GRE Big Book Bangla Pdf Download (Ebook list)
Latest Updated Shorter GRE Guideline Bangla with pdf books. Target 320+
𝐆𝐑𝐄 এর এ কোর্সে Target থাকবে কিভাবে 320+ করা যায়। এজন্য স্টাডি প্লান, রুটিন প্লান, ও কি কি ম্যাটেরিয়ালস থেকে প্রাকটিস করা উচিত তাও জানব।
𝐆𝐑𝐄 এর নতুন ভার্সনে সিলেবাস একই থাকলেও, পড়াশোনার ধরনে একটু পরিবর্তন করে অল্প পড়ে অনায়াসে অনেক ভালো রেজাল্ট করা যায়।
𝐆𝐑𝐄 Target 320+ Score (Ebook list)
𝐏𝐚𝐫𝐭 𝟏: 𝐀𝐧𝐚𝐥𝐲𝐭𝐢𝐜𝐚𝐥 𝐖𝐫𝐢𝐭𝐢𝐧𝐠 𝐀𝐛𝐢𝐥𝐢𝐭𝐲 – 𝐈𝐬𝐬𝐮𝐞 𝐓𝐚𝐬𝐤
এখন, writting পরীক্ষায় শুধুমাত্র issue task এসে থাকে। এ question type এর answer আমাদের typing করে লিখতে হবে।
মজার বিষয় হচ্ছে- এটার question গুলো ETS এর website এ ওপেনলি দেয়া আছে। full of issue topic pdf // gre issue essay sample pdf লিখে গুগল সার্চ করলে pdf টা পাওয়া যাবে।
এই 𝐩𝐚𝐫𝐭 আনসার করার জন্য 𝐕𝐢𝐛𝐫𝐚𝐧𝐭 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫𝐬 এর ৩টা বই:- 𝐆𝐑𝐄 𝐰𝐫𝐢𝐭𝐢𝐧𝐠 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐛𝐨𝐨𝐤 𝟏,𝟐,𝟑 থেকে শুধুমাত্র issue টাস্কগুলো পড়লেই যথেষ্ট। এছাড়াও, এটাও দেখতে পারেন-https://nextopusa.com/resource/uploads/2015/08/ESSAY-ANSWERS.pdf
𝐏𝐚𝐫𝐭 𝟐: 𝐕𝐞𝐫𝐛𝐚𝐥 𝐑𝐞𝐚𝐬𝐨𝐧𝐢𝐧𝐠
এই 𝐩𝐚𝐫𝐭 এ দুইভাবে প্রিপারেশন নিতে হবে-
ক) 𝐑𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐂𝐨𝐦𝐩𝐫𝐞𝐡𝐞𝐧𝐬𝐢𝐨𝐧
এর জন্য যে যে বইগুলো পড়বেন –
১) 𝐆𝐑𝐄 𝐕𝐞𝐫𝐛𝐚𝐥 𝐑𝐞𝐚𝐬𝐨𝐧𝐢𝐧𝐠
২) 𝐆𝐑𝐄 𝐎𝐟𝐢𝐢𝐜𝐢𝐚𝐥 𝐆𝐮𝐢𝐝𝐞
৩) 𝐆𝐑𝐄 𝐁𝐢𝐠𝐁𝐨𝐨𝐤 (𝐨𝐧𝐥𝐲 𝐟𝐨𝐫 𝐬𝐡𝐨𝐫𝐭 𝐩𝐚𝐬𝐬𝐚𝐠𝐞𝐬)
৪) 𝟑𝟓𝟎 𝐑𝐂 𝐏𝐚𝐬𝐬𝐚𝐠𝐞𝐬
৫) 𝟏𝟓𝟎 𝐑𝐂 𝐏𝐚𝐬𝐬𝐚𝐠𝐞𝐬
খ) 𝐓𝐞𝐱𝐭 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐒𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞 𝐄𝐪𝐮𝐢𝐯𝐚𝐥𝐞𝐧𝐜𝐞
এর জন্য যে যে বইগুলো পড়বেন –
১) 𝐆𝐑𝐄 𝐕𝐞𝐫𝐛𝐚𝐥 𝐑𝐞𝐚𝐬𝐨𝐧𝐢𝐧𝐠
২) 𝐆𝐑𝐄 𝐎𝐟𝐢𝐢𝐜𝐢𝐚𝐥 𝐆𝐮𝐢𝐝𝐞
৩) 𝟒𝟐𝟗 𝐒𝐢𝐧𝐠𝐥𝐞 𝐁𝐥𝐚𝐧𝐤 𝐚𝐧𝐝 𝐒𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞 𝐄𝐪𝐮𝐢𝐯𝐚𝐥𝐞𝐧𝐜𝐞
৪) 𝟏𝟐𝟗 𝐓𝐞𝐱𝐭 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐢𝐨𝐧 𝐓𝐡𝐢𝐫𝐝 𝐁𝐥𝐚𝐧𝐤
৫) 𝐏𝐚𝐩𝐞𝐫 𝐁𝐚𝐬𝐞𝐝 𝐚𝐧𝐝 𝐏𝐚𝐩𝐞𝐫 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐞𝐝 𝐁𝐨𝐨𝐤
𝐏𝐚𝐫𝐭 𝟑: 𝐐𝐮𝐚𝐧𝐭𝐢𝐭𝐚𝐭𝐢𝐯𝐞 𝐑𝐞𝐚𝐬𝐨𝐧𝐢𝐧𝐠
আপনি যদি আগে ম্যাথ পড়া না থাকে, তাহলে –
১) 𝐌𝐚𝐧𝐡𝐚𝐭𝐭𝐚𝐧 𝟏-𝟔 𝐬𝐞𝐫𝐢𝐬
২) 𝐌𝐚𝐧𝐡𝐚𝐭𝐭𝐚𝐧 𝟓𝐥𝐛
আর যদি ম্যাথ মোটামুটি করা থাকে, তাহলে –
১) 𝐁𝐨𝐛 𝐌𝐢𝐥𝐥𝐚𝐫 𝐆𝐑𝐄 𝐌𝐚𝐭𝐡
২) 𝐌𝐜𝐆𝐫𝐚𝐰 𝟓𝟎𝟎 𝐐𝐮𝐚𝐧𝐭 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐞
এরপর 𝐄𝐓𝐒 থেকে টপিকওয়াইজ প্রাক্টিস করার জন্য –
৩) 𝐆𝐑𝐄 𝐌𝐚𝐭𝐡 𝐑𝐞𝐯𝐢𝐞𝐰
এরপর একটানা প্রাক্টিস করার জন্য –
৪) 𝐆𝐑𝐄 𝐐𝐮𝐚𝐧𝐭𝐢𝐭𝐚𝐭𝐢𝐯𝐞 𝐑𝐞𝐚𝐬𝐨𝐧𝐢𝐧𝐠
৫) 𝐆𝐑𝐄 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐆𝐮𝐢𝐝𝐞
৬) 𝐃𝐢𝐟𝐟𝐢𝐜𝐮𝐥𝐭𝐲-𝐰𝐢𝐬𝐞 𝟓𝟎𝟎 𝐪𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐬
৭) 𝐓𝐨𝐩𝐢𝐜-𝐰𝐢𝐬𝐞 𝟔𝟎𝟎 𝐪𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐬
এরপর ৪৬ সেট মক প্রশ্ন থেকে (শুধুমাত্র কোয়ান্ট) প্রাক্টিস করতে হবে।
————–
উপরে উল্লেখিত সকল বই আমার ইউটিউবের এই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। link- https://youtu.be/5Eixx8nLWaQ?si=sz-RFS6QkGiq1Opt
আপনি নিজে প্রিপারেশন নিন, এবং অন্যকে প্রিপারেশন নিতে সহযোগিতা করুন। ভেদাভেদ ভুলে একে অপরকে সাথে নিয়ে একসাথে আমেরিকা যান।
RESOURCES: Pdf, Videos, Articles
AWA Book: https://drive.google.com/drive/folder…
GRE BigBook: https://drive.google.com/file/d/1fsLA…
ETS Verbal Reasoning: https://drive.google.com/file/d/1lgT6…
ETS Official Guide: https://drive.google.com/file/d/1RNgG…
ETS Paper Based+ Paper Delivered: https://drive.google.com/file/d/1EDA0… https://drive.google.com/file/d/1KZr_…
ETS Qauntitative Reasoning: https://drive.google.com/drive/folder…
429 TCSE: https://drive.google.com/file/d/1rbFt…
129 TBTC: https://drive.google.com/file/d/1CvWc…
500 Quant: https://drive.google.com/drive/folder…
600 Quant: https://drive.google.com/drive/folder…
Manhattan 1-6: https://drive.google.com/drive/folder…
Manhattan 5lb: https://drive.google.com/drive/folder…
Bobmillar: https://drive.google.com/drive/folder…
McGraw 500: https://drive.google.com/drive/folder…
350 RC: https://drive.google.com/file/d/1CoWE…
Book list(Extra):
KMF 1147 solution pdf
আর্টিকেলগুলো পড়তে পারেন-
নিচের লিংক থেকে ইসহাক খানের লেখা links-
☑ স্টুডেন্টদের সাধারণ দুর্বলতা – পার্ট ১ – Vocabulary
☑ স্টুডেন্টদের সাধারণ দুর্বলতা – পার্ট ২ – Analytical Writing
☑ স্টুডেন্টদের সাধারণ দুর্বলতা – পার্ট ৩ – Reading Comprehension
☑ স্টুডেন্টদের সাধারণ দুর্বলতা – পার্ট ৪ – Speaking (TOEFL)
☑ Originality of writing: এসওপি, এলওআর, ইমেইলিং প্রফেসরস, সিভি ও রেজুমে (১ম খণ্ড)
☑ Originality of writing: এসওপি, এলওআর, ইমেইলিং প্রফেসরস, সিভি ও রেজুমে (২য় খণ্ড)
☑ Customized Routine: নিয়মিত ফলো করা (১ম খণ্ড)
☑ Customized Routine: নিয়মিত ফলো করা (২য় খণ্ড)
☑ আমার জন্য সঠিক রাস্তা কোনটা: বিদেশ, জিআরই, স্বদেশ, বিসিএস, চাকরি?
☑ রেকমেন্ডেশন বিড়ম্বনা!
☑ Research: রিসার্চ বা গবেষণা
☑ ইউএস অ্যাম্বেসির ভেতরের পরিবেশ এবং স্টেপগুলো
☑ ইংরেজিতে দক্ষতা এবং কিছু স্ট্র্যাটিজি
☑ Teaching: শেখা ও শেখানো, দেয়া ও নেয়া
☑ ইউএস ভিসা পাওয়া না পাওয়া এবং হায়ার স্টাডির কিছু পয়েন্ট
☑ জিআরই এবং টোফেল: হায়ারস্টাডির প্রস্তুতি হোক স্ট্র্যাটিজিক্যালি (পার্ট- ১)
☑ জিআরই এবং টোফেল: হায়ারস্টাডির প্রস্তুতি হোক স্ট্র্যাটিজিক্যালি (পার্ট- ২)
☑ জিআরই এবং টোফেল: হায়ারস্টাডির প্রস্তুতি হোক স্ট্র্যাটিজিক্যালি (পার্ট- ৩)
☑ জিআরই এবং টোফেল: হায়ারস্টাডির প্রস্তুতি হোক স্ট্র্যাটিজিক্যালি (পার্ট- ৪)
☑ আমার অভিজ্ঞতা: জিআরই প্রস্তুতি এবং পরীক্ষা
☑ আমার অভিজ্ঞতা: টোফেল প্রস্তুতি এবং পরীক্ষা
☑ আমেরিকায় উচ্চশিক্ষা এবং দরকারি কৌশল
FAQ
Q- জিআরই পরীক্ষা কেন্দ্রে পাসপোর্ট এর বাইরে আর অন্য কিছু কি নিয়ে যেতে হবে?
Ans- Passport, NID Card , Order Confirmation mail er printed copy. Depends mostly on center, Dhanmondi luminedge e only passport niye gesi. Ar sob kisu nijer bag e vore oder locker e rekhe dite hoyechilo
Q- Can anyone help me with a GRE voucher code? I’m planning to register this October and take the exam in November.
Q– দুই মাসের মধ্যে চার -পাচ ঘন্টা পড়ে জি আর ই তে ৩১০ প্লাস পাওয়া কি সম্ভব?
Ans- Yes possible.মাগুশ আ্যকাউন্ট বিগিনারদের জন্য খুবই হেল্পফুল । আপনি একবারে বেসিক থেকে প্রস্তুত করতে পারেন । আমার মাগুশ প্রিমিয়াম আ্যকাউন্ট এফোর্ডবল এ প্রাইজ শেয়ার করব। প্রয়োজন হলে জানাবেন।
প্রগ্রেস এন্ড প্র্যাকটিসঃ শুধু পড়লেই হবে না,আপনাকে প্রতিদিন মকটেস্ট দিয়ে নিজের প্রগ্রেস দেখতে হবে, আমাদের ৬৫ দিনের মক টেস্ট এর এক্টা প্রোগাম চলছে, ছাত্রদের জন্য খুবই ইফেক্টিভ হবে,৩৫ জন ইতিমধ্যে মক টেস্ট প্রোগ্রামে আছেন!
প্রস্তুতি
প্রস্তুতি পর্বঃ কি বই পড়বেন?
বাজারে অন্তত ১৫ থেকে ২০ টা GRE স্পেসিয়ালাইজড বই আছে, সব বই আপনি পড়ে শেষ ও করতে পারবেন না, আর বেশির ভাগ বইয়েই ঘুরেফিরে একই কথা লিখছে।
তবে শুরুটা ETS Official Guide এবং Manhattan 1-8 দিয়ে করা ভাল, বিশেষ করে Manhattan এর ম্যাথ পার্ট টা। আমি যখন শুরু করি তখন আমার প্রতিটা যোগ-বিয়োগ এ ৫ মিনিট লাগত, আর এটা শেষ করার পর নোভা ম্যাথ ভাইবেল ৪ দিনে শেষ করছি। তারপর Quant এর জন্য Math Bible আর 5.LB ই এনাফ, যদি ও আমি 5.LB শেষ ও করতে পারি নাই। Verbal এর জন্য BIG BOOK অনেক ভাল শুনছি, যদি ও আমি পড়ার টাইম পাই নাই। তবে সবচেয়ে ভাল হয় ETS Official Verbal Reasoning প্রাকটিস করতে পারলে। কারন এটাতে তাদের লজিক গুলা বোঝা যায়। আর সব শেষে Princeton-1004। এইতো এইগুলা পড়লেই আমার মতে এনাফ। তবে হ্যা বুঝে পড়া লাগবে, লজিক গুলা ধরা লাগবে। আর না বুঝে পড়লে আরো ১০টা বই পড়ে ও লাভ হবে না।
প্রস্তুতি কত দিন নিব?
আমি ৩ মাস আগে রেজিস্ট্রেশন করে পড়া শুরু করছিলাম, এর আগে আমি GRE এর G ও জানতাম না। এক বন্ধুর বুদ্ধি (বা কুবুদ্ধি) আর নিজের সম্পর্কে আবগত থাকায় জানতাম পিছনে আগুন না লাগলে আমার দ্বারা কিছুই করা সম্ভব না, তাই আগে রেজিস্ট্রেশন পরে পড়া। তবে শেষের দিকে আমার মনে হইছে ৩ মাস অনেক কম ,আপনার হাতে সময় আর বেশি দিন লেগে থাকার মত ধৈর্য থাকলে আপনি যত বেশি ইচ্ছা সময় নিতে পারেন।
শেষ মুহুর্তের পস্তুতিঃ
পরিক্ষার ১৫ দিন আগে মোটামুটি আপনার জানার কাজ শেষ (আই মিন বই পড়া) এখন শুধু নেট প্রাকটিস এর সময়। Power Prep II এর প্রথম টেস্ট আগে দিয়ে দিলে ভাল, না হলে এটা দিয়ে শুরু, তারপর একে একে Manhattan, Kaplan, Princeton and McGraw-Hill, এগুলা AWA সহ ফুল এক্সাম প্রতিদিন আপনার একচুয়াল GRE টাইমে শুরু করে যতটুকু সম্ভব এক্সাম এনভায়রনমেন্ট বজায় রেখে দেয়ার চেষ্টা করবেন। এবং সবচেয়ে বড় কথা দেয়ার পর প্রতিটি (শুদ্ধ ভুল সব) প্রশ্নের উত্তর এবং তার পিছনের কারন ভাল করে দেখবেন। বিশেষ করে টাইমিং আর পেসিং করাটা ভাল করে শিখে নেয়া লাগবে এখান থেকে। এবং সবার শেষে এক্সাম এর দুইদিন আগে Power Prep II এর সেকেন্ড এক্সাম দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সেকেন্ড Power Prep II তে যত পাবেন আপনার একচুয়াল রিসাল্ট বেশি হলে ২ বা ৩ পয়েন্ট কম বেশি হবে।
এক্সামের আগের দিনঃ
চা পানি খান, মুন্নি বদনাম টাইপ গান শুনেন, সকালে চাইলে একটূ ওয়ার্ড দেখতে পারেন। ম্যাথ এর সুত্র এবং কিছু সহজ ম্যাথ প্রাক্টিস ও করতে পারেন। ভুলে ও নতুন কিছু শিখতে বা কঠিন কোন ম্যাথ করতে যাইয়েন না। যা শিখার আপনি অলরেডি শিখে ফেলছেন। আর একটা কথা এর রকম CAT টেস্টে এ আপনার যা যোগ্যতা আপনার রিসাল্ট ও তাই আসবে, সো টেনশন নিয়ে লাভ নাই। বিকালে আসরের নামাজে যান, একটু হেঠে আসেন, আসার সময় দুইটা কলা আর দুইটা কিটক্যাট চকলেট নিয়ে আসবেন যদি না আপনি পরিক্ষার সময় উপবাস করতে ভালবাসেন । সন্ধ্যার পর একটা ব্যাগ এ আপনার পাসপোর্ট, GRE রেজিস্ট্রেশনের কনফার্মেশন পেইজ অথবা ইমেইল এর প্রিন্টেড কপি, একটা পাতলা সোয়েটার (৪ ঘন্টা এসির নিচে বসে থাকলে আপনি যত হট ই হন না কেন, একসময় ঠান্ডায় মাউস ধরতে কষ্ট হবে) এবং কলা আর কিটক্যাট ঢুকিয়ে পড়ার টেবিলে রেখে দেন। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমানোর চেষ্টা করেন (যদি ও ঘুম আসাটা টাফ :D)
দ্যা ডেঃ
সকালে তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে, মাথাটারে ওয়ার্কিং কন্ডিশনে নিয়ে আসেন। আমার মত সকালে বেশি পানি খাওয়ার অভ্যাস থাকলে একদিনের জন্য কমাইয়া খান, নতুবা আমার মত AWA শেষে পেটে হাত দিয়ে বসে প্রথম দুই সেকশন দেয়া লাগবে 😀 । সেন্টার কত দূর সে অনুযায়ী হাতে সময় নিয়ে বের হন। রাস্তায় চাইলে গান শুনতে পারেন।
সেন্টারের মানুষজন খুব ই অমায়িক হয়, যদিনা আপনি আমার মত রেজিস্ট্রেশন এর সময় বার্থ ডেট ভুল করেন তাহলে হয়ত দুই চারটা কটু কথা শুনতে হতে পারে। তবে পিসির সামনে একবার বসলে দিন দুনিয়া ভুলে যাওয়া লাগবে। শুরুতেই একটা জোরে শ্বাস নেন, যথক্ষন না আপনি কন্টীনিঊ দিতাছেন ততক্ষন কিছুই হবেনা। শুরুর আগে বার্থ ডেট ভুলের কারনে প্রক্টর এর ঝাড়ি তে আমার মাথা আওলা হয়ে গেছিল আমি প্রায় দুই মিনি্ট বসে সব কিছু ভুলছি, তার পর কম্পিউটার আর কি-বোর্ড নিজের সুবিধা মত যায়গায় নিয়ে মাউসে বিসমিল্লাহ বলে ক্লিক। আমার প্রথমেই ভারবাল আসছিল এবং আমার সবগুলো প্রাকটিস টেস্ট মিলাইয়া হলেও সবচেয়ে বাজে ভারবাল সেট মনে হয় এইটা। এই সেট এ আমি দুইটা ভুল করছিলাম, এক, সেন্টেন্স কমপ্লিশন এর একটার ওয়ার্ড ও জানতাম না, শুধু শুধু সলভ করার চেষ্টা করে টাইম নষ্ট করছি। দুই, ডিম থিউরিতে পরে লং প্যাসেজ পড়ার ও টাইম পাই নাই, ৪টা প্রশ্ন ও আনটাচড। এই সেটে একটা প্যাসেজ আসছিল ডিম এর বয়লিং নিয়া, দেখে মনে হইছিল খুব ই ছোট, খূব ই সোজা, কিন্তু এত বেশি ইনফো আর নাম্বার ছিল যে, প্রতিটা প্রশ্নের প্রতিটা অপশন এর জন্য পূরো প্যাসাজ পড়া লাগছিল তারপর একটার উত্তর ও সঠিক হইছিন বলে মনে হয় নাই, এই প্যাসাজ এর কারনে আমার ভারবাল এর স্কো্র ৪ কম। এইজন্য আমি এটার নাম দিছি ডিম থিউরি।
পুরাপুরি খারাপ এই সেটের পর আমার কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল এখন ই সেন্টার থেকে বের হয়ে যাই, আবার দেয়ার ও প্লান করে ফেলছি তখন। তখন নিজেরে বুঝালাম, আবার যখন দিবই, যা খারাপ হওয়ার তা তো হইছে, এখন ম্যাথ আসছে, ম্যাথ এ আমারে আটকায় কে? আলহামদুলিল্লাহ ২০ টা ম্যাথ ২৭ মিনিটের মাথায় শেষ করে, বসে বসে রিবাইস দিসি। টিপসঃ ম্যাথ এ ডাটা এনালাইসি, ওয়ার্ড প্রবলেম আর প্যাঁচানো জিওম্যাট্রি (যদিও যত প্যাচ তত সোজা) না দেখেই সরাসরি মার্ক করে সবার শেষে এগুলাতে লাগা উচিৎ, কারন এগুলা আলয়েস টাইম কন্সিউমিং, ম্যাথ তাড়াহুড়ো করে করতে গেলে ভুল হবার সম্ভাবনা বেশি, আর আপনি একটাতে বেশি টাইম নষ্ট করলে তাড়াতাড়ি করতে গিয়ে বাকি সবগুলা তে এফেক্ট পরতে পারে।
তারপর প্রথম ভারবালের ভুল থেকে শিক্ষা নিয়ে পরেরটাতে সেন্টেন্স কমপ্লিশন আর ইকুইব্যালান্স ১০ মিনিটের মাথায় শেষ করে বাকিটা R.C তে দিছি, আর সত্যি বলতে একমাত্র R.C এর বেলায় আমার মনে হইছে যে এগুলা আমি শুদ্ধ দাগাচ্ছি, বিশেষ করে লজিকাল রিসনিং গুলা।
টিপসঃ Sentence Completion and Equivalence এ ওয়ার্ড কমন না পরলে অযথা সময় নষ্ট করবেন না , কারন পরিক্ষার হলে আল্লাহ কাছ থেকে আপনার মাথায় ওহি নাজিল হয়ার কোন চান্স নাই। সো বিসমিল্লাহ বলে একটা দাগাইয়া RC তে যান, অন্তত ২০ মিনিট RC তে ব্যয় করেন, কাজ লাগান সময়টা।
দ্বিতীয় Quant এ, সবগুলা ম্যাথই একটু টাফ আসছে, সময় লাগছে একটু বেশি, এইখানে ৩ টা আমার রাডারের একদম উপর দিয়া ই গেছে, আর এর মধ্যে কোনটা ট্রাই করলে মিলবে এইটা ডিসাইড করতে করতে ৪ মিনিট ও চলে গেছে।
তারপর আরেকটা ভারবাল, আগের মত, খারাপ না।
সবার শেষে কাঁপা কাঁপা হাতে বিসমিল্লাহ বলে রিপোর্ট দিলাম, খুসি হব না দুঃখিত বুঝতে পারি নাই। এক্সাম শেষ হইছে এটাই শুকরিয়া।
তবে হ্যা রুম থেকে বের হয়ে যখন অন্য সবার সাথে কথা বললাম তখন বোঝলাম ৩২০ (Quant 166 আর Varbal 154) খুব একটা খারাপ স্কোর না।
সবার শেষে দুইটা টীপসঃ (দুইটাই ধার করা): “There is no ways to beat GRE rather try to master it”. and in exam hall always Remember Equanimity is the Word”.
Best of luck everyone, everything I written above are mere my personal opinion, so don’t need to follow everything, Sorry for spelling or any other type of mistakes.