ntrca syllabus pdf

শিক্ষক নিবন্ধন সিলেবাস pdf (লিখিত+প্রিলি All)

শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে শিক্ষক হতে চাইলে প্রিলিমিনারির চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত মার্কসই হবে আপনার চাকরির সবচেয়ে বড় হাতিয়ার।

নিবন্ধনের লিখিত পরীক্ষা স্ব-স্ব বিষয়ের আবেদনকারীদের পঠিত বিষয় থেকেই হবে অর্থাৎ যে যে সাবজেক্ট হতে গ্রেজুয়েশন করেছে ওই সাবজেক্ট হতে তার প্রশ্নপত্র করা হবে। আপনার প্রিলি আর ভাইভা চাকরিক্ষেত্রে কোন উপকারে আসবে না।তারপরও সবজায়গায় ভাল করার চেষ্টা করতে হবে।কারণ NTRCA দিন দিন আপডেট হচ্ছে।ভাইভা তে মার্ক ২০। রেজাল্টে ১২ এবং প্রশ্নোত্তরে ৮।

Ntrca Syllabus Pdf

১৮ তম কলেজ নিবন্ধন পরীক্ষার সিলেবাস:-

১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাস (স্কুল পর্যায় ২) pdf

প্রিলিমিনারী পরীক্ষার সিলেবাস pdf স্কুল পর্যায়

source:- http://www.ntrca.gov.bd

আরো দেখুন,

১৮ তম শিক্ষক নিবন্ধন গাইড pdf link:- 

nibondhon guide pdf

শিক্ষক নিবন্ধন প্রশ্ন ব্যাংক pdf link:-

Primary Assistant Teacher Question Bank (2010-2022) PDF

 

NTRCA এর শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতিতে পরামর্শ:

  • ১।আপনার পঠিত বিষয়ের প্রিভিয়াস প্রশ্নগুলো একবার পড়ে আইডিয়া নিয়ে নেন আর দেখে নিন কোন কোন ধরনের প্রশ্ন হয়।তারপর NTRCA নির্ধারিত বিষয়ভিত্তিক সিলেবাস দেখেন এবং সিলেবাসের আলোকে প্রস্তুতি নেন।
  • ২।তারপর লাইব্রেরিতে গিয়ে দেখুন কোন কোম্পানি সাজিয়ে প্রশ্নগুলো লিখেছে। নিজের পছন্দসই একটি বই কিনে পড়তে থাকুন।আর আপনার কাছে থাকা একাডেমিক বইগুলো ও গুগল ব্যবহার করে প্রতিটি বিষয়ে স্বচ্ছ ধারণা নিন।
  • ৩।লিখিত বিষয়ে অনার্সের শত শত টপারও ফেল করে কারণ এখানে তৈলের কোন দাম নাই।সুতরাং স্বচ্ছ ধারণা উপস্থাপন না করতে পারলে এখানে পাশ করা অনেক কঠিন।৪০ এ পাশ মার্কর্সের কথা বলা থাকলেও ৪০ এ চাকরি পাবেন না।
  • ৪।যারা প্রথমবার দিচ্ছেন তাদের কাছে মনে হবে এ আর কী বেসরকারি চাকরি আর কী লিখতে হবে! কিছু একটা লিখে দিলেই পাশ করতে পারব।এমন ধারণা রাখলে বারবারই ফেল করবেন।এটা আপনার নিজের বিষয়ে পরীক্ষা এখানে সবাই সেরা এবং যার যার সর্বোচ্চটাই দিবে।আর যারা খাতা কাটবে তারাও এত সহজে মার্কস দেয় না।চাকরির না বেসরকারি কিন্তু এখানে চাকরিতে পৌছানো পর্যন্ত যে নিয়মকানুন অনুসরণ করতে হয় তা যে কোন সরকারি চাকরির চেয়ে কঠিন।
  • ৫।যাদের একাডেমিক জ্ঞান ভাল আছে তারা সবকিছু গুছিয়ে রাখেন, পরীক্ষার ডেট দিলেই কেবল পড়াশোনা শুরু করবেন।কারণ NTRCA কবে ডেট দেয় তার কোন নিশ্চয়তা নেই।পরে আবার ডেটের জন্য এনটিআরসিকে গালি দিবেন বা হতাশ হবেন।অন্য চাকরির পড়াশোনাও চালিয়ে যেতে পারেন।বিসিএসের পর NTRCA র চাকরি আরেক ধৈর্যের খেলা।
  • ৬।সর্বোপরি লিখিত সর্বোচ্চ ৩০-৪০ হাজার টিকাবে।এর চেয়ে বেশী টিকাবে কি না জানি না।প্রায় ১ লক্ষ ২০ হাজার বাদ যাবে।বুঝতে পারছেন লিখিত কতটা কঠিন হয়?কারন এখানে ভাইভা থেকে কাগজপত্র জনিত ভুলত্রুটি না থাকলে তেমন বাদ দেয়া হয় না।তাই লিখিত পাশ করাই এখানে মূল খেলা।আবার ভাল মার্কস না পেলে চাকরি হওয়াটাও দুষ্কর। সবার জন্য শুভকামনা ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *