং এজন্য কয়েকদিন পর পরই আইনের আশ্রয়ে যান।

কিন্তু রনির অমতের কারণে বার বার ব্যার্থ হন।

আবার রনির ক্লাস ফ্রেন্ড লাইপাইন তাকে পছন্দ করলেও সে এ ব্যাপারে উদাসীন।

এদিকে হঠাৎই  রনির জীবনে হাব্বত আলী নামের একজন রহস্যময় চরিত্রের আবির্ভাব ঘটে যার ফলে তার সাথে ঘটতে থাকে  একের পর এক চমক।

সেই চমকগুলো জানতে হলে পড়তে হবে হুমায়ূন আহমেদের ছেলেটা উপন্যাসটি।

 

বেশ ছোট্ট সাইজের সুন্দর একটি উপন্যাস। শেষের চমকটাতে পাঠক সত্যিই অনেক  আশ্চর্য হবেন বলে মনে করি।

 

Cheleta By Humayun Ahmed Pdf free Download:  –  Download PDFlink02

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *