juktifaade foring pdf download by chamok hasan bangla book: চমক হাসান এর যুক্তিফাঁদে ফড়িং Pdf Download free–
বইয়ের নাম: যুক্তিফাঁদে ফড়িং
লেখকের নাম: চমক হাসান
প্রকাশনী: আদর্শ
ফাইল ফরম্যাট: bangla book Pdf free Download(পিডিএফ)
১ম প্রকাশঃ 2021 সাল
মোট পেজ সংখ্যাঃ 104 Number of Pages
Country- বাংলাদেশ
ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
” এই বইয়ে ২৪টি logical fallacy বা যুক্তির ভ্রান্তি নিয়ে গল্প করা হয়েছে, মজার সব উদাহরণ দিয়ে।
বইয়ের মূল চরিত্র হাসিব, যে বিশ্ববিদ্যালয় থেকে পাস করেই শখের বশে যোগ দেয় গ্রামের স্কুলে, শিক্ষক হিসেবে। গণিত বিজ্ঞানের শিক্ষক হলেও সে দ্রুতই বুঝতে পারে- ছাত্রছাত্রীদের যুক্তিবোধ শাণিত করাটাই আগে জরুরি। তাদের ফড়িংয়ের মতো অস্থির মন যেন কুযুক্তির ফাঁদে পড়ে পথ না হারায়, এজন্য তাদেরকে সে শোনায় যুক্তির নানা ভ্রান্তির গল্প। গল্প শোনাতে শোনাতে সেও কি একটু একটু করে নিজেকে আবিষ্কার করে? “
জনপ্রিয় দৈনিক প্রথম আলোতে সপ্তাহে ৫টি করে সমস্যা দিয়ে শুরু হয়েছিল “নিউরনে অনুরনন” নামের গাণিতিক সমস্যা সমাধানের কার্যক্রম। সকল বয়সের গণিতানুরাগীদের স্বতঃস্কর্ত অংশগ্রহণ আমাদের দারুনভাবে উৎসাহিত করেছিল। তারই ফলশ্রতিতে ২০০৩ সাল থেকে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের গণিতের অলিম্পিয়াড ছাত্র শিক্ষক অভিভাবকদের অংশগ্রহণে ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর স্বতঃস্ফূর্ত প্রচারে জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু তাই-ই নয় বাংলাদেশের স্কুল-কলেজের ছাত্ররা ইতোমধ্যে দুইবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ গ্রহণ করেছে।
প্রথমবার ২০০৫ সালে ৬ জন ছাত্র-ছাত্রী মেক্সিকোর মেরিডা শহরে আর দ্বিতীয়বার ২০০৬ সালে চার জন ছাত্র-ছাত্রী শ্লোভেনিয়ার লুরিিয়ানা শহরে অংশগ্রহণ করেছিল। অত্যন্ত সুখের বিষয় এই যে দ্বিতীয় বার যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে আমাদের দুইজন প্রতিযোগী “সম্মানসূচক উদ্ধৃতি’ নিয়ে এসেছে। আমাদের দেশে উন্নতমানের পাঠ্যপুস্তকও নেই আবার গণিতের অলিম্পিয়াডে যেসকল বুদ্ধিদীপ্ত সমস্যা দেয়া হয় সেরকম বইও’নেই। এরমধ্যে অল্প সময়ে “নিউরনে গণিত অলিম্পিয়াড 8 সমস্যা ও সমাধান”, “গণিত এবং আরো গণিত”সহ আরো কয়েকটি বই প্রকাশ করা হয়েছে আমাদের ছাত্রদের অনুসন্ধিৎসা, গণিত পিপাসা মেটানোর জন্য।
এই বইটি সমস্যা এবং তার সমাধান রয়েছে ঠিক তেমনি সমাধান ছাড়া বেশি সমস্যা সন্নিবেশিত হয়েছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকে সামনে রেখে । আশা করি সমাধানকৃত সমস্যাগুলো যেমন আমাদের গণিতপ্েমী ছাত্র- ছাত্রীদের আনন্দ দেবে ঠিক তেমনি সমাধান ছাড়া সমস্যাগুলোও তাদের গাণিতিক মেধা এবং সৃজনশীলতাকে চ্যালেঞ্জ করে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করবে।