ইতালিয়ান ভাষা শিক্ষা বই pdf (Download Full কোর্স)
ইতালির ভাষা কি? ইতালিতে প্রচলিত প্রধান ও সরকারি ভাষা এই ইতালীয় ভাষা । কিন্তু সেখানে অর্ধেক সংখ্যক লোক আদর্শ ইতালীয় ভাষাতে কথা বলে না। এরা আকিলানো, লোম্বার্দীয়, মোলিসানো, নেয়াপোলিতানীয়, পিয়েমন্তীয়, পুইলিয়েসীয়, সার্দিনীয়, সিসিলীয়, ভেনিশীয়, ইত্যাদি আঞ্চলিক ভাষায় কথা বলে থাকে।
ইতালি ইতালীয় দক্ষিণ কেন্দ্রীয় ইউরোপের একটি একীভূত প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র । এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ । শেনঝেন চুক্তি স্বাক্ষরকারী বিধায় শেনঝেন ভিসা নিয়ে এ দেশে প্রবেশ করা যায় । ইউরো অঞ্চলের অন্তর্ভূক্ত বিধায় এর মুদ্রা ইউরো | এ দেশে সংসদীয় গণতান্ত্রিক রাষ্রব্যবস্তা চালু আছে। ইতালির অধিকাংশ ব্যক্তি খ্রিস্টান এবং রোমান ক্যাথলিক মতে বিশ্বাসী।
ইতালির উত্তর সীমান্তে আল্লাস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যা, অস্ট্রিয়া ও শেভেনিয়া অবস্তিত এবং দক্ষিণে সম্পূর্ণ ইতালীয় উপদ্বীপ, মেডিটারিয়ান সমুদ্র সংলগ্ন দুই মহাদ্বীপ সিসিলী ও সারদিনিয়া এবং আরো অনেক ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত । সান মারিনো ও ভ্যাটিক্যান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালি অধিভুক্ত, অপরদিকে কাম্পিওনে দি’ইতালিয়া বহির্ভূত সুইজারল্যান্ড ধারন করেছে।
Category: ভাষা বিষয়ক গবেষণা, প্রবন্ধ ও সমালোচনা
ইতালিয়ান ভাষা শিক্ষা বইয়ের বিবরণ
book | ৩০ দিনে শিখুন আধুনিক পদ্ধতিতে ইতালিয়ান ভাষা |
Author | প্রফেসর মাহীনূর সুলতানা |
Publisher | অরবিট বুক হাউজ |
Edition | 1st Published, 2014 |
Number of Pages | 160 |
Country | বাংলাদেশ |
format |
30 dine shikhun adhunik poddhotite italian vasha pdf
ইতালিয়ান অক্ষর
ইতালি ভাষা বর্ণমালা:
ইতালিয়ান ভাষা বা লিঙ্গুয়া ইতালিয়ানা (lingua italiana) এর বর্ণমালাকে ইতালিয়ানা এলফাবেটো (Italian Alphabeto) বলে।
ইতালি ভাষা বর্ণমালা তে মোট ১৬ টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। এদেরকে ইটালিক কনসোন্যান্টি (Italic Consonanti) বলা হয়। এগুলো হল:-
B- BEE (বি)
C- CHI (চি)
D- DEE (দি)
F- EFFE (এফফে)
G- GI (জি)
H- AKKA (আক্কা)
L- ELLE (এললে)
M- EMME (এমমে)
N- ENNE (এননে)
P- PE (পি)
Q- KU (কু)
R- ERRE (এররে)
S- ESSE (এসসে)
T- TEE (তি)
V- VU (ভু)
Z- ZETA (জেতা)
ইতালিয়ান বর্ণমালায় ইংরেজি বর্ণমালার মতোই ৫ টি স্বরবর্ণ রয়েছে। এদেরকে ইটালিক ভোকালি (Italic Vocali) বলা হয়। উচ্চারণ সহ দেওয়া হলো:-
A- AHH (আ)
E- AY (এ)
I- EE (ই)
O- OO (অ)
U- UU (উ)
এছাড়াও বাকি ৫ টি ইংরেজি বর্ণের ব্যবহার একদমই কম থাকলেও সেগুলোর উচ্চারণ নিম্নে দেওয়া উচ্চারণের মতো হয়-
J- JE or ILUNGA (জে, ইলুঙ্গা)
K- KAPPA (কাপ্পা)
W- DOPPIA VU (দপপিআভু)
X- IKS (ইকস)
Y- IPSILON (ইপসিলন)
ইতালি ভাষা বর্ণমালার উচ্চারনঃ
B (বি) – Ba (বা), Be (বে), Bi (বি), Bo (ব), Bu (বু)
D (দি) – Da (দা), De (দে), Di (দি), Do (দ), Du (দু)।
এভাবেই F, L, M, N, P, Q, R, S, T, V, Z এই বর্ণ গুলোর ক্ষেত্রে উচ্চারণ হয়ে থাকে।
তবে C (চি) এবং G (জি) এর ক্ষেত্রে শব্দ ভেদে উচ্চারণ ও বানান দুই ধরনের হতে পারে। যেমন-
C (চি) ক = Ca (কা), Che (কে), Chi (কি), Co (ক), Cu (কু)
C (চি) চ = Cia (চা), Ce (চে), Ci (চি), Cio (চ), Ciu (চু)
G (জি) জ = Gia (জা), Ge (জে), Gi (জি), Gio (জ), Giu (জু)
G (জি) গ = Ga (গা), Ghe (গে), Ghi (গি), Go (গ), Gu (গু)
ইতালি ভাষার শব্দ গঠনে বর্নমালার প্রয়োগ
Panino (পা- নি- ন্)- রুটি
Andare (আন- দা- রে)- যাওয়া
Vedere (ভে- দে- রে)- দেখা
Chiedere (কি- দে- রে)- জিজ্ঞাসা করা
Mangiare (মান- জা- রে)- খাওয়া
pdf images