Screenshot 09 06 2023 13.08.23

jerujalem itihas pdf Bangla (অনুবাদ বই)

  • বইঃ  জেরুজালেমের ইতিহাস বিশ্বেরই ইতিহাস
  • লেখকঃ সাইমন সেবাগ মন্টেফিওরি
  • অনুবাদ : মোহাম্মদ হাসান শরীফ
  • পৃষ্ঠা : ৭৭৪
জেরুজালেমের ইতিহাস পৃথিবীরই ইতিহাস, এক সময় জেরুজালেমকে পৃথিবীর কেন্দ্র মনে করা হতো। কীভাবে এই ক্ষুদ্র একটি স্থান মহাপবিত্র স্থান হয়ে উঠল, হয়ে উঠল তিন ধর্মের কেন্দ্রস্থল, আর এখন শুধু মধ্যপ্রাচ্যই নয়, যা বিশ্বের শান্তির কেন্দ্রীয় আলোচ্য বিষয়ও বটে ! শ্বাসরুদ্ধকর গল্পে, বর্ণনায়, ব্যাখ্যায় সাইমন সেবাগ মন্টেফিওরি বিভিন্ন কালের- যুগের নানা এতিহাসিক ঘটনা ও চরিত্রের বর্ণনা দিয়েছেন বিস্তারিত জানতে বইটি কিনতে পারেন।
jerujalem itihas বইটি থেকে তো জানতে পারবেন-
  • সাইমন সেবাগ মন্টেফিওরি জেরুজালেম এক আন্তর্জাতিক নগর,
  •  দুই জনগোষ্ঠীর রাজধানী, 
  • রাজা-বাদশাহদের সভ্যতার সংঘর্ষ।
  •  কিং ডেভিড থেকে বারাক ওবামা, ইহুদি, খ্রিস্টান ও ইসলাম থেকে বর্তমান ইসরাইলি-প্যালেস্টাইন সংঘাত, \
  • তিন হাজার বছরের মহাকাব্যিক ইতিহাস।
  • বিশ্বাস, হত্যাযজ্ঞ, মৌলবাদ এবং সহাবস্থান।
  • কীভাবে এই ক্ষুদ্র একটি স্থান মহাপবিত্র স্থান হয়ে উঠল, হয়ে উঠল তিন ধর্মের কেন্দ্রস্থল,

যে নগর বাস্তব ও কল্পনায়, বাস্তব ও বিশ্বাসে, রাজা-বাদশাহদের শাসনের পরম্পরায় ও ভবিষ্যতের রহস্যোদঘাটনের সর্বশেষ এই পুস্তকে। এটাই হলো জেরুজালেম, একমাত্র নগর যার জীবন দুবার- একবার এই ধরায়- এই পার্থিব পৃথিবীতে ও আরেকবার স্বর্গে।

জেরুজালেম ইতিহাস → pdf 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *