Bangla review:
কিভাবে শুরু করি। Won no Oscars, but won my heart! এই লাইন দিয়ে? হুম ঠিক আছে চলবে।
জীবনে কখনো একটা কবিতা পড়ে ভালো লেগেছিলো? তবে মুভি টা আপনার জন্য।
সাউথ কোরিয়ান অনেক ভালো মুভি আছে। (OLDBOY) তাই এক্সপেকটেশন্স হাই থাকে। কিন্তু এই মুভি টার স্ক্রিনপ্লে, সিনেমাটোগ্রাফি, অভিনয় – সবকিছুই অন্য মাত্রার। ছেলেটার অভিনয় তো অস্কার পাওয়ার যোগ্য। ফ্যান হয়ে গেলাম।
সিনেমাটোগ্রাফি? মাইন্ডব্লোয়িং। দেখলাম ১৫/১৬ টা এওয়ার্ড ঝুলিতে নিয়ে নিয়েছে মুভিটা। শুরু করার পর আর একটা মুহুর্ত উঠতে পারিনি।
কাহিনী সংক্ষেপ ঃ এক ঋণের বোঝায় আক্রান্ত যুবক আত্তহত্যা করার জন্য ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে। কিন্তু না মরে শহরের কাছেই একটা ছোট দ্বিপ এ ভেসে গিয়ে উঠে। শুরু হয় ওখানে তার টিকে থাকার সংগ্রাম। প্রথমে সে নদীর তীরে বড় করে লিখে “HELP” – এক সময় সেটা মুছে সে লিখে “HELLO”। মুভিতে humor এ ভরা। তার এই টিকে থাকার সংগ্রাম যেমন হাসাবে আবার মন ছুয়ে যাবে।
আর শহর এর একটা মেয়ে (যে কিনা চাদের ছবি তোলে) একদিন তাকে ক্যামেরায় দেখতে পায়। আর তাদের ভেতর যোগাযোগ হয়। মেয়েটা বোতল করে মেসেজ পাঠায়। আর ছেলেটা দ্বিপের কিনারায় বালুতে মেসেজ লিখে বড় করে।
TOM hanks এর Castway এর সাথে একটা তুলনা এসেই যায়। তবে এই মুভি দেখে আমার মনে হয়েছে – শুধু গতানুগতিক ভালো মুভির বাইরেও অনেক কিছু আছে। জানি না ফরেন বেস্ট পিকচার এওয়ার্ড পায়নি কেনো। এখানে নেই কার চেজ, সেক্স সিন মারামারি। কিন্তু যা আছে ঐ যে বললাম won my heart.
“জীবনে এমন একটা সময় আসে,যখন তুমি বেচে থাকার আশা খুজবে”এই ভাবনা থেকে বাস্তবতার জগতে পৌছে দিয়ে এই মুভিই যথেষ্ট।
Bhi Bangla subtitle link ta kaj Kore na